শুন্য থেকে মহাবিশ্ব।

প্রশ্নোত্তর (Q&A)Category: দর্শনশুন্য থেকে মহাবিশ্ব।
Tigerm@te asked 1 year ago
মহাবিশ্ব শুন্য থেকে সৃষ্টি হতে পারে এ নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে অসংখ্য।  ২০১৪ সালে প্রকাশিত নতুন গবেষণা ডি হুইটলার সমীকরণ এর মাধ্যমে শুন্য থেকে মহাবিশ্ব সৃষ্টির একটি প্রমাণ দেখিয়েছে।  সেক্ষেত্রে স্রষ্টার অস্তিত্বের প্রয়োজন হয়না। এ বিষয় এ কি বলবেন?   গবেষণাঃ https://journals.aps.org/prd/abstract/10.1103/PhysRevD.89.083510
1 Answers
Tahsin Arafat Staff answered 1 year ago

আপনার দেওয়া পেপারটা পড়লাম। এবং কিছু অবজার্ভেশনঃ

  • এখানে পরম শূণ্যতার কথা পেলাম না কোথাও! তাছাড়া পরম শূণ্যতায় কীভাবে কোনো সমীকরণ খাটতে পারে? Ex nihilo nihil fit — Noting Comes From Nothing
  • এখানে মূলত কোয়ান্টাম শূণ্যতার কথা বলা হচ্ছে। যেটা এই পেপারের Introduction অংশেই পাবেন।

In this paper, we obtain analytic solutions of the WDWE of the true vacuum bubble. With the de Broglie–Bohm quantum trajectory theory, we prove that once a small true vacuum bubble is created, it has the chance to expand exponentially when it is very small, i.e., a ≪ 1. The exponential expansion will end when the true vacuum bubble becomes very large, i.e., a ≫ 1. It is the quantum
potential of the small true vacuum bubble that plays the role of the cosmological constant and provides the power for its exponential expansion. This explicitly shows that the universe can be created spontaneously by virtue of a quantum mechanism.

  • এ পেপারে বাবল থিওরির কথা এসেছে, কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন নিয়ে বর্তমানে একাধিক থিওরী আছে একাডেমিয়াতে, কোনোটিই বিতর্কহীন নয়। এ প্রসঙ্গে ডাক্তার নাঈমুল মুশফিক নাঈমের এই লিখাটি পড়ুনঃ
    --- কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে মহাবিশ্ব সৃষ্টি এবং নাস্তিকদের অবাস্তব প্রস্তাবনা
    https://www.frommuslims.com/কোয়ান্টাম-ফ্লাকচুয়েশন/
  • এবার আমাকে বলুন, Cause ছাড়া কীভাবে কোয়ান্টাম শূণ্যতার অস্তিত্ব থাকতে পারে? [কোয়ান্টাম শূণ্যতা is not True Nothing]
Back to top button