ইসলামবিরোধীদের প্রতি জবাববিজ্ঞানহাদিস

মাছির এক ডানায় রোগ, অপর ডানায় শিফা – রাসূলের (ﷺ) মু’জিযা

বিতর্কটা অনেকদিনের। শুরুটা হয়েছিলো মুতাজিলা হয়ে, তারপর শিয়া হয়ে আজকে প্রায় মুসলিম-অমুসলিম সকলের মধ্যেই বিতর্ক চলছে মাছির ডানা সম্পর্কিত একটি হাদিস নিয়ে,

পানীয়তে মাছি পড়ে গেলে সেটাকে সম্পূর্ণ ডুবিয়ে ফেলে দাও। মাছির এক ডানায় থাকে রোগ, অপর ডানায় নিরাময়।

আপনিও কি দাবি করছেন এটি ভুল? আসুন প্রবেশ করি এক সুন্নাহর দুনিয়ায়।

— তাহসিন আরাফাত

Contents Hide
2 বৈজ্ঞানিক গবেষণাসমূহ

মাছি সম্পর্কিত হাদিস

আমরা আগে আলোচ্য হাদিসটি দেখে নিই,

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কারো পানীয় দ্রব্যে মাছি পড়লে সেটাকে তাতে ডুবিয়ে দেবে। অতঃপর তাকে উঠিয়ে ফেলবে। কেননা তার এক ডানায় রোগ থাকে আর অপর ডানায় থাকে রোগের প্রতিষেধক।’[1]সহিহুল বুখারী ৩৩২০, [ইফা ৩০৮৩], সুনানে ইবনু মাজাহ ৩৫০৫, মুসনাদে আহমাদ ৭১০১, ৭৩১২, ৭৫১৮, ৮২৮০, ৮৪৪৩, ৮৮০৩, ৮৯১৮, ৯৪২৮, সুনান আদ-দারেমী ২০৩৮, ২০৭৬, ইরওয়া ১৭৫, … See Full Note

একই হাদিসের আরেকটি ভার্শনে খাবার পাত্রের কথা এসেছে,

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কারও কোন খাবার পাত্রে মাছি পড়ে, তখন তাকে পুরোপুরি ডুবিয়ে দিবে, তারপরে ফেলে দিবে। কারণ, তার এক ডানায় থাকে আরোগ্য, আর আরেক ডানায় থাকে রোগ।[2]সহিহুল বুখারী ৫৭৮২ [ইফা ৫২৫৩], মিশকাতুল মাসাবীহ ৪১১৫, সহীহ আল জামি‘ আস্ সগীর ৮৩৭, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৪৮০, মুসনাদে আবূ ইয়া‘লা ৯৮৬, … See Full Note

আরেকটি ভার্শনে অতিরিক্ত এসেছে, “মাছিটি তার রোগ-জীবাণুযুক্ত ডানাটি আগে [খাদ্যে] ডুবিয়ে দিতে চেষ্টা করে”,

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো পাত্রে মাছি পড়লে তা এর ভিতরে ডুবিয়ে দাও। কেননা তার এক ডানায় রোগ এবং অপর ডানায় নিরাময় রয়েছে। সে জীবাণুযুক্ত পাখা ডুবিয়ে দিতে চেষ্টা করে। কাজেই তা সম্পূর্ণভাবে ডুবিয়ে দাও।[3]সুনানে আবু দাঊদ ৩৮৪৪ [ইফা ৩৮০১], সুনানে ইবনু মাজাহ ৩৫০৪, বুলুগুল মারাম ১৪, মিশকাত ৪১৪৩-৪১৪৪, শারহুস্ সুন্নাহ্ ২৮১৪-২৮১৫, সহীহুল জামি‘ ৮৩৫-৮৩৬, আস্ সুনানুল … See Full Note[4]Abū Dāwud Sulaymān al-Ṭayālisī, Musnad Abī Dāwud al-Ṭayālisī, ed. Muḥammad Ḥasan  Ismāʿīl, Beirut, Dār al-kutub al-ʿilmiyya, 2004, II, p. 573-574, no. 2302.

একজন সৌদি স্কলার, হালিল ইব্রাহিম মুল্লা হাতির শুধুমাত্র এই হাদিসটির উপরেই একটি বই লিখেছেন, যেখানে তিনি এই হাদিসের ৫০টি ভিন্ন ভিন্ন ভার্শন একত্রিত করেছেন।[5]হালিল ইব্রাহিম মুল্লা, আল-ইসাবা ফি সিহহাত হাদিস আল-দ্বুব্বাবা,  মদিনা, দারুল কিবলা, ১৯৮৫, পৃঃ ২৩-৯১আমরা শুধু বেশি পরিচিত ৩টি উল্লেখ করলাম।

ঐতিহাসিকভাবে আলেমগণ হাদিসটিকে কীভাবে নিয়েছিলেন?

১৫ শতক পর্যন্ত আলেমগণ এই হাদিসটিকে কীভাবে নিয়েছেন, কীভাবে ব্যাখ্যা করেছেন, কীভাবে কী কী বিতর্ক হয়েছিলো, কীভাবে হাদিসটি মেডিসিনে প্রযুক্ত হয়েছিলো সবকিছু বিস্তারিতভাবে উল্লেখ হয়েছে Oded Zinger এর একটি ২৯ পৃষ্ঠার গবেষণাপত্রে। আগ্রহীগণ দেখে আসতে পারেন।[6]Zinger, O. (2016). Tradition and Medicine on the Wings of a Fly, Arabica, 63(1-2), 89-117. doi: https://doi.org/10.1163/15700585-12341385 উল্লেখ্য, এই রিসার্চপেপারটি তৈরি করেছেন একজন ইহুদি, যদিও সহায়তায় মুসলিমরাও ছিলেন, তবে আমি বলবো … See Full Note তবে সংক্ষিপ্তভাবে ২-৩ টি বক্তব্য না দেখালেই নয়।

মাছি

সর্বপ্রথম মুতাজিলী সম্প্রদায়ের আল-জাহিজ তার বইয়ে উক্ত হাদিসটিকে হালকাভাবে নিয়ে এবং উপস্থাপন করে প্রায় অস্বীকার করে ফেলে।

তার এবং মুতাজিলীদের বিরুদ্ধে কলম ধরেছিলেন ইবনু কুতাইবা (রহঃ)।

ইবনে কুতাইবা রহঃ (মৃ ২৭৫ হিঃ) বলেছেন,

কোন জিনিস ভুল প্রমাণ করে যে, মাছির মধ্যে রোগ এবং আরোগ্য উভয়ই রয়েছে, যদি আমরা দ্বীনের আলোচনা ছেড়ে দর্শনের আলোচনায় প্রবেশ করি? মাছিরা কি সাপের মতো নয়? শারীরবিদগণ উল্লেখ করে থাকেন, সাপের মাংসই সাপের বিষের প্রতিষেধক, সেই মাংস থেকেই সবচেয়ে শক্তিশালী ঔষধ বানানো যায়।[7]ইবনু কুতাইবা, তা’বিল মুহতালিফ আল-হাদিস, পৃ ৩৩৫

মুতাজিলীদের আরেকটি প্রশ্ন ছিলো, ❝মাছি কীভাবে জানবে তার কোন ডানায় কী আছে? [কী করে বুঝবে তার কোন ডানায় রোগজীবাণু, আর সেটা ডুবিয়ে দিবে?]

এর উত্তরে ইবনু কুতাইবা (রহঃ) বলেছেন,

পিঁপড়ারা জানে কীভাবে গ্রীষ্মে শীতের জন্য খাদ্য সংরক্ষণ করতে হয় এবং যখন শস্য পচতে শুরু করে, এটি এটিকে পৃষ্ঠে নিয়ে যায় এবং একটি রাতের জন্য এটি ছড়িয়ে দেয় চাঁদের আলোর নিচে শুকানোর জন্য।[8]পিঁপড়াদের এই আচরণ সম্পর্কে জানতে দেখুন Pliny, Natural History, III, p. 498-501 (book 11, 36); আরও দেখুন,  “Ants, Miracles and Mythological Monsters”, p. 415-418…যখন কোনো কচ্ছপ সাপ খায়, সে তখন পাহাড়ী লতাপাতা (সাপের বিষের ঔষধ হিসেবে) খেতে জানে।[9]এ সম্পর্কে জানতে দেখুনঃ Aristotle, Minor Works,  transl. Walter Stanley Hett, London-Cambridge, William Heinemann-Harvard University  Press (“The Loeb Classical Library”), 1963, p. 242-243, 831a27-831a31, no. 11. See also  Aristotle, History of Animals, transl. Arthur Leslie Peck and David M. Balme, LondonCambridge, William Heinemann-Harvard … See Full Note…ঠিক এভাবেই প্রাণীদের মধ্যে আশ্চর্যের বিষয় থাকতে পারে,…এবং রোগ ও শিফা উভয়ই থাকতে পারে।…এবং যেহেতু হাদিসটি সহিহ সেহেতু একে আলাদা করে সঠিক প্রমাণ করার দরকার নেই আমাদের, বরং যারা অস্বীকার করছে তারাই ভুল প্রমাণ করুক।[10]আরো বিস্তারিত পড়ুনঃ তা’বিল মুহতালিফ আল-হাদিস কিতাবে

