কালোজিরা সম্পর্কিত হাদিস নিয়ে প্রশ্ন
1.কালোজিরা কে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ বলা হয়েছে, এটা কি আক্ষরিক অর্থেই? যদি তাই হয় অমুসলিম & নাস্তিকরা বলছে এটা বৈজ্ঞানিক ভাবে ভুল দাবি , বর্তমান মেডিক্যাল science এর অনুমোদন দেয় না, এ বিষয়ে কি বলবেন?
2. যখন ইহুদি নারী নবী সাঃ কে বিষ দিয়েছিল যার প্রভাবে তার মৃত্যু হয়, তখন নবী সাঃ কেন কালোজিরা বা আজওয়া খেজুর খেয়ে নিজের শরীরের বিষ ক্রিয়া নষ্ট করেন নি?
কালো জিরার হাদিসের বিষয়ে এই লিখাটিতে বিস্তারিত জানতে পারবেন - https://islamicauthors.com/article/313
এছাড়া রাসূল (সা) যে সেই বিষের কারণেই মৃত্যু বরণ করেছিলেন তার সুস্পষ্ট প্রমান উপস্থাপন করবেন বলে আশা করি, কারন কোন হাদিস থেকে এইটা প্রমানিত হয় নি যে রাসূল সেই বিষের কারনেই মৃত্যু বরণ করেছিলেন। হাদিসে শুধু এই তুটুকুই উল্লেখ আছে মৃত্যুর আগে সেই বিষের যন্ত্রনা দেখা দিয়েছিল।
Please login or Register to submit your answer