হিন্দু ধর্মের দেবীরা যেহেতু ব্রা বা ব্লাউজ পড়েন নাই, তাহলে এখনকার হিন্দু রমনীগন কেন পড়েন?

প্রশ্নোত্তর (Q&A)Category: হিন্দুধর্মহিন্দু ধর্মের দেবীরা যেহেতু ব্রা বা ব্লাউজ পড়েন নাই, তাহলে এখনকার হিন্দু রমনীগন কেন পড়েন?
সুভাস বসু asked 8 months ago
আমরা প্রায়  হিন্দু ধর্মের মন্দিরের শিলালিপিতে তাদের দেবদেবীর কামলীলা দেখতে পাই। সেই খানে তাদের বক্ষ উম্মোচন থাকে। বিশেষ করে "কালি দেবী" র বক্ষ উম্মোচন দেখতে পাই।  তাহলে বর্তমানের হিন্দু রমনীগন তাদের মর থাকেন না কেন? 
1 Answers
On behalf of the authors answered 3 months ago

হয়তো এটা শালিনতার বিরোধী তাই। অথবা তাদের ধর্মেও শালীনতার মেনটেন করতে বলেছে তাই, যদিও তাদের দেবিগণ নিজেও হয়তো তা পালন করতেন না। যাইহোক সেটা তাদের বিষয়। তারা কেন এমন পোশাক পড়েছে, কেন পরে নি এ জাতীয় প্রশ্নের উত্তর দেওয়া আমাদের কাজ না, না এই প্লাটফর্মের কোন কনসার্নের বিষয় এসব। তাই এই জাতীয় প্রশ্ন না করার অনুরোধ রইল।

Back to top button