আল-ত্বহাবী রহঃ (মৃ ৩২১ হিজরি) ও মুতাজিলাদেরজে প্রত্যুত্তর দিয়েছেন।[11]আল-ত্বহাবী, শারহ মুশকিল-আল-আছার ৮/৩৩৯-৩৪৪

আল-খাত্তাবী রহঃ (মৃ ৩৮৬ হিজরি)এর সময় এই হাদিস নিয়ে আলোচনা জনপ্রিয় হয়েছিলো। তিনি মৌমাছি[12]A Bacterial Symbiont Protects Honey Bees from Fungal Disease https://doi.org/10.1128/mBio.00503-21 এবং সাপের উদাহরণ দিয়ে বলেছেন, কোনো জীবে রোগ/বিষ এবং নিরাময় একই সাথে থাকা অস্বাভাবিক নয়।[13]Tokatly, “The Aʿlām al-ḥadīth of al-Khaṭṭābī”, p. 64, 74 and 87

আবু-বকর আল-কালাবাদী রহঃ (মৃ ৩৮০ কিংবা ৩৮৪ হিজরি) এই হাদিসের সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন তাঁর বাহরুল ফাওয়াইদ কিতাবে।[14]বাহরুল ফাওয়াইদ আল-মাশউর বি-মা’আনি ল-আহবার, মিশর, দারুসসালাম, ২০০৮, ১/৩৯৬-৩৯৯ তিনি এই হাদিসে ‘রোগ’ এবং ‘শিফা’-এর জন্য আধ্যাত্মিক-মানসিক (তিব্বুল রুহানী) অর্থ প্রস্তাব করেছেন। এটা মানুষের প্রকৃতিই এই যে, পানীয়ের মধ্যে মাছি পড়ে যাওয়াকে অত্যন্ত বিরক্তিকর ভাবা এবং সেটাকে এড়িয়ে চলা। আল্লাহ্ ﷻ যেটার অনুমতি দিয়েছেন সেটাকে অস্বীকার করা আর আল্লাহর প্রতি অহংকার দেখানো, রাসূলের সুন্নাহকে ত্যাগ করা এক সমান। অতএব, পানীয় এড়িয়ে চলার মানে কুপ্রবৃত্তির প্রতি আত্মসমর্পণ। হাদিসের “মাছিকে পানীয়তে সম্পূর্ণ ডোবানো”-এর মানে হলো “নফসের উপর বিজয় লাভ করা”[15]কুরআন ১২:৫৩ দেখুন। পানীয়তে মাছি ডুবিয়ে খাওয়া হলো – একজন মানুষ “তার রূহ থেকে এর অহংকার দূর করে এবং এর অসারতাকে হত্যা করে” – এর সমতুল্য। রোগ বলতে মানুষের অসারতা/অহমিকা, আর শিফা বলতে এটাকে জয় করার প্রস্তুতি। খাদ্যে মাছিকে ডুবিয়ে ফেলে দেওয়াকে বলা যায় রেচক ঔষধের মাধ্যমে পেট পরিষ্কার করে ফেলার মতো। হাদিসে মাছির ঘটনা যে রূপকার্থে বোঝানোর সম্ভাবনা আছে সেটার পক্ষে আল-কালাবাদী (রহঃ) কুরআনের রেফারেন্স টেনেছেন, ❝নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না।[16]কুরআন ২:২৬ আলোচনার শেষে তিনি বলেছেন, হাদিসের অর্থ আক্ষরিক রোগ-শিফাও হতে পারে, যেহেতু আল্লাহ আমাদের সেটা স্পষ্ট বলে দেন নি, সেহেতু বলবো, আল্লাহই ভালো জানেন।

ফকিহরা এই হাদিসকে দলিল হিসেবে নিয়ে বলেছেন, মাছি/মরা মাছি পানীয় জিনিসকে অপবিত্র করতে পারে না, তার পরিমাণ যতোই কম হোক না কেন। তবে ইমাম শাফি’ঈ (রহঃ) বলেছেন পানির বৈশিষ্ট্য পরিবর্তন (গন্ধ, রঙ, স্বাদ) হয়ে গেলে তার কারণে পানি অপবিত্র হয়ে যাবে।[17]শারহ আল-সুন্নাহ আল-বাঘাবী ১১/২৬০-২৬১, ইরশাস-আল-সারি আল-কাস্তালানী ৫/৩০৪-৩০৫, আল-ইসাবা আল-মুল্লা হাতির পৃঃ ১১১-১৩২, আল-উম্ম ১১/১২-১৩ জুমহুর ওলামা এখানে বলেছেন হাদিসের কথামতো মাছিকে ডোবানোর ফলে মাছি মারা যাবে, কিন্তু তা পানীয়কে অপবিত্র করবে না, করলে রাসূল (ﷺ) এটা করতে বলতেন না, মৃত মাছিও অপবিত্র না। অল্প কিছুসংখ্যক আলেম বলেছেন পানীয়কে পবিত্র ধরলেও মৃত মাছি অপবিত্র।

মুসলিম বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানের বইগুলোতে উক্ত হাদিসটি আনেন নি, কারণ সম্ভবত তারা গ্রীক-ইসলামিক মেডিসিন সিস্টেমের সাথে রাসূলের সিস্টেম সমন্বয় করা অপছন্দ করতেন বলে মনে করছেন ইহুদি গবেষক Oded Zinger।[18]Arabica 63 (2016), page 110 ইতোমধ্যেই সহিহ বর্ণনা হিসেবে হাদিসটি সত্য এবং প্রতিষ্ঠিত ছিলো। অথবা, এসময়টাও উক্ত হাদিসটার উপর গবেষণা করার মতো যন্ত্রপাতি ছিলো না। রাসূলের (ﷺ) হাদিস এতোই এডভান্সড ছিলো।[19]সামনে দেখতে পাবো আমরা।

দামিরি (রহঃ) লিখেছেন,

আমি সাবধানতার সাথে পরীক্ষা করে দেখেছি, মাছি তার বাম ডানা দিয়ে নিজেকে রক্ষা করতে চায়।[20]আল দামিরি, হায়াতুল হায়াওয়ান আল-কুবরা, ২/৪১৫

শেষে তিনি বলেন, যে মাছির ডানদিকের ডানায়ই আরোগ্য রয়েছে।

হাদিসটি থেকে সর্বোচ্চ সম্ভাবনা সমূহ

আমরা যদি হাদিসটিকে আক্ষরিক বিবেচনা করি। তাহলে কয়েকটি বিষয় প্রস্তাব করা যায় হাদিস থেকে।

মাছিতে শিফা আছেঃ রাসূল (ﷺ) এর সময়কার লোকেরা ভাবতেও পারে নি যে মাছিতে রোগের আরোগ্য থাকতে পারে। তারা সবাই জানতো যে, মাছি শুধু রোগ ছড়ায়।[21]তাধকিরা ১/১৪০, উমদাতুল কারী ৭/৩০৪, মুখতাসার আল-সুওয়ায়দি ফিল-তিবব পৃঃ ৯৮ এমনকি শী’আরা তো এখনও বিশ্বাস করে যে, মাছি শুধু রোগ ছড়ায়।[22][শিয়াদের বর্ণনা, আমাদের মুসলিমদের কাছে বিশ্বাসযোগ্য নয়] ইমাম জাফর আস-সাদিক বলেছেনঃ মাছিদের থেকে তুমি কুষ্ঠরোগ ছাড়া আর কিছু আশা করতে পারো না। – Ilal Sharai, Vol.2, … See Full Note এমন সময়কালেই রাসূল (সাঃ) বলে দিলেন মাছির এক ডানায় শিফা আছে। ডানায় শিফা থাকা মানে শরীরের অন্য জায়গায় থাকতে পারে।

রোগ ও শিফা একসাথেঃ ‘এক ডানায় রোগ, অপর ডানায় শিফা’ এটার কাটায় কাটায় আক্ষরিক অর্থ ছাড়াও আরেকটি অর্থ হতে পারে মাছিতে একদিকে যেমন রোগ আছে, অন্যদিকে আরোগ্যও আছে।

ডানদিকের ডানার অ্যান্টিবায়োটিক ইফেক্টঃ আমরা এই হাদিস এবং আল-দামিরির পরীক্ষা থেকে জানতে পারি হাদিসে বলা Cure-effect যদি থাকে তবে তা মাছির ডান দিকের ডানাতে অবশ্যই থাকবে।

মাছিটি ডুবিয়ে ফেলে দেওয়াই নিরাপদঃ এ হাদিসে দেওয়া সমাধান হলো খাবারে মাছি পড়লে সেটাকে সম্পূর্ণ ডুবিয়ে ফেলে দেওয়া।

কোন জাতের মাছি? পৃথিবীতে প্রায় ১ লক্ষ ১০ হাজার প্রজাতির মাছি পাওয়া গেছে।[23]https://www.si.edu/spotlight/buginfo/true-flies-diptera হাদিসে কিন্তু নির্দিষ্ট নয় যে কোন জাতের মাছির কথা বলা হচ্ছে। সাধারণভাবে ঘরোয়া মাছিসহ বেশি পরিচিত মাছিগুলোর জন্য, এবং মাছিজাতীয় পোকাগুলোর জন্যেও হাদিসটি প্রযোজ্য হতে পারে।

