সৃষ্টিকর্তার নূর, শুরু-শেষ এবং আচরণ বিষয়ক প্রশ্ন

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামসৃষ্টিকর্তার নূর, শুরু-শেষ এবং আচরণ বিষয়ক প্রশ্ন
আহমেদ আবির asked 12 months ago

আসসালামু আলায়কুম, এক নাস্তিক বলছে,
সৃষ্টিকর্তার যদি শুরুতে থাকে, তাহলে সৃষ্টিকর্তার নুর বা আলো থাকে, শুরুতে যদি তিনিই থাকেন, তাহলে সেই নুর কোথা
থেকে আসলো এবং সেই সৃষ্টিকর্তার আচার-আচরণ অনেকসময় শিশুসুলভ,রাগ,ইচ্ছা কীভাবে হতে পারে এবং সেই সৃষ্টিকর্তার শুরু থাকলে শেষ কী?

1 Answers
Tahsin Arafat Staff answered 12 months ago
  1. আল্লাহর নূর আল্লাহর সত্ত্বাগত, এটি আল্লাহর সিফত। আল্লাহর সত্ত্বাগত জিনিস আবার আসে কীভাবে? তা কি আলাদা কোনো কিছু? আল্লাহর সিফত চিরন্তন।
  2. আল্লাহর আচার-আচরণ বিষয়ক সে প্রশ্ন করলেন, সেটা আল্লাহর নফ্‌সের অন্তর্ভুক্ত। যা আমাদের মতো নয়।
    -- https://binbaz.org.sa/fatwas/31063/%D9%87%D9%84-%D8%A7%D9%84%D9%86%D9%81%D8%B3-%D8%B5%D9%81%D8%A9-%D9%84%D9%84%D9%87-%D8%B9%D8%B2-%D9%88%D8%AC%D9%84-%D9%83%D8%B3%D8%A7%D9%89%D8%B1-%D8%A7%D9%84%D8%B5%D9%81%D8%A7%D8%AA
    -- https://islamqa.info/ar/answers/181296/
  3. আল্লাহর কোনো শুরু কিংবা শেষ নেই। তিনি আদি ও অন্ত। তিনি সময়ের ঊর্ধে।
Back to top button