স্রষ্টার এতগুলো নাম কেন? আল্লাহই আমাদের রব ও বিশ্বজগতের প্রতিপালক?

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামস্রষ্টার এতগুলো নাম কেন? আল্লাহই আমাদের রব ও বিশ্বজগতের প্রতিপালক?
Abir Yasir Evan asked 1 month ago
 আল্লাহ, ভগবান, জিহোভা, এলোহিম,। মহান স্রষ্টার এতগুলো নাম কেন? আমি বুঝতে পেরেছি কোরআন আল্লাহর বাণী, কিন্তু কিভাবে বুঝবো আল্লাহই আমাদের রব ও বিশ্বজগতের প্রতিপালক?
1 Answers
On behalf of the authors answered 4 weeks ago

আল্লাহ, ভগবান, জিহোভা, এলোহিম এগুলো সব স্রষ্টার নাম নয়। বিভিন্ন ধর্মে স্রষ্টাকে তারা নিজের মত করে চিন্তা করে নিয়েছেন ও বিভিন্ন নাম দিয়েছেন, সকলেই এক স্রষ্টাকেই নিজ নিজ নফসের অনুসারে বিভিন্ন রকম বানিয়ে নিয়েছে, কেউ মুর্তি বানিয়ে, কেউ বা এমন চরিত্র তৈরি করেছে সেই স্রষ্টার যে উনার আন্ডারে হাজার দেব দেবী কাজ করে ও তিনি বেকার বসে থাকেন, কেউ উনার স্ত্রী সন্তান আছে কল্পনা করে নিয়েছে এভাবে আরো বহু রকম বিষয় রয়েছে।। আল্লাহর অসংখ্যা নাম রয়েছে, কিন্তু সেগুলো গুণবাচক যা উনার সিফাতকে পরিপূর্ণ প্রকাশ করে। যেমন খালিক মানে স্রষ্টা, রহমান মানে পরম দয়ালু ইত্যাদি।

আপনি যেহেতু বুঝেছেন কোরআন স্রষ্টা অর্থাৎ আল্লাহর বাণী সেহেতু আপনি কোরআনে যা তিনি বলেছে  তা বিশ্বাস করবেন আশা করি। আল্লাহর চাইতে বেশি কে সঠিক জানাতে পারবে আমাদেরকে তার নিজের বিষয়ে! চলুন দেখি তিনি আমাদেরকে কি জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন,

আল্লাহ্‌ সব কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক। [সূরা যুমার : আয়াত ৬২]

“নিশ্চয় আল্লাহই রিযিকদাতা।” [সূরা আয-যারিয়াত, আয়াত: ৫৮]

“আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিযিকের দায়িত্ব আল্লাহরই।” [সূরা হূদ, আয়াত: ৬]

“তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত।” [সূরা আল-হাশর, আয়াত: ২৩]

“আর তোমার রব সকল কিছুর হিফাযতকারী।” [সূরা সাবা’, আয়াত : ২১]

“আর আল্লাহ সর্ব শক্তিমান এবং আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু।” [সূরা আল-মুমতাহিনা, আয়াত: ৭]

Back to top button