H.H. Wilson কি হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন?
একটা ব্লগে দেখলাম যে সেখানে লেখা H.H. Wilson নাকি হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। তাই নাকি হিন্দুরা তার দেওয়া অনুবাদ মানবে না। তাহলে আপনাদের লেখকরা তার অনুবাদ কোট করে কেন?
1 Answers
উইলসন ছিলেন একজন খ্রিস্টান মিশনারি। তাই তার কাজের সাথে খ্রিস্টধর্মপ্রচার তো থাকবেই।
তার অনুবাদ হিন্দু স্কলারদের উপরেই নির্ভরশীল। যেমন ঋগ্বেদ অনুবাদ করেছেন হিন্দুদের মধ্যে সবচেয়ে নির্ভরশীল এবং বিখ্যাত ব্যাখ্যা/ভাষ্য সায়ণভাষ্য এর উপর ভিত্তি করে। অনুবাদের ক্ষেত্রে তাকে দোষ দেওয়া যায় না।
আর, তার খ্রিস্টানরা মূলত হিন্দুদের বইয়ের অশ্লীলতা এবং জঘন্যতাই সবার সামনে প্রকাশ করতে চেয়েছিলো, সেজন্যেই হিন্দুদের বেশিরভাগ বইয়ের অনুবাদ বের করে ফেলেছিলো তারা।
উইলসনকে নিয়ে সমস্যা হলে হিন্দু ক্লাসিক্যাল পণ্ডিতদের অনুবাদ দেখে নেবেন। একই জিনিস আছে সেখানে।
Please login or Register to submit your answer