হিন্দুধর্ম

ল্যাংটাকালেই মেয়েদের বিয়ে দেওয়ার নির্দেশ – বৈদিক ধর্মসূত্র

ল্যাংটাকালেই[1]ল্যাংটা অর্থ উলঙ্গ, এখানে অতি ছোট শিশুদের শৈশব-বয়স বোঝানো হয়েছে। দেখুনঃ ল্যাংটা – DictionaryFAQ Bn2Bn মেয়েদের বিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হিন্দুধর্মের বিশেষত আর্যদের গুরুত্বপূর্ণ ধর্মসূত্রগুলো। যার মধ্যে উল্লেখযোগ্য তিনটি হলো গৌতম ধর্মসূত্র (গৌতম সংহিতা), বৌধায়ন ধর্মসূত্র, বসিষ্ঠ ধর্মসূত্র।

গৌতমসংহিতায় বাল্যবিবাহের নির্দেশ

গৌতম ধর্মসূত্র হিন্দুদের দাবি অনুযায়ী তাদের প্রাচীন গ্রন্থ, যা সামবেদের অনুসারীদের দ্বারা খ্রিস্টপূর্ব ৬০০-২০০ এর মধ্যে রচিত।[2]গৌতম ধর্মসূত্র – ইংরেজি উইকিপিডিয়া

গৌতমসূত্রে মেয়েদের বিবাহের বয়স সম্পর্কে বলা হয়েছে,

হিন্দুধর্মে বাল্যবিবাহ, গৌতমসংহিতা, গৌতম সূত্র, ধর্মসূত্র
গৌতমসংহিতা ১৮:২০-২৩ (অনুবাদঃ তর্কানন পঞ্চরত্ন)

(পিতা প্রভৃতি আত্মীয় কর্তৃক প্রদত্ত না হইলে) কুমারী তিনটী ঋতু অতিক্রম করিযয়া পিতৃদত্ত অলঙ্কার গুলি পরিত্যাগ করিয়া স্বয়ং কোন অনিন্দিত পাত্রের সহিত যুক্ত হইবে। ঋতু দর্শনের পূর্ব্বেই কন্যাদান করিবে। ঋতুদর্শনের পূর্ব্বে কন্যাদান না করিলে কন্যার অভিভাবক পাপী হইবে। কেহ কেহ বলেন, কন্যা নগ্নিকা অবস্থায় অর্থাৎ ঋতুমতী হইবার পূর্ব্বেই উহাকে প্রদান করিবে।[3]ঊনবিংশতিসংহিতা, গৌতমসংহিতা ১৮:২০-২৩, অনুবাদঃ তর্কানন পঞ্চরত্ন

ইংরেজি অনুবাদ থেকে,

Child Marriage in hinduism
গৌতম ধর্মসূত্র ১৮:২০-২২
Pedophilia in hinduism
গৌতম ধর্মসূত্র ১৮:২৩

20. A (marriageable) maiden (who is not given in marriage) shall allow three monthly periods to pass, and afterwards unite herself, of her own will, to a blameless man, giving up the ornaments received from her father (or her family).

21. A girl should be given in marriage before  (she attains the age of) puberty.

22. He who neglects it, commits sin.

23. Some (declare, that a girl shall be given in marriage) before she wears clothes.[4]The sacred laws of the Aryas : as taught in the schools of Apastamba, Gautama, Vasishtha and Baudhayana, Part 1, page 272-273

বিকল্প উৎসঃ Wisdomlib

বৌধায়ন সূত্রে বাল্যবিবাহের নির্দেশ

হিন্দুরা মনে করে বৌধায়ন ধর্মসূত্র তাদের অতিপ্রাচীন গ্রন্থ, প্রায় খ্রিস্টপূর্ব ১০০০ বছর আগে কৃষ্ণযজুর্বেদের তৈত্তিরীয় শাখার অনুসারীদের দ্বারা রচিত।[5]বৌধায়ন সূত্র – ইংরেজি উইকিপিডিয়া

বৌধায়ন সূত্রে বলা হয়েছে,

হিন্দুধর্মে বাল্যবিবাহ বাধ্যতামূলক
বৌধায়ন ধর্মসূত্র ৪:১:১১-১৩

11. Let him give his daughter, while she still goes naked, to a man who has not broken the vow of chastity and who possesses good qualities, or even to one destitute of good qualities; let him not keep (the maiden) in (his house) after she has reached the age of puberty.