আমরা এবার দেখবো এই সম্ভাবনাগুলো বনি-আদম আবিষ্কার করতে পেরেছে কিনা।

বৈজ্ঞানিক গবেষণাসমূহ

আসুন এবার আমরা বর্তমানকালের বৈজ্ঞানিক গবেষণাগুলোর দিকে চোখ বুলাই।

আল-দাহাবীর সাক্ষ্য

আল-দাহাবী রহঃ (মৃ ৭৪৮ হিজরি/১৩৪৮ ঈসায়ী) উল্লেখ করেছেন,

শরীরবিদগণ বলেছেন দারারিহ [যেমনঃ Cantharis] নামের মাছির এক ডানায় রোগ রয়েছে এবং অপর ডানায় এর আরোগ্য।[24]আল-তিবব আল-নববী পৃঃ ৫৬, ইবনে তুলুনও তাঁর বক্তব্য উল্লেখ করেছেন – আল-মানহাল আল-রাওয়ি ফি ল-তিবব আল-নববী পৃঃ ২১৯

অর্থাৎ, সে সময়ের বিজ্ঞানীরাও একটি জাতের মাছির ক্ষেত্রে উক্ত কথার সত্যতা পেয়েছিলেন।

জোয়ানে ক্লার্ক, এনড্রেউ বিটি এবং মাইকেল জিলিংসের গবেষণা

কখনো চিন্তা করে দেখেছেন, মাছিরা কীভাবে গোবর-পচা মাংস-নষ্ট ফলফলাদি খেয়ে বেঁচে থাকে, যেগুলো কিনা জীবাণুর আস্তানা! কীভাবে এগুলোর মধ্যে, এগুলোর মতো জীবাণুসংকুল পরিবেশে নিজেদের টিকিয়ে রাখে? নিশ্চয়ই মাছির মধ্যে কোনো শক্ত প্রতিরক্ষাব্যবস্থা আছে, যার ফলে তারা এরকম পরিবেশে টিকে থাকতে পারে। জীবাণুরোধী ব্যবস্থা আছে? ঠিক এই ভাবনাটাই ভেবেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত Macquarie University এর Department of Biological Sciences এর একদল গবেষক। তারা মাছির জীবনচক্রের নানা দশায় জীবাণুবিরোধী ব্যাপার দেখতে পান।

মাছির শরীরই হলো শেষ ভরসা, যেখানে আপনি এন্টিবায়োটিক খুঁজে পাওয়ার চিন্তা করতে পারেন, এই কাজেই হাত লাগিয়েছিলেন সে গবেষক দল। তাদের গবেষণা Microbiology Australia তে প্রকাশিত হয় ২০০১ সালে[25]Using Evolutionary History to Predict the Occurrence of Antimicrobials in  Insects by JOANNE CLARKE, ANDREW BEATTIE and MICHAEL GILLINGS

Microbiology Australia, Sep 2001, pp 4.2 1118-1136, PL 3.4 , published by The Australian Society for Microbiology. – Google Books
এবং ২০০২ সালে।[26]Clarke Joanne , Gillings Michael Beattie Andrew (2002) Hypothesis driven drug discovery. Microbiology Australia 23, 8-10.
https://doi.org/10.1071/MA02508

সেই গবেষকদলের সদস্য Joanne Clarke তাদের আবিষ্কার Australian Society for Microbiology Conference Molbourne 2002 এ উপস্থাপন করেন। তিনি বলেন,

নতুন এন্টিবায়োটিকের খোঁজে সারা দুনিয়ায় পরিচালিত রিসার্চগুলোর ক্ষুদ্র অংশ আমরা। আমরা বিশ্বাস করি আমরা এমন জায়গায় খুঁজছি [এন্টিবায়োটিক] যেখানে আর কেউ খোঁজেনি।

উক্ত প্রজেক্ট তার পিএইচডি থিসিসের অংশ ছিলো।[27]The new buzz on antibiotics, Tuesday, 1 October 2002 Danny Kingsley – ABC Science Online

http://abc.gov.au/science/articles/2002/10/01/689400.htm

সে বিজ্ঞানীরা ৪ প্রজাতির মাছি নিয়ে গবেষণা করেনঃ house fly (আমাদের ঘরোয়া মাছি), vinegar fruit fly, sheep fly এবং Queensland fruit fly (এরা টাটকা ফলে নিজেদের ডিম পাড়ে)। লার্ভা (শূককীট) দশায় এদের তেমন একটা এন্টিবায়োটিক উৎপাদন করার দরকার পড়ে না, কারণ এরা সে সময় এতটা ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে না। আবার পিউপা (মূককীট) দশায়ও তেমন একটা দরকার পড়ে বলে মনে করেন নি বিজ্ঞানীরা, কারণ সেসময় শক্ত সুরক্ষার আবরণে আবদ্ধ থাকতো, এবং কোনো খাবার খেতো না। যদিও Queensland fruit fly বাদে বাকি ৩টি প্রজাতি লার্ভা দশায়ও অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট দেখিয়েছে। পূর্ণদশায় যেহেতু তারা বেশি বেশি খাবার খায়, তাই সে সময় বেশি বেশি অ্যান্টিবায়োটিক তৈরি করবে – এমনটাই ভেবেছেন সেই বিজ্ঞানীরা। হয়েছেও তাই, সবগুলো প্রজাতিই পূর্ণদশায় অ্যান্টিবায়োটিক তৈরি করেছে।

Joanne Clarke বলেছেন,

তাদের বাইরের সার্ফেসে এবং অন্ত্রে, উভয় জায়গাতেই অ্যান্টিব্যাক্টেরিয়াল ইফেক্ট (অ্যান্টবায়োটিক) পাওয়া গেছে। তবে আমরা মাছির বাইরের সার্ফেসে বেশি মনোযোগ দিয়েছি, কারণ সেখান থেকে সেই অ্যান্টিবায়োটিক আলাদা করা আমাদের জন্য সহজ।

ইথানলে মাছিগুলোকে ডুবিয়ে অ্যান্টিবায়োটিক উপাদান[গুলো] বের করা হয়, তারপর একটি ফিল্টারের মাধ্যমে মিশ্রণটি চালানো হয়, যাতে প্রাথমিক নির্যাসটা (crude extract)[28]https://www.lawinsider.com/dictionary/crude-extract আলাদা করা যায়।

যখন এই দ্রবণকে E.coli, Golden Staph, Candida (একজাতীয় ঈস্ট ছত্রাক) এবং একটি সাধারণ হাসপাতালের রোগজীবাণু সহ বিভিন্ন ব্যাকটেরিয়ার উপর দেওয়া হয়েছিলো, তখন প্রতিবার জীবাণুবিধ্বংসী ব্যাপার (antibiotic action) দেখা গিয়েছে।

আমরা এখন [মাছি ডোবানো দ্রবণ থেকে] নির্দিষ্ট অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদানগুলো পাওয়ার চেষ্টা করছি❞, জানিয়েছেন Clarke, যেগুলো পরে কেমিক্যালি সংশ্লেষণ করা হতো।

বিজ্ঞানীদের ধারণা, যেহেতু এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন না, তাই সেগুলো প্রতিরোধ করতে ব্যাকটেরিয়াদের বেশ বেগ পেতে হবে।[29]The new buzz on antibiotics, Tuesday, 1 October 2002 Danny Kingsley – ABC Science Online

http://abc.gov.au/science/articles/2002/10/01/689400.htm

তার রিসার্চের কাজে Glaxo Smith Kline নামক আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি সহায়তা করছিলো।[30]A new buzz in antibiotic research, September 30, 2002

https://www.theage.com.au/national/a-new-buzz-in-antibiotic-research-20020930-gdun46.html

এই ৩ বিজ্ঞানীর এই গবেষণালব্ধ তথ্য Australasian Science ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছে।[31]Gillings, M., Beattie, A., & Clarke, J. (2003). Do flies get food poisoning?

Australasian Science, 24(4) M, pg 14-16.

উল্লেখ্য, এই রিসার্চ ফান্ডিংজনিত কারণে ৩ বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়।[32]Humble fly may be super bug’s match, May 12, 2003 https://www.smh.com.au/national/humble-fly-may-be-super-bugs-match-20030512-gdgqty.html

প্রফেসর ডাঃ মুস্তফা ইব্রাহিমের গবেষণা

ডাঃ মুস্তফা ইব্রাহিম, যিনি মেডিক্যাল এনটোমোলজির অধ্যাপক এবং মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড স্টাডিজ অফ ডিজিজ-ক্যারিয়িং ইনসেক্টের পরিচালক, রাসূল (ﷺ) হাদিসের উপর ভিত্তি করেই একটি গবেষণা করেছিলেন। যেটা প্রকাশিত হয় ১৪৩৭ হিজরিতে (২০১৫ ঈসায়ীর দিকে)।[33] مصطفى إبراهٌم حسن. 1437 .الداء والدواء فً جناحً الذباب. المجلة األكادٌمٌة  http://dx.doi.org/10.19138/ejaz.37.2 .12-23 ص، 2 رقم، 1 عددً، العلم لإلع

ISSN: 2356-9824

গবেষণার সারসংক্ষেপটা আমরা তুলে ধরছি,

পদ্ধতি

১. প্রথমে ইলেক্ট্রনিক-মসকুইটো-সাকিং মেশিনের মাধ্যমে দুই-ধরণের মাছি সংগ্রহ করা হয়।

