বিবাহ সম্পর্কে বিবিধ প্রশ্ন

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামবিবাহ সম্পর্কে বিবিধ প্রশ্ন
MD King khan asked 12 months ago

1.বর্তমানে আমি একই সাথে 3-4 টি বিয়ে করতে চাই, আমার যদি আর্থিক & শারীরিক সক্ষমতা থাকে তাহলে কি করতে পারবো? শরীয়তের কোনো বাধা আছে কিনা? এক্ষেত্রে সমাজ এর negative দৃষ্টিভঙ্গির কারণ কি?
২.সুন্নি ইসলামে contract marriage এর কোনো নিয়ম আছে?
3.ইসলামে স্ত্রীর কাবিননামা আদায় না করলে কি হবে?
4.কথিত modern সেক্যুলার ইসলামের অনুসারী স্ত্রী স্বামীর কথার অবাধ্য হলে স্বামীর করনীয় কি?
5. তিন তালাক কি ? কখন তা দেয়া যায়
6. WHO এর জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম কি শরীয়াহ বিরোধী?
7.কোনো বিবাহিত নারী/পুরুষ গোপনে পরকীয়া করলে তার পরকালীন শাস্তি কি?
8. শেষ জামানায়/বর্তমানে যখন জালেম,ফাসেক ,কাফের শাসক দল সৌদি আরবে ক্ষমতাশীল, সেক্ষেত্রে হজ/উমরাহ না করলে কি গুনাহ হবে? যেহেতু হজের সময় আমাদের ব্যয় করা সামগ্রিক খরচের একটি বড় অংশ ইসলাম বিরোধী কাজে ব্যাবহার করতে পারে!?

1 Answers
On behalf of the authors answered 9 months ago
  1. https://www.frommuslims.com/?p=341231
  2. না। https://youtu.be/d9FKmx9na2M?si=nmWqrqDMEyjRNv4s ; https://www.youtube.com/watch?v=ERoGo0G-SHA&ab_channel=Muslim.tv
  3. মোহরানা দেওয়া বাধ্যতামূলক, দুনিয়ায় না দিলে আখিরাতে এর হিসাব নেওয়া হবে। মোহরানা স্ত্রীর অধিকার, হক সে মাফ না করলে স্বামী এর মাফ পাবে না https://at-tahreek.com/article_details/2684 ; https://www.alkawsar.com/bn/article/404/
  4. সূরা নিসা আয়াত ৩৪
  5. ইসলামে তালাক দেওয়ার পদ্ধতি, যখন তালাক দেওয়ার প্রয়োজন হয় তাহলে এর ব্যবহার হয়।
  6. https://www.hadithbd.com/books/link/?id=3724
  7. আল্লাহই ভালো জানেন
  8. তাদেরকে কাফের বলতে চাইলে প্রমান করতে হবে তারা যে কাফের। নতুবা কাউকে কাফির ফতুয়া দেওয়া গুরুতর অপরাধ। এছাড়া তারা যে ইসলাম বিরোধী কাজে টাকা গুলো ব্যয় করে তার প্রমানও প্রয়োজন। যদি ধরেও নি এটা সত্য তাহলে এটা আপনার মাথা ব্যথ্যার কিছু না তারা কোথায় টাকা খরচ করে, আপনার উপর ফরজ করা হয়েছে সামর্থ্য থাকলে হজ করার, সেহেতু আপনার ফরজ যা তা পূরন করাই আপনার দায়িত্ব ও কর্তব্য।
Back to top button