ঔষধ এবং কালো জাদু সম্পর্কিত প্রশ্ন
আমার প্রশ্ন হলো, রাসুল (সা:) কে সত্যিই ঔষধ দেওয়া হয়েছিল, ইন্তেকালিন সময় ? এবং আল্লাহর রাসুলের উপর কেন কালো জাদুর প্রভাব হবে ?, কারণ তিনি তো রাসুল বা নবী !
2 Answers
রাসূল বা নবী হলে উনার উপর বিষ ও জাদুর কোন প্রভাব হবে না এটা কি কোরআন হাদিসের কোথাও লিখা আছে! নাতো এমন কিছৃুতো লিখা নেই!
তাই ‘নবী হলে উনার উপর বিষ বা জাদুর কোন প্রভাব পড়বে না, যদি প্রভাব পড়ে তাহলে তিনি নবী বা রাসূল না’ এই দাবি যারা করে তারা নিতান্তই নিজের মুর্খতা প্রকাশ করা ছাড়া আর কিছুই করছে না।
Please login or Register to submit your answer