২. প্রতিটি জাতের ২০টি মাছি নেওয়া হয়, এবং জীবাণুমুক্ত ডিসেকশন টুলের মাধ্যমে ডানাগুলো আলাদা করে একটি জীবাণুমুক্ত দ্রবণে আলাদা আলাদা করে বাম ও ডানপাশের ডানা স্থাপন করা হয়েছিলো।

৩. [সেই দ্রবণগুলোর] প্রতিটি নমুনার ৫০ মাইক্রোলিটার নিয়ে নিম্নোক্ত ব্যাকটেরিয়া কালচারে স্থাপন করা হয়েছিলোঃ

  1. Nutrient agar emended with 1% yeast extract.
  2. Nutrient agar emended with 5% sheep blood
  3. MaConkey’s agar
  4. Starch nitrate agar
  5. Tryptose blood agar
  6. Staphylococcus media

৩০° সেলসিয়াসে ৪৮ ঘণ্টা রেখে ব্যাকটেরিয়া গণনা করা হয়েছিলো (CFU ইউনিটে)।

৪. একে অপরের বিরুদ্ধে জীবাণুবিধ্বংসী কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য অ্যানালিটিক্যাল পেপার ডিস্ক ব্যাবহার করা হয়েছিলো।

৫. একে অপরের বিরুদ্ধে ৪নং পদ্ধতি থেকে আলাদা করা সবচেয়ে শক্তিশালী ব্যাকটেরিয়া কালচারের প্রভাব স্টাডি করা হয়েছিলো যাতে অন্যান্য প্রজাতির বিরুদ্ধে কার্যকর শক্তিশালী ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়।

৬. বিপাকীয় কম্পলেক্স নিষ্কাশন ও পরিশোধন করা হয়েছিলো। (বিস্তারিত রিসার্চ পেপারে দেখুন)

ফলাফল

দুই ডানার ব্যাকটেরিয়াগুলো একে অপরের উপর বিভিন্ন মাত্রায় বিধ্বংসী প্রভাব ফেলেছিলো। এবং এই লড়াইয়ে সবচেয়ে ভালো অবস্থানে B.Circulans ব্যাকটেরিয়া। (রিসার্চ পেপারের সারণি 4 এবং চিত্র 1) মজার ব্যাপার হচ্ছে এটি সবচেয়ে বেশি পাওয়া গেছে মাছির ডান ডানায়। উচ্চ তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, বিকিরণ ও রাসায়নিকের প্রভাব সহ্য করতে পারে। হলুদ-সাদা রঙের এই ব্যাকটেরিয়াটির গলনাঙ্ক ১৮৫° সেলসিয়াস।

ব্যাকটেরিয়ার লড়াইয়ে সবচেয়ে দুর্বল অবস্থানে ছিলো B. subtilis এবং S. aureus ব্যাকটেরিয়া। তারা অনেক রোগের কারণ হয়ে উঠতে পারে, যেমন: চোখের সংক্রমণ, ফোড়া বা ফোঁড়া, ইমপেটিগো (ত্বকের রোগ), সিস্টাইটিস, গ্যাস্ট্রাইটিস এবং কোলাইটিস, অস্টিওপোরোসিস, জিনিটোরিনারি সিস্টেমের সংক্রমণ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, খাবার নষ্ট হওয়া ইত্যাদি।

বিশ্লেষণ করে দেখা গেছে মশার শরীরের ডান দিকে B.Circulans বেশি থাকে, যেটি অ্যান্টিবায়োটিক নিঃসরণের মাধ্যমে খুব দ্রুত সময়ের মাধ্যমে অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সক্ষম হয়েছিলো।

এর্ডম্যানের গবেষণা

University of Minnesota এর একজন গবেষক Erdmann তার আর্টিকেলে উল্লেখ করেছেন, মিলিটারি সার্জনরা ব্যাকটেরিয়াজনিত জটিলতা থেকে বাঁচার জন্য ক্ষতস্থানগুলোতে বোফ্লাই ম্যাগোটস্ দিয়ে সংক্রমণ করাতো।[34]Erdmann G. R. (1987). Antibacterial action of Myiasis-causing flies. Parasitology today (Personal ed.), 3(7), 214–216. https://doi.org/10.1016/0169-4758(87)90062-7
[Peer Reviewed]

Indeed, some military surgeons would deliberately infest wounds with blowfly maggots in order to prevent bacterial complications.

অর্থাৎ, তারা ব্যবহারিকভাবেই মাছির অ্যান্টিব্যাক্টেরিয়াল ইফেক্ট বুঝেছিলো, এবং এর সুবিধা নিচ্ছিলো।

O. Lung, L. Kuo এবং M. F. Wolfner এর রিসার্চ

নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির ৩ জন গবেষক Drosophila melanogaster এর উপর গবেষণা করেন, যা একধরণের ফলের মাছি।

তাদের গবেষণায় উঠে এসেছে, পুরুষ মাছি প্রজননকালে নারী মাছির শরীরে কিছু প্রোটিন স্থানান্তর করে, যেগুলো নারী মাছির আচরণগত পরিবর্তন করার মাধ্যমে প্রজননের সফলতার হার বাড়িয়ে দেবে। তারা দেখান সেই প্রোটিনগুলোর অ্যান্টিব্যাক্টেরিয়াল ইফেক্ট রয়েছে। নারী মাছির শরীরে সেই প্রোটিনগুলো স্থানান্তর হওয়ার পরে প্রজনন নালী এবং ডিমে ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠে।[35]O. Lung, L. Kuo, M.F. Wolfner, Drosophila males transfer antibacterial proteins from their accessory gland and ejaculatory duct to their mates, Journal of Insect Physiology, Volume 47, Issue 6, 2001, Pages 617-622, ISSN 0022-1910, https://doi.org/10.1016/S0022-1910(00)00151-7 (https://www.sciencedirect.com/science/article/pii/S0022191000001517).

M.S. Dharne, A.K. Gupta, A.Y. Rangrez, H.V. Ghate, M.S. Patole এবং Y.S. Shouche এর গবেষণা

ভারতের ৬ জন গবেষক এই গবেষণাটি করেছেন flesh fly এর উপর। তারা দেখান যে তাদের অন্ত্রে থাকা ব্যাকটেরিয়াগুলো বাইরের ব্যাকটেরিয়াদের প্রতিরোধ করে।[36]   Dharne, M. S., Gupta, A. K., Rangrez, A. Y., Ghate, H. V., Patole, M. S., & Shouche, Y. S. (2008). Antibacterial activities of multi drug resistant Myroides odoratimimus bacteria isolated from adult flesh flies (Diptera: sarcophagidae) are independent of metallo beta-lactamase gene. Brazilian Journal of Microbiology, 39(2), 397–404. https://doi.org/10.1590/S1517-83822008000200035 [Peer … See Full Note

Ed, Mary Cupp এবং Steven Swaim এর গবেষণা

Auburn University এর গবেষকরা মাছির লালা-তে এক ধরণের প্রোটিন খুজে পেয়েছিলেন যা ক্ষত ও ত্বকের দীর্ঘস্থায়ী ফাটল নিরাময়ে কাজ করে।[37]Protein in Fly Saliva Speeds Healing of Incisions, Wounds, News Released: 20-Jan-2005 https://www.newswise.com/articles/protein-in-fly-saliva-speeds-healing-of-incisions-wounds?

Sergey Chernysh ও তার দলের গবেষণা

এবার মোড় রাশিয়ায়। St. Petersburg State University এর একদল বিজ্ঞানী এবার মাছি থেকে হারপিস এবং হেপাটাইটিস-বি এর ঔষধ তৈরি করে বসলেন।[38]Olga Savka  20.01.2006,  The fly effect: Russian scientists invent new medicine with the help of flies, https://english.pravda.ru/science/9535-fly/

Elena Ivanova এবং তার সহকর্মীদের গবেষণা

অস্ট্রেলিয়ার Swinburne University of Technology এর Elena Ivanova এবং তার সহকর্মীরা খুঁজে পেয়েছেন যে কীটপতঙ্গের ডানাগুলো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তারা Cicada এর ডানার এন্টিব্যাক্টেরিয়াল ইফেক্ট প্রমাণ করেন। তাদের গবেষণাপত্র ২০১২ সালে জার্মানির Small নামক জার্নালে প্রকাশিত হয়।[39]Ivanova, E. P., Hasan, J., Webb, H. K., Truong, V. K., Watson, G. S., Watson, J. A., Baulin, V. A., Pogodin, S., Wang, J. Y., Tobin, M. J., Löbbe, C., & Crawford, R. J. (2012). Natural Bactericidal Surfaces: Mechanical Rupture of Pseudomonas aeruginosa Cells by Cicada Wings. Small (Weinheim an Der Bergstrasse, Germany), 8(16), 2489–2494. https://doi.org/10.1002/smll.201200528 [Peer … See Full Note

মাছির ডানায় প্রতিষেধক
Cicada (Pic: Smithsonian Magazine)

তারা তাদের গবেষণা এরপরেও অব্যাহত রাখেন, এবং ২০১৩ সালেও এর দারুন ফল পান।[40]Insect Wing Kills Bacteria, Jef Akst    Mar 6, 2013 https://www.the-scientist.com/the-nutshell/insect-wing-kills-bacteria-39655 Cicada এর ডানায় ব্যাক্টেরিয়ার কী অবস্থা হয় তা তারা এবার ভালো করেই দেখালেন। তাদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে Biophysical Journal এ ২০১৩ সালে।[41]Biophysical Model of Bacterial Cell Interactions with Nanopatterned Cicada Wing Surfaces, Sergey Pogodin, Jafar Hasan, Vladimir A. Baulin, Hayden K. Webb, Vi Khanh Truong, The Hong Phong Nguyen, Veselin Boshkovikj, Christopher J. Fluke, Gregory S. Watson, Jolanta A. Watson, Russell J. Crawford, Elena P. Ivanova Biophysical Journal VOLUME 104, ISSUE 4, p.835-840, FEBRUARY 19, 2013 … See Full Note

The nanopattern on the surface of Clanger cicada (Psaltoda claripennis) wings represents the first example of a new class of biomaterials that can kill bacteria on contact based solely on their physical surface structure.

