পশুর সাথে সংগমকারীদের শাস্তি বিষয়ক প্রশ্ন

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামপশুর সাথে সংগমকারীদের শাস্তি বিষয়ক প্রশ্ন
আহমেদ আবির asked 1 year ago
আসসালামু আলায়কুম,
ভাই এক নাস্তিক বলছে, যদি পশুর সাথে সংগমকারীদের শাস্তি থাকে,
তাহলে এই হাদিস বলছে যে,পশুর সাথে সংগমকারীর কোন শাস্তি নেই.(নাউযুবিল্লাহ) তারা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক, সুনান আবূ দাউদ ৪৪০৬ এই হাদিসটি দেখায়- আহমদ ইবন ইউনুস (রহঃ) .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত।
তিনি বলেনঃ পশুর সাথে সংগমকারীর কোন শাস্তি নেই। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ আতা (রহঃ)ও এরূপ বর্ণনা করেছেন।
আর হাকাম (রহঃ) বলেনঃ আমার মতে তাকে চাবুক মারতে হবে,
তবে সমকামীদের চাইতে তার বেত্রাদণ্ডের সাজা কিছু কম হতে হবে।
রাবী হাসান (রহঃ) বলেনঃ সে ব্যক্তির শাস্তি যিনাকারীর ন্যায়।
আবূ দাউদ (রহঃ) বলেনঃ আসিম (রহঃ) বর্ণিত হাদীছ,
আমর ইবন আবূ আমর (রহঃ) এর হাদীছকে দুর্বল করে দেয়। (সুনান আবূ দাউদ ৪৪০৬,ইসলামিক ফাউন্ডেশন-পরিচ্ছেদঃ ২৮. পশুর সাথে সংগম করলে তার শাস্তি সস্পর্কে।) আশা করি এর সমাধান নিয়ে আসবেন, ইনশাল্লাহ
1 Answers
Best Answer
Tahsin Arafat Staff answered 1 year ago
ওয়া আলাইকুমুসসালাম। এখানে ইসলামিক ফাউন্ডেশন এর অনুবাদটিতে একটু অস্পষ্টতা রয়েছে। এখানে আরবি শব্দ হলো হদ্দ। হদ্দ মানে হলো শরীয়তে নির্ধারিত শাস্তি। স্পষ্ট অনুবাদ দেখুন তাহকিককৃত সুনানে আবু দাঊদ ৪৪৬৫। এই হাদিসটির মানে হলো নির্ধারিত শাস্তি নেই, বিচারক তার বুঝমতো শাস্তি দেবেন। যাই হোক, ইসলামে পশুকামের হারাম হওয়া এবং শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানেঃ https://www.frommuslims.com/?p=3927 জাযাকাল্লাহ খাইর। সকল উত্তর উপরের লিংকেই পাবেন।
Back to top button