আল্লাহ কি নিজেই প্রার্থনা করেন?
আসসালামু আলাইকুম। আল্লাহ কুরআনে রাসুল সা. বলেছেন may Allah forgive you এটা শুনে তো মনে হচ্ছে আল্লাহ নিজেই প্রার্থনা করছেন।আমরা কখনো নিজের নাম নিয়ে বলিনা অমুক তোমাকে ক্ষমা করুক বললেও সেটা মানা যায় কারণ আমি চাচ্ছি আল্লাহ আমাকে একজনকে ক্ষমা করার মতো মানসিক অবস্থা দিক কিন্তু আল্লাহ কেন এমন বলছেন?আল্লাহর উপরে তো আর কোনো সত্ত্বা নেই আল্লাহ চাইলেই পারেন ক্ষমা করতে। এটা অনেকটা জিজাসের গডের কাছে প্রার্থনা করা টাইপ হয়ে যাচ্ছেনা?(আল্লাহ মাফ করুক আমার ভুল ধারণা হয়ে থাকলে)
প্রশ্নটা কি আরো বিস্তারিতভাবে করা যায়?