হিল্লা/হালালা বিয়ে কি জায়েয?

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামহিল্লা/হালালা বিয়ে কি জায়েয?
Md king khan asked 9 months ago

ইসলাম বিরোধী গোষ্ঠী সূরা বাকারার ২৩০ নং আয়াত দেখিয়ে দাবি করে ইসলামে হিল্লা বিয়ে/হালালা জায়েজ
এই প্রসঙ্গে বিস্তারিত জানতে চাই

1 Answers
On behalf of the authors answered 9 months ago

হিল্লা বিয়ে বৈধ নয়। কোরআনে যেটার কথা বলা হয়েছে তা হল স্বাভাবিক ভাবে স্ত্রীকে ৩ তালাক দিলে সে অন্য কারো সাথে বিয়ে করলে ও সেখানে স্বাভাবিক ভাবে তালাক হলে তখনই পূর্বের স্বামী তাকে আবার বিয়ে করতে পারবে। কিন্তু পূর্বের স্ত্রীকে আবার বিয়ে করার জন্য কেউ যদি চুক্তি করে বিয়ে করে ২/৩ দিন পড়ে আবার তালাক দিয়ে ফেলবে এই রকম হলে তা বৈধ নয়। এই চুক্তিটাই হচ্ছে হিল্লা বিয়ে।

Back to top button