পর্দা সম্পর্কে আলবানী রহ.

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামপর্দা সম্পর্কে আলবানী রহ.
ফাহিম খান asked 11 months ago
আলবানী রহ. কি দাসীদের পর্দা সম্পূর্ণ স্বাধীন নারীর মত বলেছিলেন? স্বাধীন নারীদের ব্যাপারে আলবানী রহ. কি বলেছিলেন যে তাদেরকে হিজাব করতে হবে না? অর্থাৎ শুধু মুখ ও হাত বাদে সব বাকিগুলো ঢেকে রাখার কথা বলেছিলেন তিনি? উনার মতকি আর কোন স্কলার বলেছেন?
1 Answers
Best Answer
Tahsin Arafat Staff answered 11 months ago

দাসীর পর্দা সম্পর্কে আলবানী (রহঃ) এর মতামত জানতে এখানে দেখুনঃ

স্বাধীন মেয়েদের ক্ষেত্রে মুখ ও হাত ঢাকা "ফরজ" কিনা সে বিষয়ে আলেমগণের মাঝে অনেক আগে থেকেই ইখতিলাফ রয়েছে। আলবানী (রহঃ) মূলত এই ফরজ কথাটার বিরোধিতা করেছেন। এমন নয় যে তিনি মুখ-হাতের পর্দার গুরুত্ব দেন নি। আসুন তাঁর বই থেকে দেখিঃ

  • মুখ ঢেকে রাখাই সর্বোত্তম
    جلباب المرأة المسلمة في الكتاب والسنة (পৃ ৩০) https://shamela.ws/book/9994/27#p1
  • [মুখ-হাত ঢাকার বিধান] বাধ্যতামূলক [ঘোষণা] করা হলে এই ধরণের নারীদের দেওয়া যেতে পারে, আমাদের দেশ, সিরিয়া এবং অন্যান্য জায়গায় যেখানে অশ্লীলতার রূপ ছড়িয়ে পড়েছে।
    جلباب المرأة المسلمة في الكتاب والسنة (পৃ ৩২) https://shamela.ws/book/9994/29#p1
  • মহিলার বোরকা বা অনুরূপ [কিছু দিয়ে] মুখমন্ডল ঢেকে রাখা, যা আজ বিবাহিত মহিলাদের মধ্যে পরিচিত, এটি একটি বৈধ ও প্রশংসনীয় বিষয়, যদিও এটি তার জন্য ওয়াজিব[বাধ্যতামূলক] নয়।
    جلباب المرأة المسلمة في الكتاب والسنة (পৃ ১১৪) https://shamela.ws/book/9994/108#p1
  • তিনি বলেছেন যদি বাইরে বিপদের আশংকা থাকে তাহলে বাধ্যতামূলক হলো ঘর থেকেই বের না হওয়া
    جلباب المرأة المسلمة في الكتاب والسنة (পৃ ১৭) https://shamela.ws/book/9994/15
  • মুখ ও হাত ঢেকে রাখার বিষয়টি সুন্নাহ থেকে এসেছে, এবং সে সময় প্রচলিত ছিলো।
    جلباب المرأة المسلمة في الكتاب والسنة (পৃ ১০৪) https://shamela.ws/book/9994/98

আবার সালাফী আলেমগণের মধ্যেও অনেকে ফরজ ফাতাওয়া দিয়েছেন। যেমনঃ

  • সৌদি আরবের ফতোয়া প্রদানের স্থায়ী কমিটি
    كتاب فتاوى اللجنة الدائمة - المجموعة الأولى (১৭/১৪১) https://shamela.ws/book/8381/12813
  • كتاب مجلة البحوث الإسلامية https://shamela.ws/book/8322/39797 ইত্যাদি। (এখানেও বিস্তারিত দালীলিক আলোচনা আছে)

জাযাকাল্লাহু খাইর।

Back to top button