Cousin Marriage কি ক্ষতিকর? ইসলামে কেন Cousin Marriage হালাল?

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামCousin Marriage কি ক্ষতিকর? ইসলামে কেন Cousin Marriage হালাল?
Md king khan asked 6 months ago

ইসলামে চাচাতো/মামাতো/ফুফাতো ভাই-বোনের মধ্যে বিয়ে হালাল, কিন্তু medical research অনুসারে close relative marriage এ জন্ম নেয়া বাচ্চার বিভিন্ন genetic disorder হওয়ার chance খুব high (According to Arab countries & pakistan's statistics)
নাস্তিকদের দের প্রশ্ন হচ্ছে সর্ব জ্ঞানী মহান আল্লাহ কেনো এমন বিধান রাখলেন?

1 Answers
Best Answer
Tahsin Arafat Staff answered 6 months ago

কাজিন ম্যারেজ তেমন একটা ক্ষতিকর নয় যেমনটা হাইলাইট করা হয়। সাম্প্রতিক মেডিকেল রিসার্চগুলো বরং আরো উপকারেরও কথা বলছেঃ

  1. ফার্স্ট কাজিন বিবাহে নবজাতক শিশু তেমন কোনো অস্বাভাবিকতা নিয়ে জন্ম নেয় না।Özener, B., & Graham, J. H. (2014). Growth and fluctuating asymmetry of human newborns: Influence of inbreeding and parental education. American Journal of Physical Anthropology, 153(1), 45–51. https://doi.org/10.1002/ajpa.22401
  2. কিছু ক্ষেত্রে ফার্স্ট কাজিন ম্যারেজের ফ্যামিলিগুলোতে জিনগতভাবেই হৃদরোগের ঝুঁকি কম থাকে।
    Saleheen, D., Natarajan, P., Armean, I. et al. Human knockouts and phenotypic analysis in a cohort with a high rate of consanguinity. Nature 544, 235–239 (2017). https://doi.org/10.1038/nature22034
  3. বিভিন্ন কন্ডিশনে কাজিন ম্যারেজ বরং উপকারী। https://www.inverse.com/article/28971-cross-cousin-marriage-pair-parent-offspring-inbreeding

তবে বংশ পরম্পরায় এভাবে নিজেদের ভিতরে ভিতরে বিবাহ করা অনুচিত

وَرَوَى إبْرَاهِيمُ الْحَرْبِيُّ فِي غَرِيبِ الْحَدِيثِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُؤَمَّلِ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ قَالَ قَالَ عُمَرُ لِآلِ السَّائِبِ قَدْ أَضْوَأْتُمْ فَانْكِحُوا فِي النَّوَابِغِ.قَالَ الْحَرْبِيُّ يَعْنِي تَزَوَّجُوا الْغَرَائِبَ
উমর (রাঃ) আল-সায়েব (রাঃ) এর পরিবারকে বলেছেন, "অপরিচিতদের [বংশের বাইরের] মধ্যে বিয়ে করো।" - (আল তালহিস আল হাবির ৩/৩০৪ https://shamela.ws/book/21601/1360 - গারিব হাদিস)

ইমাম শাফেঈ (রহঃ) এর কথা,

وقال الإمام الشافعي: " ليس من قوم لا يخرجون نسائهم إلى رجال غيرهم ولا يخرجون رجالهم إلى نساء غيرهم إلا جاء أولادهم حمقى " الإنتقاء في فضائل الأئمة الثلاثة الفقهاء ص٩٨.
আল-শাফি'ই বলেছেন, "যখনই একটি পরিবারের লোকেরা তাদের মহিলাদেরকে তাদের বংশের বাইরের পুরুষদের সাথে বিয়ে করতে দেয় না, তখন তাদের সন্তানদের মধ্যে বোকা থাকবে।"  (আল ইনতিকা ফি ফাযায়েল আল'আইমাত আলছালাছাত আল ফুকাহা, পৃ ৯৮)

ইবনুল মুলকিন (রহঃ) একই কথা বলেছেন,

ইবনে আল-সাব্বাগ বলেছেন যে, আমি বলতে চাচ্ছি: রায় (মাসআলাতে) হল যে শিশুটি মূর্খ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং "আল-বায়ান" -এ আল-শাফি’র কর্তৃত্বে তিনি বলেছেন: যদি একটি মানুষ (তার বংশের) মধ্যে বিয়ে করে , তাহলে তার সন্তানের বোকা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আমি [ইবনুল মুলকিন রহঃ] বললামঃ এটা বাস্তবতা দ্বারা প্রমাণিত। - (কিতাব আলবদর আলমুনির ফী তাখরিজ আলহাদিস ওয়ালআথার আলওয়াকিয়াত ফী আলশারহুল কাবির, ৭/৫০০ https://shamela.ws/book/5922/4500)

তবে এগুলো সম্ভাবনা বা হার, অ্যাক্যুরেটভাবে বলা যায় না, যা হারাম নয় তাই হালাল। "Nevertheless, British authorities determined that despite the increased risk, most children of cousin marriage are healthy." - https://daily.jstor.org/the-genetics-of-cousin-marriage/

Back to top button