গৌতম বুদ্ধ ও গায়েব সম্পর্কিত প্রশ্ন

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামগৌতম বুদ্ধ ও গায়েব সম্পর্কিত প্রশ্ন
আহমেদ আবির asked 1 year ago

আমার প্রশ্ন হলো,
গৌতম বৌদ্ধ বলেছিল শেষ জামানায় শ্রেষ্ট নবীর জন্ম হবে, কিন্তু গৌতম বৌদ্ধ কীভাবে জানলো যে রাসুল (সা:) এর
জন্ম হবে বা আবির্ভাব হবে এবং অনেক ধর্ম গ্রন্থে রাসুল (সা:) এর জন্ম হবে বা আবির্ভাব হবে সম্পর্কে বর্ণনা করা আছে, এখানে প্রশ্ন হলো গায়েবের খবর একমাত্র আল্লাহ তায়ালা জানেন, তাহলে তারা কীভাবে জানলো
আশা করি এর সমাধান নিয়ে আসবেন, ইনশাল্লাহ.

1 Answers
Tahsin Arafat Staff answered 1 year ago
  1. আমাদের পূর্বের কিতাবগুলোতে রাসূল (সাঃ) এর ভবিষ্যদ্বাণী দেওয়া ছিলো।
  2. গৌতম বুদ্ধ আমাদের রাসূল (সাঃ) এর ভবিষ্যদ্বাণী করেছেন বলে আমাদের কাছে প্রমাণিত নয়। কারণ আমাদের শক্তিশালী সনদ দরকার। তবে ত্রিপিটকে রাসূল (সাঃ) এর শক্ত ভবিষ্যদ্বাণী রয়েছে। পড়ুনঃ
    https://www.frommuslims.com/বৌদ্ধধর্মের-শেষ-বুদ্ধ-এব/
  3. এটা হওয়া অসম্ভব নয় যে আমাদের পূর্ববর্তী কোনো কিছু থেকে মেরে দেওয়া হয়েছে ভবিষ্যদ্বাণী। যেমন বাইবেল মেরে দেওয়া হয়েছে তাওরাত-যাবুর-ইঞ্জিল থেকে।
  4. এটা হতেও পারে গৌতম বুদ্ধ কোনো নবী ছিলেন!
  5. গায়েব আল্লাহ তা'আলা জানেন। এখন তিনি কাউকে কোনোকিছু জানালে, সে সেটা জানতে পারবে না?!
Back to top button