Chaturanga D. Bandara ও তার দলের রিসার্চ

আগের রিসার্চটিই ফরিঙের উপর করা হয়েছিলো।[42]Nanostructure Of Dragonfly Wings Kills Bacteria By Tearing Them To Pieces, JOSH DAVIS, Feb 10, 2017 https://www.iflscience.com/nanostructure-of-dragonfly-wings-kills-bacteria-by-tearing-them-to-pieces-40286

মাছির এক ডানায় রোগ, অপর ডানায় শিফা – রাসূলের (ﷺ) মু'জিযা

আগের রিসার্চের মতোই একই ফলাফল। ফরিঙের ডানার এই ন্যানো-স্ট্রাকচারই ব্যাকটেরিয়া মেরে ফেলে। তাদের ডানায় ব্যাকটেরিয়ার থেকেও ছোট কাটার মতো থাকে। বিস্তারিত দেখুন ২০১৭ সালে প্রকাশিত রিসার্চটিতে।[43]Bactericidal Effects of Natural Nanotopography of Dragonfly Wing on Escherichia coli, ACS applied materials & interfaces, 2017, Vol.9 (8), p.6746-6760 https://doi.org/10.1021/acsami.6b13666
[Peer Reviewed]

অথবা, American Chemical Society এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া প্রেস কনফারেন্সটি দেখুনঃ

K.L. Yap, M Kalpana এবং H.L. Lee এর গবেষণা

আমরা আগের দুটো রিসার্চে দেখেছি কীটপতঙ্গের ডানা ব্যাকটেরিয়া মেরে ফেলে। তাহলে তো মাছির ডানায় তেমন একটা জীবাণু থাকার কথা না, সেখান থেকে বেশি ছড়ানোর কথা না! ঠিক তাই, এমনটাই খুঁজে পেয়েছিলেন Universiti Kebangsaan Malaysia এর K.L. Yap এবং তার সহযোগীরা।

…because of the low transfer rate of the bacteria to the wings and poor retention of bacteria on the wings during normal house fly activities.[44]Yap, K. L., Kalpana, M., & Lee, H. L. (2008). Wings of the common house fly (Musca domestica L.): importance in mechanical transmission of Vibrio cholerae. Tropical Biomedicine, 25(1), 1–8. https://pubmed.ncbi.nlm.nih.gov/18600198/

Aurira Thrisna Dwi Aprianti, Ernin Hidayati এবং Fatur Rahman এর রিসার্চ

ইন্দোনেশিয়ার University of Mataram এর ৩ জন গবেষকও মাছি নিয়ে গবেষণা করেছেন। তারা প্রচলিত সবুজ মাছির উপরে গবেষণা করে তাদের গা থেকে আলাদা হওয়া ব্যাক্টেরিয়াল আইসোলেটের মধ্যে অ্যান্টিব্যাক্টেরিয়াল ক্ষমতা খুঁজে পেয়েছেন।[45]ANTIBACTERIAL CAPABILITY OF BACTERIAL ISOLATE IN GREEN FLIES (Chrysomya megacephala) ORIGIN OF KEBON KONGOK, LOMBOK BARAT LANDFILL, BIOMA : JURNAL BIOLOGI MAKASSAR ISSN : 2528-7168 (PRINT); 2548-6659 (ON LINE) Volume 5 (1) : 79 -87, Januari – Juni 2020, https://journal.unhas.ac.id/index.php/bioma/article/view/9506(/Researchgate).

Ivena Claresta ও তার টিমের রিসার্চ

ইন্দোনেশিয়ার Darussalam Gontor University এর ৫ জন গবেষক নির্দিষ্টভাবে আমাদের আলোচ্য হাদিসটির জন্য গবেষণা করেছেন মাছির ❝ডান/Right❞ ডানার উপর। গবেষকরা হলেন Ivena Claresta, Dianti Desita Sari, Susi Nurohmi, Fathimah এবং Amilia Yuni Damayant.

তাদের গবেষণাপত্রটি Annals of Nutrition and Metabolism এ ২০১৯ সালে[46]Ivena Claresta, Dianti Desita Sari, Susi Nurohmi, Fathimah, & Amilia Yuni Damayanti. (2019). The Right-Wing of Fly (Musca domestica) as A Neutralization of Drinks Contaminated by Microbe. Annals of Nutrition and Metabolism, 75, 232. https://doi.org/10.1159/000501751
[Peer Reviewed]
এবং Journal of Nutritional Science and Vitaminology এ ২০২০ সালে প্রকাশিত হয়।[47]CLARESTA, I., SARI, D. D., NUROHMI, S., Fathimah, & DAMAYANTI, A. Y. (2020). The Right-Wing of Fly (Musca domestica) as a Neutralization of Drinks Contaminated by Microbe. Journal of Nutritional Science and Vitaminology, 66(Supplement), S283–S285. https://doi.org/10.3177/jnsv.66.S283 [Peer Reviewed] [Journal Impact Factor 2.0]

Therefore, the research was conducted on right-wing of fly (Musca domestica) as neutralization of drinks contaminated by a microbe. This research used the method of Complete Random Design by 5 treatments and 2 repetitions. The treatment was done by sterilized water (positive control), drinking water added to the bacteria Escherichia coli (negative control), and drinking water contaminated by Escherichia coli bacteria with the addition of 1, 2, and 3 flies right-wings. The research began with taking the right-wing of fly and continued with the dilution of Escherichia coli culture tubes up to 6 times. The bacterial culture inoculation was carried out using Pour Plate method on Eosin Methylene Blue agar which is incubated for 12-48 h at a temperature of 37ºC. Data retrieval is done by observing the calculation of the number of microbes using a colony counter every 12 h. The data which obtained for 48 h incubation show “0” as the result, that cannot be analyzed with SPSS. The result indicates the microbial development does not occur on contaminated drinks by addition with right-wing of Musca domestica.

এই রিসার্চটি ৫x২ ফর্মেশনে করা হয়। জীবাণুমুক্ত পানি (পজিটিভ কন্ট্রোল), E.Coli মিশ্রিত খাবার পানি (নেগেটিভ কন্ট্রোল), E.Coli দূষিত খাবার পানির সাথে ১,২,৩ টি মাছির ডান-পাখনা মেশানো টিউব – এই ৫টি সিস্টেম। এবং পরীক্ষাটি ২ বার করন। এই ফর্মেশনে চলেছে। E.Coli কালচার টিউবগুলোতে ক্রমাগত পাতলা করার মাধ্যমে সর্বোচ্চ ৬ বার মাছির ডান-পাখা ডোবানো হয় [এবং বের করা হয়]। ৪৮ ঘণ্টার মাথায় E.Coli ব্যাকটেরিয়া লেভেল ০ হয়ে যায়।

এর দ্বারা গবেষকগণ সিদ্ধান্ত দিয়েছেন মাছির ডান-ডানা কোনো তরলে ডোবালে তা অনুজীবের বংশবিস্তারে বাধা হয়ে দাঁড়ায়। বরং উল্টোটাই ঘটে। আসলেই, মাছির এই ডানাটির অ্যান্টিবায়োটিক ইফেক্ট রয়েছে।

R.J Dilton এর স্টাডি

University of Bath এর বায়োলোজি এন্ড বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের আর. জে. ডিল্টনের আর্টিকেলে উঠে এসেছে,

Gnotobiotic [=germ-free] insects (Greenberg et al, 1970) were used to provide evidence of the bacterial pathogen-suppressing ability of the microbiota of Musca domestica [houseflies]…most relationships between insects and their microbiota remain undefined. Studies with gnotobiotic locusts suggest that the microbiota confers previously unexpected benefits for the insect host.[48]Re-assessment of the role of the insect gut microbiota, R. J. Dillon (2000), Plenury Lectures: ABSTRACT BOOK I – XXI-International Congress of Entomology, Brazil, August 20-26, 2000. অনলাইন লিংক (UNIVERSITY OF CALIFORNIA, RIVERSIDE): http://www.faculty.ucr.edu/~insects/systems/digestion/plenuryrd.html (Colorado State University): … See Full Note

অর্থাৎ, মাছি শুধু রোগই (রোগ হওয়ার জীবাণু) বহন করে না, বরং সাথে উপকারী মাইক্রোবায়োটাও বহন করে। মাছির মাইক্রোবায়োটাগুলো অ্যান্টিবায়োটিক হয়।[49]Science 292 (2001 June Version) pp. 2326-2329

