মৃত্যুর পর মানুষের হাড় কি পুরোটাই মিশে যায় না?

প্রশ্নোত্তর (Q&A)Category: হাদিসমৃত্যুর পর মানুষের হাড় কি পুরোটাই মিশে যায় না?
MD King khan asked 11 months ago

হাদিসটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আবু হুরাইরা(রা.) এর সূত্রে বর্ণিত হয়েছে। —হাদিসটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আবু হুরাইরা(রা.) এর সূত্রে বর্ণিত হয়েছে। —

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كُلَّ ابْنِ آدَمَ تَأْكُلُ الْأَرْضُ، إِلَّا عَجْبَ الذَّنَبِ مِنْهُ خُلِقَ وَفِيهِ يُرَكَّبُ

অর্থঃ রাসুলুল্লাহ(ﷺ) বলেছেনঃ প্রতিটি আদম সন্তানকে মাটি খেয়ে ফেলবে, শুধু মেরুদণ্ডের নিচের হাড়টুকু (বা পশ্চাদ্দেশের হাড়) বাকি থাকবে। এ থেকেই তাকে সৃষ্টি করা হয়েছে এবং এ থেকেই তাকে পুনর্গঠন করা হবে। [আবু দাউদ, হাদিস নং : ৪৬৬৫] আবু সাঈদ(রা.) থেকে অপর বর্ণনায় আছে, তিনি জিজ্ঞেস করেছেন, এটি (পশ্চাদ্দেশের হাড় / মেরুদণ্ডের নিম্নাংশের হাড়) কেমন হে আল্লাহর রাসুল? তিনি [রাসুলুল্লাহ(ﷺ)] বললেন, এটি সরিষার দানার মতো। [আহমাদ ও ইবন হিব্বান]

কিন্তু বিজ্ঞানী রা বলছে যে মৃত্যুর পর মানুষের হাড় পুরোটাই মাটির সাথে মিশে যায়?!

Back to top button