ইসলামে, হিন্দুদের এবং বৌদ্ধ ধর্মে কী অন্য ধর্মের মানুষদের সাথে বন্ধুত্ব করা যাবে না এমন কিছু বলা আছে?

প্রশ্নোত্তর (Q&A)Category: হিন্দুধর্মইসলামে, হিন্দুদের এবং বৌদ্ধ ধর্মে কী অন্য ধর্মের মানুষদের সাথে বন্ধুত্ব করা যাবে না এমন কিছু বলা আছে?
Sifat Sharif asked 4 weeks ago
ইসলামে যেমন বলা আছে বের্ধমীদের বন্ধুরুপে গ্রহন না করতে? হিন্দুদের এবং বৈদ্য ধর্মে কী এমন কিছু বলা আছে? থাকলে রিফারেন্স সহ কিছু প্রমান লাগবে 
2 Answers
Ashraful Nafiz Staff answered 4 weeks ago

ইসলামে তাদেরকে ঘনিষ্ঠ বন্ধু বানাতে নিষেধ করেছে। যেমন তাদের সাথে বেশি উঠাবসা, খাওয়া দাওয়া, ঘুরাঘুরি করা, সারাক্ষন তাদের সাথে থাকা, তাদের সাথেই বেশি সময় কাটানো ইত্যাদি। কারন এতে তাদের আচার আচরণ, তাদের ধর্মীয় সংস্কৃতি আমাদের উপর প্রভাব ফেলতে পারে। অনেক সময় অমুসলিম বন্ধুদের সাথে থাকলে মানুষ সালাতও ঠিক মত আদায় করে না, হালাল হারামের চিন্তা করে না, অনেক সময় হিন্দু বন্ধুরা তাদের ধর্মীয় উৎসবে যাওয়ার দাওয়াত করে, দেখা যায় ১ বার নিষেধ করে, ২ বার নিষেধ করে কিন্তু ৩য় বারে মুসলিম ভাইটি ঠিকই হিন্দু বন্ধুর দাওয়াতে তাদের ধর্মীয় উৎসবে পর্যন্ত অংশ নিয়ে ফেলে, বেশির ভাগ ক্ষেত্রে এমন সম্পর্ক মানুষকে মুসলিমদের উপর অমুসলিমদেরকে বেশি প্রাদান্য দেওয়ার দিকে পরিচালিত করে যা মুসলিমদের জন্য সুস্পষ্ট হারাম।

কিন্তু নরমালি কথাবার্তা বলা, তাদের ও অন্য মুসলিম সহ এক সাথে স্কুল, কলেজে, ভার্সিটিতে খাবার খাওয়া, প্রতিবেশি হিন্দুর জন্য খাবার পাঠানো, তাদেরকে উপহার দেওয়া, তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের সাথে কো-কারিকুলার এক্টিভিটি করা, তাদের বিপদে আর্থিক বা শারীরিক ভাবে সাহায্য করা, এক সাথে পড়ালেখা করা তা নিয়ে সাহায্য দেওয়া নেওয়া, মত বিনিময় করা বিভিন্ন বিষয়ে বিশেষ করে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, চুক্তি করা ও রক্ষা করা, তাদের নিরাপত্তা দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, ভালো-মন্দর উপদেশ দেওয়া, ন্যায় বিচার করা ইত্যাদি এসব অবৈধ নয়। এটাকেও অনেকে বন্ধুত্ব হিসেবে দেখে বা এসব কারনে অনেকে একে অপরের বন্ধু হিসেবে সম্বোধন করে। এই প্রকারের সম্পর্ককে হারাম বলা হয় নি। কিন্তু সম্পর্ক সেই পর্যায়ে পৌছাতে পারবে না যে যেখানে পৌছালে আপনার দ্বীন ক্ষতিগ্রস্ত হবে।

বিস্তারিত দেখুনঃ-

On behalf of the authors answered 4 weeks ago

হিন্দুদের ধর্মে অহিন্দুদের সাথে কেমন আচরণ করতে বলা হয়েছে নিজেই দেখে নিন।

দলিল:১-

❝ম্লেচ্ছদের (অর্থাৎ,অর্থাৎ, হিন্দু ধর্মের বাইরের লোকদের) ধ্বংস করতে হবে, কারণ তারা ধার্মিকতাকে নষ্ট করে।❞ [ভবিষ্য পুরাণ ৩:৩:৭]

দলিল:২-

❝সর্বদা ম্লেচ্ছদের (অর্থাৎ, হিন্দু ধর্মের বাইরের লোকদের) থেকে দূরে থাকতে হবে। তাদের সংস্পর্শে আসলে জাতির বিশুদ্ধতা নষ্ট হবে।❞[মনুস্মৃতি১০:৪৫]

দলিল:৩-

❝ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি নয়, বরং তাদেরকে নির্মূল করাই ধর্মের পথে সঠিক কাজ।❞[ভবিষ্য পুরাণ ৩:৩:২৮]

দলিল:৪-

❝ম্লেচ্ছদের এবং বুদ্ধিহীন লোকদের ধ্বংস করার জন্য আমাদের প্রার্থনা। তাদের ধ্বংস করে, হে দেবতারা, আমাদের সুরক্ষিত রাখুন।❞[অথর্ববেদ ১২:৫:৬০]

দলিল:৫-

❝ম্লেচ্ছদের প্রতি সহানুভূতি দেখানো পাপ; তাদেরকে অবজ্ঞা করাই ধর্মের নিয়ম।❞[গরুড় পুরাণ ১:৩৫:৫৪]

দলিল:৬-

❝যে কেউ ম্লেচ্ছদের সঙ্গে বন্ধুত্ব করে, সে তার ধর্ম ও বংশকে অপমান করে এবং তার ধর্মীয় শৃঙ্খলা নষ্ট হয়।❞[বিশ্বকর্মা পুরাণ ২:২:২২]

এই রেফারেন্স গুলো থেকে স্পষ্ট তাদের ধর্ম কেমন শিক্ষা দেয়...

- Iftekhar Bhuiyan Opu

Rayhan Rashid replied 3 weeks ago

একটাও তো খুঁজে পাই না ভাই!!

Back to top button