মহাবিশ্বের অস্তিত্বের জন্য কি আর স্রষ্টার প্রয়োজন নেই?

প্রশ্নোত্তর (Q&A)Category: দর্শনমহাবিশ্বের অস্তিত্বের জন্য কি আর স্রষ্টার প্রয়োজন নেই?
Sapiens asked 10 months ago

মহাবিশ্বের শুরু আছে এটি মূলত বিগব্যাং বলে না। কিংবা BGV থিওরোম সমূহ ও মহাবিশ্বের শুরুর কথা বলে না বরং মহাবিশ্বের অতীত ফাইনাইট হলেই যে তার শুরু থাকবে এটি একটি ভুল ধারণা, এক্ষেত্রে কসমিক স্কেপ্টিসিজম বেশি গ্রহণযোগ্য।[1]
তাছাড়াও নতুন গবেষণা অনুযায়ী অতীত শুরুহীন বা ইটারনাল হতে পারবেনা এই ধারণাটি ভুল প্রমাণিত হয়। দুজন দার্শনিক প্রমাণ করে দেখিয়েছেন যে ইনফিনিট রিগ্রেস লজিক্যালি অসম্ভব কিছু নয় এবং মহাবিশ্বের  ইটারনিটি পাস্ট কোনো কন্ট্রাডিকশন তৈরি করেনা।[2]
সুতরাং মহাবিশ্ব অসীম হতেই পারে এবং স্রষ্টা বলতে আসলেই কিছু নেই কিংবা বলা যায় মহাবিশ্বের অস্তিত্বের জন্য স্রষ্টা কোনো প্রয়োজন নেই।

  1. https://philpapers.org/rec/DAN_SA-15
  2. https://academic.oup.com/pq/article-abstract/70/281/830/5809279?redirectedFrom=PDF
2 Answers
মহাবিশ্বের অস্তিত্বের জন্য কি আর স্রষ্টার প্রয়োজন নেই? উত্তরঃ মহাবিশ্ব অলরেডি অস্তিত্বে চলে এসেছে তাই নতুন করে মহাবিশ্ব অস্তিত্ব আসবে কিভাবে? যেটা ইতিমধ্যে তৌরি হয়ে গেছে সেটা আবার অস্তিত্বে আসার জন্য স্রষ্টার দরকার আছে নাকি নেই এই প্রশ্ন কি বোধগম্য? আপনি হয়তো বলতে চেয়েছেন যে মহাবিশ্ব পরিচালনার জন্য এখন আর স্রষ্টার দরকার আছে না-কি-নাই? দেখুন, স্রষ্টার অস্তিত্ব কোন কিছুর উপর নির্ভরশীল না। তিনি চিরন্তন এবং স্বাধীন।
Ashraful Nafiz Staff answered 8 months ago
২য় যে প্যাপার যেটি দিয়েছেন সেটার রিভিউট এই পিয়ার রিভিউড জার্নালে করা হয়েছে চাইলে দেখে নিতে পারেন [ Endless and Infinite: An Evaluation of Alex Malpass and Wes Morrsiton Argument ]
Back to top button