মৃতদেহের সাথে যৌনতা সম্পর্কে

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামের অন্যান্য বিষয়মৃতদেহের সাথে যৌনতা সম্পর্কে
Rayhan Rashid asked 11 months ago
একটা হাদিস দেখলাম সহিহ বুখারির, যেখানে রাসুল(স.) তার একজন সাহাবীকে মৃতদেহের সাথে যৌনকাজ(!) করার অনুমতি দিয়েছেন। এটা কি আসলেই সহিহ? আর যদি না হয় তবে এর প্রমাণসহ বিস্তারিত ব্যাখ্যা করতে পারবেন দয়াকরে। লিংক: https://hadithcollection.com/sahihbukhari/sahih-bukhari-book-23-funerals-al-janaaiz/sahih-bukhari-volume-002-book-023-hadith-number-374?fbclid=IwAR1PRnFNeiL8G-dgU6Z9pslqzmTXsEuRNjINCfdPVznfdOwscLy2s678mGQ   ইংরেজি: Narated By Anas bin Malik : We were (in the funeral procession) of one of the daughters of the Prophet and he was sitting by the side of the grave. I saw his eyes shedding tears. He said, “Is there anyone among you who did not have sexual relations with his wife last night?” Abu Talha replied in the affirmative. And so the Prophet told him to get down in the grave. And so he got down in her grave.
1 Answers
Ashraful Nafiz Staff answered 11 months ago
আপনি হাদিসটি বুঝতে ভুল করেছেন, এখানে রাসূল (সা) জানতে চেয়েছিলেন কে পবিত্র অবস্থায় রয়েছে, কারন তিনি অপছন্দ করছিলেন এমন কেউ কবরে নামুক যে রিসেন্টলি নিজের স্ত্রীর সাথে মিলিত হয়েছে। তারপর আবু তালহা (রা) যখন বললেন তিনি, তখন রাসূল উনাকে কবরে নামতে বললেন। বুখারির এই সনদ ছাড়া অন্য আরেকটি সনদে তার পরের লিখা রয়েছে আবু তালহা কবরে অবতরন করলেন এবং দাফনের কাজ শেষ করে উঠে আসলেন। [মুসনাদুল মাওদুইল জামি লিল কুতুবুল আশরাহ ১৩/১০৪; কিতাবুল লামি আল সাবিহ বি শারহিল জামি আস সাহিহ ৩/১৯৩] 
Back to top button