Rolf Bodmer, Karen Ocorr এবং তাদের টিমের গবেষণা

Burnham Institute এর Professor Rolf Bodmer, Ph.D. এবং Staff Scientist Karen Ocorr, Ph.D. এর নেতৃত্বের একদল রিসার্চারের গবেষণার পরে তারা জানিয়েছেন মাছি থেকে হৃদরোগের ঔষধও বানানো যেতে পারে।[50]Burnham Institute. (2007, March 12). Fruit Flies May Pave Way To New Treatments For Age-related Heart Disease. ScienceDaily. Retrieved October 9, 2022 from https://www.sciencedaily.com/releases/2007/02/070227105458.htm

Rahel Park ও তার টিমের গবেষণা

বেলজিয়ামের একদল গবেষক এবার করলেন কী! তারা বেলজিয়াম এবং রুয়ান্ডা দেশের গোরুর ফার্ম, বসতবাড়ি এবং হাসপাতাল – এই তিন ধরণের পরিবেশ থেকে ৪০০ ঘরোয়া মাছি সংগ্রহ করে তার উপর গবেষণা চালিয়ে দেখতে পান এদের বাইরের সার্ফেসে মাইক্রোবায়োটার উপস্থিতি রয়েছে। মাইক্রোবায়োটা মানুষের শরীরে রোগ সৃষ্টি করার জীবাণু (হিউম্যান প্যাথোজেন ধ্বংস করে)। তাদের গবেষণা ২০১৯ সালে Microbiome এ প্রকাশিত হয়।[51]Park, R., Dzialo, M.C., Spaepen, S. et al. Microbial communities of the house fly Musca domestica vary with geographical location and habitat. Microbiome 7, 147 (2019). https://doi.org/10.1186/s40168-019-0748-9 [Peer Reviewed] [Journal Impact Factor 14.65]

Fatma H. Galal এবং তার দলের রিসার্চ

মিশরের Cairo University এর তিনজন গবেষক Fatma H Galal , Taghreed ElShammari এবং Alaa Seufi এবার গবেষণা করলেন মাছিকে ডুবিয়ে উঠিয়ে নিলে কী হয় তার উপর। তারা সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলের সাকাকা শহর থেকে মাছি সংগ্রহ করেছেন। আর সেগুলো ডিস্টিল-ওয়াটার, চিনির দ্রবণ ও স্যালাইন দ্রবণে ডুবিয়ে উঠিয়ে ফেলে দেওয়ার পর কী ঘটে তার পরীক্ষা করেছেন। তারা সেখান থেকে প্রাপ্ত স্ট্রেইনের অ্যান্টিব্যাক্টেরিয়াল কার্যক্রম প্রমাণ করেছেন। এবং বলেছেন এই স্ট্রেইন বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত এবং ফাঙ্গাল ইনফেকশন নিয়ন্ত্রণ করার জন্য উপকারী হতে পারে।

তাদের গবেষণা ২০১৯ সালে Journal of Pure and Applied Microbiology তে প্রকাশিত হয়েছে।[52]Fatma H. Galal, Taghreed ElShammari, & AlaaEddeen M. Seufi. (2019). Isolation, Characterization and Antagonistic Activity of the External Microflora of the House fly, Musca domestica (Diptera: Muscidae). Journal of Pure & Applied Microbiology : an International Research Journal of Microbiology, 13(3), 1619–1628. https://doi.org/10.22207/JPAM.13.3.35  [Peer Reviewed] [Journal Impact … See Full Note

NA Baeshen এবং তার দলের গবেষণা

সৌদি আরবের তিনজন এবং মিশরের একজন গবেষক মিলে ২০২২ সালেই গবেষণা করেন প্রাকৃতিকভাবে মাছি পানীয়তে পড়ার এবং ডোবানোর ফলে কী হয় তা জানতে। গবেষকরা হলেন Nabih Abdulrahman Baeshen (King Abdulaziz University, Jeddah), Nagwa Thabet Elsharawy (University of Jeddah), Nseebh Nabih Baeshen (New Valley University, Egypt) এবং Mohammed Nabih Baeshen (University Jeddah).

তাদের গবেষণায় তারা জেদ্দা এবং মক্কা থেকে Musca domestica অর্থাৎ ঘরোয়া মাছির নমুনা সংগ্রহ করেন। এরপর প্রতিটি মাছিকে জীবাণুমুক্ত টেস্ট টিউবে রেখে সবকয়টি টেস্টটিউব  বিপরীতে থাকা বৃহদাকার টেস্টটিউব এর সাথে যুক্ত ছিলো।  উক্ত টেস্টটিউবে  ১০ মিলি জীবানুমুক্ত পানি নিয়ে তারা গবেষণা চালান। পরীক্ষাটি করা হয়েছে দুটো পদ্ধতিতে। প্রথমত তারা পানির সার্ফেসে ২০ সেকেন্ড মাছিকে রেখে এরপর পানির মধ্যে জীবানুর লোড নির্ণয় করে পরবর্তীতে আবার জীবাণুর অবস্থা মূল্যায়ন করার আগে ২০ সেকেন্ড মাছি কে সম্পূর্ণরূপে পানিতে ডুবিয়ে রাখে।  ফলাফলস্বরুপ দেখা যায় ১ ঘন্টার মধ্যেই পানিতে থাকা জীবাণু একেবারেই কমে যায়। এই সরাসরি প্রমাণ করে মাছির বাইরের সার্ফেসে যেমন জীবাণু রয়েছে তেমনই জীবাণু র প্রতিষেধক ও রয়েছে।

তাদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে Journal of Food: Microbiology, Safety & Hygiene এ ২০২২ সালে।[53]Baeshen NA, Elsharawy NT, Baeshen NN, Baeshen MN (2022) The Effect of Natural Falling and Dipping of House Fly (Musca domestica) on the Microbial Contamination of Water and Milk. Food Microbial Saf Hyg. S3 :001 https://www.longdom.org/open-access/the-effect-of-natural-falling-and-dipping-of-house-fly-emmusca-domesticaem-on-the-microbial-contamination-of-water-and-milk-89830.html [Peer Reviewed … See Full Note

পর্যালোচনা

আসুন তো এবার মিলিয়ে দেখি।

  1. জি, মাছির মধ্যে নিরাময় রয়েছে। মাছির নিজের জন্যে তো আছেই, মানুষেরও অনেক রোগের প্রতিকারের সম্ভাবনাও দেখা দিয়েছে।
  2. জি, মাছির ডানদিকের ডানার [ব্যাকটেরিয়াগুলোর] অ্যান্টিবায়োটিক ইফেক্ট বেশি।
  3. জি, শুধু ঘরোয়া মাছি নয়, বরং এর আশেপাশের পরিচিত মাছিগুলোর জন্যেও হাদিসটি সত্য।
  4. জি, মাছিতে একদিকে রোগ, অন্যদিকে শিফা রয়েছে।[54]Nurdjannah Jane Niode, Charles Kurnia Mahono, Felicia Maria Lolong, Merina Pingkan Matheos, Billy Johnson Kepel, Trina Ekawati Tallei, “A Review of the Antimicrobial Potential of Musca domestica as a Natural Approach with Promising Prospects to Countermeasure Antibiotic Resistance”, Veterinary Medicine International, vol. 2022, Article ID 9346791, 8 pages, 2022. … See Full Note মাছি যে ক্ষতিকর ব্যাক্টেরিয়া বহন করে সেগুলোর অ্যান্টিবায়োটিক মাছিতেই রয়েছে।
  5. জি, মাছি ডুবিয়ে ফেলে দেওয়াই নিরাপদ। আমরা একাধিক গবেষণায় দেখেছি মাছিকে ডুবিয়ে সেখান থেকে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে।

শেষকথা

মানুষ ভুল করতে পারে, কিন্তু আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি ভুল করতে পারে? আল্লাহর রাসূল (ﷺ) যেই কথা আল্লাহর থেকে বলেছেন তাতে কি ভুল থাকতে পারে? এই হাদিসটি কি কোনো নিরক্ষর ব্যক্তি ১৪০০ বছর আগেই নিজে নিজে বলে যেতে পারে? আসুন সাক্ষ্য দিই,

আর সে মনগড়া কথাও বলে না। তাতো ওয়াহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়…[55]কুর’আন ৫৩:৩-৪

হাদিসটি কি মাছিকে জোর করে খাদ্যে আনতে বলে?

উক্ত হাদিস কিন্তু আপনাকে বলছে না জোর করে মাছিকে খাবারে আমন্ত্রন জানাতে। বরং আপনার ভুলে কোনো মাছি পড়ে গেলে সেক্ষেত্রে করণীয় জানাচ্ছে আপনাকে। রাসূল (ﷺ) বলেছেন,

[রাত্রে ঘুমাবার আগে] তোমরা পাত্র ঢেকে দাও, পানির মশকের মুখ বেঁধে দাও, দরজাসমূহ বন্ধ করে দাও, প্রদীপ নিভিয়ে দাও। কেননা, শয়তান মুখ বাঁধা মশক খুলে না, বন্ধ দরজাও খুলে না এবং পাত্রের ঢাকনাও উন্মুক্ত করে না। সুতরাং তোমাদের কেউ যদি পাত্রের মুখে ‘বিসমিল্লাহ’ বলে আড় করে রাখার জন্য কেবল একটি কাষ্ঠখণ্ড ছাড়া অন্য কিছু না পায়, তাহলে সে যেন তাই করে।[56]সহীহুল বুখারী ৩২৮০, মুসলিম ২০১২, ২০১৩, ২০১৪, তিরমিযী ১৮১২, ২৮৫৭, আবূ দাউদ ৩৭৩১, ৩৭৩৩, ইবনু মাজাহ ৩৪১০, আহমাদ ১৩৮১৬, ১৩৮৭১, ১৪০২৫, ১৪৫৯৭, ১৪৭১৭, ১৪৭৪৭, … See Full Note

ঘরোয়া মাছি কি ৬০০ প্রকার রোগ বহন করে?

