রাসূল (সাঃ) এর মৃত্যুর সময় কি বিষ দেওয়া হয়েছিলো?

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামরাসূল (সাঃ) এর মৃত্যুর সময় কি বিষ দেওয়া হয়েছিলো?
আহমেদ আবির asked 12 months ago

আসসালামু আলাইকুম
ভাই এক নাস্তিক বলছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালিন সময় যে ঔষধ
দেয়া হয়েছিল, সেটি নাকি হযরত আয়েশা ও হাফসা দিয়েছিলেন, সেটি নাকি বিষ ছিল । (নাউজুবিল্লাহ)
দলিল হিসেবে তারা “হায়তুল কুলুব” নামক কিতাবের ১৯৭৬-১৯৭৯ পৃষ্ঠা থেকে দেয় ।
আশা করি এর সমাধান নিয়ে আসবেন, ইনশাল্লাহ

1 Answers
Best Answer
Tahsin Arafat Staff answered 12 months ago

হায়াতুল কুলুব মুসলিমদের গ্রন্থ নয়। এটি একটি শী'আগ্রন্থ। তাই আমাদের কাছে রেফারেন্স হিসেবে এটি গ্রহণযোগ্য নয়।

এই গ্রন্থের সংকলক আল মাজলিসি একজন ইমামী শিয়া।
https://arabicradio.net/news/3590
https://shamela.ws/book/12760/345
তার "বিহারুল আনোয়ার" নামক বইয়েও সাহাবায়ে কেরামের নামে অনেক আপত্তিকর কথা লেখা রয়েছে যেগুলোর কোনো ভিত্তিও নেই।

Back to top button