প্রায় ৬০০ ধরনের রোগ ছড়ায়, হিউম্যান প্যাথোজেনের ছড়াছড়িতে মাছি দায়ী, এগুলো সত্য। পৃথিবীতে প্রায় এক লক্ষ দশ হাজারেরও বেশি মাছির প্রজাতি বিদ্যমান। শুধুনাত্র ঘরোয়া মাছিই এসকল রোগের বাহক নয়। এ সকল বিষয় কখনোই রাসুলুল্লাহ (ﷺ) এর হাদিসের ভ্যালিডিটি ক্ষয় করে না, কিংবা সমালোচনার যোগ্য কোনো অবজেকশন নয়। যেহেতু আমাদের কাছে বেশ ভালো গবেষণা রয়েছে যা আমাদের মূল বিষয় এক ডানায় রোগ অন্য ডানায় শিফা বিষয়টিকে ফুটিয়ে তুলেছে।


جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا

    Footnotes

    Footnotes
    1সহিহুল বুখারী ৩৩২০, [ইফা ৩০৮৩], সুনানে ইবনু মাজাহ ৩৫০৫, মুসনাদে আহমাদ ৭১০১, ৭৩১২, ৭৫১৮, ৮২৮০, ৮৪৪৩, ৮৮০৩, ৮৯১৮, ৯৪২৮, সুনান আদ-দারেমী ২০৩৮, ২০৭৬, ইরওয়া ১৭৫, সিলসিলা সহীহাহ ৩৮, মুসনাদুল মাউসিলী ৯৮৬, সহীহ ইবনু হিব্বান ১২৪৭, বুলুগুল মারাম ১৪
    2সহিহুল বুখারী ৫৭৮২ [ইফা ৫২৫৩], মিশকাতুল মাসাবীহ ৪১১৫, সহীহ আল জামি‘ আস্ সগীর ৮৩৭, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৪৮০, মুসনাদে আবূ ইয়া‘লা ৯৮৬, সহীহ ইবনু খুযায়মাহ্ ১০৫, সহীহ ইবনু হিব্বান ৫২৫০, দারিমী ২০৩৯, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৯৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১২৩৬, নাসাঈ ইফাঃ ৪২৬৩, আল-হাদিস আল-মুখতারা আল-দিয়া আল-মাক্বদিসি ৫/২০৬, মা’আলিম আস সুনান আল খাত্তাবী ৪/৪৫৯
    3সুনানে আবু দাঊদ ৩৮৪৪ [ইফা ৩৮০১], সুনানে ইবনু মাজাহ ৩৫০৪, বুলুগুল মারাম ১৪, মিশকাত ৪১৪৩-৪১৪৪, শারহুস্ সুন্নাহ্ ২৮১৪-২৮১৫, সহীহুল জামি‘ ৮৩৫-৮৩৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১২৩৭, আল মু‘জামুল আওসাত্ব ২৭৩৫, হাদীস সম্ভার ৩১৪৪, শারহ মুশকিল আল-আছার ৮/৩৪১ #৩২৯৩, ৮/৩৩৯ #৩২৮৯
    4Abū Dāwud Sulaymān al-Ṭayālisī, Musnad Abī Dāwud al-Ṭayālisī, ed. Muḥammad Ḥasan  Ismāʿīl, Beirut, Dār al-kutub al-ʿilmiyya, 2004, II, p. 573-574, no. 2302.
    5হালিল ইব্রাহিম মুল্লা, আল-ইসাবা ফি সিহহাত হাদিস আল-দ্বুব্বাবা,  মদিনা, দারুল কিবলা, ১৯৮৫, পৃঃ ২৩-৯১
    6Zinger, O. (2016). Tradition and Medicine on the Wings of a Fly, Arabica, 63(1-2), 89-117. doi: https://doi.org/10.1163/15700585-12341385

    উল্লেখ্য, এই রিসার্চপেপারটি তৈরি করেছেন একজন ইহুদি, যদিও সহায়তায় মুসলিমরাও ছিলেন, তবে আমি বলবো সতর্কতার সহিত পড়তে।

    7ইবনু কুতাইবা, তা’বিল মুহতালিফ আল-হাদিস, পৃ ৩৩৫
    8পিঁপড়াদের এই আচরণ সম্পর্কে জানতে দেখুন Pliny, Natural History, III, p. 498-501 (book 11, 36); আরও দেখুন,  “Ants, Miracles and Mythological Monsters”, p. 415-418
    9এ সম্পর্কে জানতে দেখুনঃ Aristotle, Minor Works,  transl. Walter Stanley Hett, London-Cambridge, William Heinemann-Harvard University  Press (“The Loeb Classical Library”), 1963, p. 242-243, 831a27-831a31, no. 11. See also  Aristotle, History of Animals, transl. Arthur Leslie Peck and David M. Balme, LondonCambridge, William Heinemann-Harvard University Press (“The Loeb Classical Library”,  438), 1965-1991, III, p. 246-249 (book 8, 9, 612a); Timotheus of Gaza, On Animals: Fragments  of a Byzantine paraphrase of an Animal—Book of the 5th Century, transl. Friedrich  Shimon Bodenheimer and Alexander Rabinowitz, Paris-Leiden, Académie internationale d’histoire des sciences-E.J. Brill (“Collection de travaux de l’Académie internationale  d’histoire des sciences”, 3), 1949, p. 28 (19, 2).
    10আরো বিস্তারিত পড়ুনঃ তা’বিল মুহতালিফ আল-হাদিস কিতাবে
    11আল-ত্বহাবী, শারহ মুশকিল-আল-আছার ৮/৩৩৯-৩৪৪
    12A Bacterial Symbiont Protects Honey Bees from Fungal Disease https://doi.org/10.1128/mBio.00503-21
    13Tokatly, “The Aʿlām al-ḥadīth of al-Khaṭṭābī”, p. 64, 74 and 87
    14বাহরুল ফাওয়াইদ আল-মাশউর বি-মা’আনি ল-আহবার, মিশর, দারুসসালাম, ২০০৮, ১/৩৯৬-৩৯৯
    15কুরআন ১২:৫৩ দেখুন
    16কুরআন ২:২৬
    17শারহ আল-সুন্নাহ আল-বাঘাবী ১১/২৬০-২৬১, ইরশাস-আল-সারি আল-কাস্তালানী ৫/৩০৪-৩০৫, আল-ইসাবা আল-মুল্লা হাতির পৃঃ ১১১-১৩২, আল-উম্ম ১১/১২-১৩
    18Arabica 63 (2016), page 110
    19সামনে দেখতে পাবো আমরা।
    20আল দামিরি, হায়াতুল হায়াওয়ান আল-কুবরা, ২/৪১৫
    21তাধকিরা ১/১৪০, উমদাতুল কারী ৭/৩০৪, মুখতাসার আল-সুওয়ায়দি ফিল-তিবব পৃঃ ৯৮
    22[শিয়াদের বর্ণনা, আমাদের মুসলিমদের কাছে বিশ্বাসযোগ্য নয়] ইমাম জাফর আস-সাদিক বলেছেনঃ মাছিদের থেকে তুমি কুষ্ঠরোগ ছাড়া আর কিছু আশা করতে পারো না। – Ilal Sharai, Vol.2, Shaykh Saduq(ar) [Archived 2007][সূত্র]
    23https://www.si.edu/spotlight/buginfo/true-flies-diptera
    24আল-তিবব আল-নববী পৃঃ ৫৬, ইবনে তুলুনও তাঁর বক্তব্য উল্লেখ করেছেন – আল-মানহাল আল-রাওয়ি ফি ল-তিবব আল-নববী পৃঃ ২১৯
    25Using Evolutionary History to Predict the Occurrence of Antimicrobials in  Insects by JOANNE CLARKE, ANDREW BEATTIE and MICHAEL GILLINGS

    Microbiology Australia, Sep 2001, pp 4.2 1118-1136, PL 3.4 , published by The Australian Society for Microbiology. – Google Books

    26Clarke Joanne , Gillings Michael Beattie Andrew (2002) Hypothesis driven drug discovery. Microbiology Australia 23, 8-10.
    https://doi.org/10.1071/MA02508
    27, 29The new buzz on antibiotics, Tuesday, 1 October 2002 Danny Kingsley – ABC Science Online

    http://abc.gov.au/science/articles/2002/10/01/689400.htm

    28https://www.lawinsider.com/dictionary/crude-extract
    30A new buzz in antibiotic research, September 30, 2002

    https://www.theage.com.au/national/a-new-buzz-in-antibiotic-research-20020930-gdun46.html

    31Gillings, M., Beattie, A., & Clarke, J. (2003). Do flies get food poisoning?

    Australasian Science, 24(4) M, pg 14-16.

    32Humble fly may be super bug’s match, May 12, 2003 https://www.smh.com.au/national/humble-fly-may-be-super-bugs-match-20030512-gdgqty.html
    33 مصطفى إبراهٌم حسن. 1437 .الداء والدواء فً جناحً الذباب. المجلة األكادٌمٌة  http://dx.doi.org/10.19138/ejaz.37.2 .12-23 ص، 2 رقم، 1 عددً، العلم لإلع

    ISSN: 2356-9824

    34Erdmann G. R. (1987). Antibacterial action of Myiasis-causing flies. Parasitology today (Personal ed.), 3(7), 214–216. https://doi.org/10.1016/0169-4758(87)90062-7 [Peer Reviewed]
    35O. Lung, L. Kuo, M.F. Wolfner, Drosophila males transfer antibacterial proteins from their accessory gland and ejaculatory duct to their mates, Journal of Insect Physiology, Volume 47, Issue 6, 2001, Pages 617-622, ISSN 0022-1910, https://doi.org/10.1016/S0022-1910(00)00151-7 (https://www.sciencedirect.com/science/article/pii/S0022191000001517).
    36   Dharne, M. S., Gupta, A. K., Rangrez, A. Y., Ghate, H. V., Patole, M. S., & Shouche, Y. S. (2008). Antibacterial activities of multi drug resistant Myroides odoratimimus bacteria isolated from adult flesh flies (Diptera: sarcophagidae) are independent of metallo beta-lactamase gene. Brazilian Journal of Microbiology, 39(2), 397–404. https://doi.org/10.1590/S1517-83822008000200035 [Peer Reviewed]
    37Protein in Fly Saliva Speeds Healing of Incisions, Wounds, News Released: 20-Jan-2005 https://www.newswise.com/articles/protein-in-fly-saliva-speeds-healing-of-incisions-wounds?
    38Olga Savka  20.01.2006,  The fly effect: Russian scientists invent new medicine with the help of flies, https://english.pravda.ru/science/9535-fly/
    39Ivanova, E. P., Hasan, J., Webb, H. K., Truong, V. K., Watson, G. S., Watson, J. A., Baulin, V. A., Pogodin, S., Wang, J. Y., Tobin, M. J., Löbbe, C., & Crawford, R. J. (2012). Natural Bactericidal Surfaces: Mechanical Rupture of Pseudomonas aeruginosa Cells by Cicada Wings. Small (Weinheim an Der Bergstrasse, Germany), 8(16), 2489–2494. https://doi.org/10.1002/smll.201200528 [Peer Reviewed]
    40Insect Wing Kills Bacteria, Jef Akst    Mar 6, 2013 https://www.the-scientist.com/the-nutshell/insect-wing-kills-bacteria-39655
    41Biophysical Model of Bacterial Cell Interactions with Nanopatterned Cicada Wing Surfaces, Sergey Pogodin, Jafar Hasan, Vladimir A. Baulin, Hayden K. Webb, Vi Khanh Truong, The Hong Phong Nguyen, Veselin Boshkovikj, Christopher J. Fluke, Gregory S. Watson, Jolanta A. Watson, Russell J. Crawford, Elena P. Ivanova

    Biophysical Journal VOLUME 104, ISSUE 4, p.835-840, FEBRUARY 19, 2013 https://doi.org/10.1016/j.bpj.2012.12.046 [Peer Reviewed]

    42Nanostructure Of Dragonfly Wings Kills Bacteria By Tearing Them To Pieces, JOSH DAVIS, Feb 10, 2017 https://www.iflscience.com/nanostructure-of-dragonfly-wings-kills-bacteria-by-tearing-them-to-pieces-40286
    43Bactericidal Effects of Natural Nanotopography of Dragonfly Wing on Escherichia coli, ACS applied materials & interfaces, 2017, Vol.9 (8), p.6746-6760 https://doi.org/10.1021/acsami.6b13666 [Peer Reviewed]
    44Yap, K. L., Kalpana, M., & Lee, H. L. (2008). Wings of the common house fly (Musca domestica L.): importance in mechanical transmission of Vibrio cholerae. Tropical Biomedicine, 25(1), 1–8. https://pubmed.ncbi.nlm.nih.gov/18600198/
    45ANTIBACTERIAL CAPABILITY OF BACTERIAL ISOLATE IN GREEN FLIES (Chrysomya megacephala) ORIGIN OF KEBON KONGOK, LOMBOK BARAT LANDFILL, BIOMA : JURNAL BIOLOGI MAKASSAR ISSN : 2528-7168 (PRINT); 2548-6659 (ON LINE) Volume 5 (1) : 79 -87, Januari – Juni 2020, https://journal.unhas.ac.id/index.php/bioma/article/view/9506(/Researchgate).
    46Ivena Claresta, Dianti Desita Sari, Susi Nurohmi, Fathimah, & Amilia Yuni Damayanti. (2019). The Right-Wing of Fly (Musca domestica) as A Neutralization of Drinks Contaminated by Microbe. Annals of Nutrition and Metabolism, 75, 232. https://doi.org/10.1159/000501751 [Peer Reviewed]
    47CLARESTA, I., SARI, D. D., NUROHMI, S., Fathimah, & DAMAYANTI, A. Y. (2020). The Right-Wing of Fly (Musca domestica) as a Neutralization of Drinks Contaminated by Microbe. Journal of Nutritional Science and Vitaminology, 66(Supplement), S283–S285. https://doi.org/10.3177/jnsv.66.S283 [Peer Reviewed] [Journal Impact Factor 2.0]
    48Re-assessment of the role of the insect gut microbiota, R. J. Dillon (2000), Plenury Lectures: ABSTRACT BOOK I – XXI-International Congress of Entomology, Brazil, August 20-26, 2000.

    অনলাইন লিংক (UNIVERSITY OF CALIFORNIA, RIVERSIDE): http://www.faculty.ucr.edu/~insects/systems/digestion/plenuryrd.html

    (Colorado State University): https://web.archive.org/web/20050416003138/http://lamar.colostate.edu:80/~insects/systems/digestion/plenuryrd.html

    49Science 292 (2001 June Version) pp. 2326-2329
    50Burnham Institute. (2007, March 12). Fruit Flies May Pave Way To New Treatments For Age-related Heart Disease. ScienceDaily. Retrieved October 9, 2022 from https://www.sciencedaily.com/releases/2007/02/070227105458.htm
    51Park, R., Dzialo, M.C., Spaepen, S. et al. Microbial communities of the house fly Musca domestica vary with geographical location and habitat. Microbiome 7, 147 (2019). https://doi.org/10.1186/s40168-019-0748-9 [Peer Reviewed] [Journal Impact Factor 14.65]
    52Fatma H. Galal, Taghreed ElShammari, & AlaaEddeen M. Seufi. (2019). Isolation, Characterization and Antagonistic Activity of the External Microflora of the House fly, Musca domestica (Diptera: Muscidae). Journal of Pure & Applied Microbiology : an International Research Journal of Microbiology, 13(3), 1619–1628. https://doi.org/10.22207/JPAM.13.3.35  [Peer Reviewed] [Journal Impact Factor 0.483]
    53Baeshen NA, Elsharawy NT, Baeshen NN, Baeshen MN (2022) The Effect of Natural Falling and Dipping of House Fly (Musca domestica) on the Microbial Contamination of Water and Milk. Food Microbial Saf Hyg. S3 :001 https://www.longdom.org/open-access/the-effect-of-natural-falling-and-dipping-of-house-fly-emmusca-domesticaem-on-the-microbial-contamination-of-water-and-milk-89830.html [Peer Reviewed Journal, Impact Factor 3.80]
    54Nurdjannah Jane Niode, Charles Kurnia Mahono, Felicia Maria Lolong, Merina Pingkan Matheos, Billy Johnson Kepel, Trina Ekawati Tallei, “A Review of the Antimicrobial Potential of Musca domestica as a Natural Approach with Promising Prospects to Countermeasure Antibiotic Resistance”, Veterinary Medicine International, vol. 2022, Article ID 9346791, 8 pages, 2022. https://doi.org/10.1155/2022/9346791 [Peer reviewed]
    55কুর’আন ৫৩:৩-৪
    56সহীহুল বুখারী ৩২৮০, মুসলিম ২০১২, ২০১৩, ২০১৪, তিরমিযী ১৮১২, ২৮৫৭, আবূ দাউদ ৩৭৩১, ৩৭৩৩, ইবনু মাজাহ ৩৪১০, আহমাদ ১৩৮১৬, ১৩৮৭১, ১৪০২৫, ১৪৫৯৭, ১৪৭১৭, ১৪৭৪৭, মুওয়াত্তা মালিক ১৭২৭, রিয়াদুস সালেহীন ৩/১৬৬৩
    Show More

    Asief Mehedi

    কি আর কইতাম।
    5 4 votes
    Article Rating
    Subscribe
    Notify of
    guest
    4 Comments
    Oldest
    Newest Most Voted
    Inline Feedbacks
    View all comments
    Ashraful Nafiz
    1 year ago

    এই বিষয়ে আমার দেখা সবচেয়ে গুছালো, সুন্দর, অসাধারন, তথ্যবহুল লিখা ছিল এটি

    Sadman_Sakib360
    1 year ago

    MashaAllah! Fully informative.One of the best article .Jazakallahu Khairan..

    Rahim
    1 year ago

    মাশাআল্লাহ, এত প্রমানত আগে আর দেখিনি!

    Muhammad Omar Faruk
    Muhammad Omar Faruk
    1 year ago

    মাশাআল্লাহ…. তথ্যবহুল আলোচনা।আল্লাহ তায়ালা ইলমে বরকত দান করুন।আমীন।

    Back to top button