12. He who does not give away a marriageable daughter during three years doubtlessly contracts a guilt equal to (that of) destroying an embryo.

13. Such will be the case if anybody asks her in marriage, and also if nobody demands her. Manu has declared that at each appearance of the menses (the father incurs the guilt of) a mortal sin.[6]The sacred laws of the Aryas : as taught in the schools of Apastamba, Gautama, Vasishtha and Baudhayana, Part 2, page 314

বিকল্প উৎসঃ Wisdomlib

বসিষ্ঠসংহিতায় বাল্যবিবাহের নির্দেশ

হিন্দুদের দাবি অনুযায়ী বসিষ্ঠ ধর্মসূত্র খ্রিস্টপূর্ব ২০০০ বছর আগের একজন ঋগ্বেদীয় ঋষি বসিষ্ঠের নামে নামকরণ করা হয়েছে।[7]বসিষ্ঠ ধর্মসূত্র – ইংরেজি উইকিপিডিয়া

বসিষ্ঠসূত্রে এসেছে,

বসিষ্ঠসংহিতা বসিষ্ঠ সূত্র বাল্য বিবাহ বিয়ে ল্যাংটা কাল
বসিষ্ঠসংহিতা ১৭:৭০

‘Out of fear of the appearance of the menses let the father marry his daughter while she still runs about naked. For if she stays (in the house) after the age of puberty, sin falls on the father.'[8]The sacred laws of the Aryas : as taught in the schools of Apastamba, Gautama, Vasishtha and Baudhayana, Part 2, page 91

বিকল্প উৎসঃ Wisdomlib

পঞ্চানন তর্করত্নের অনুবাদ,

হিন্দুধর্মে বাল্যবিবাহ বাধ্যতামূলক

বসিষ্ঠসংহিতা বাল্যবিবাহ
বসিষ্ঠসংহিতা অধ্যায় ১৭

পিতা ঋতুকালভয়ে শীঘ্র শীঘ্র ঋতু না হইলেই কন্যাদান করিয়া থাবেন। অবিবাহিত অবস্থাতে ঋতুমতী হইয়া থাকিলে দোষ হয়। অনুরূপ বর প্রার্থী আছে; কন্যাও বিবাহ করিতে অভিলাষবতী, এমত অবস্থায় দান করা না হইলে সেই কন্যার যতবার ঋতু হইবে, পিতামাতার তাবৎ ভ্রূণহত্যার পাপ হ‍ইবে। ইহা ধৰ্ম্মকথা।[9]বসিষ্ঠসংহিতা অধ্যায় ১৭, ঊনবিংশতি সংহিতা পৃ ৫২১, তর্কানন পঞ্চরত্ন

    Footnotes

    Footnotes
    1ল্যাংটা অর্থ উলঙ্গ, এখানে অতি ছোট শিশুদের শৈশব-বয়স বোঝানো হয়েছে। দেখুনঃ ল্যাংটা – DictionaryFAQ Bn2Bn
    2গৌতম ধর্মসূত্র – ইংরেজি উইকিপিডিয়া
    3ঊনবিংশতিসংহিতা, গৌতমসংহিতা ১৮:২০-২৩, অনুবাদঃ তর্কানন পঞ্চরত্ন
    4The sacred laws of the Aryas : as taught in the schools of Apastamba, Gautama, Vasishtha and Baudhayana, Part 1, page 272-273

    বিকল্প উৎসঃ Wisdomlib

    5বৌধায়ন সূত্র – ইংরেজি উইকিপিডিয়া
    6The sacred laws of the Aryas : as taught in the schools of Apastamba, Gautama, Vasishtha and Baudhayana, Part 2, page 314

    বিকল্প উৎসঃ Wisdomlib

    7বসিষ্ঠ ধর্মসূত্র – ইংরেজি উইকিপিডিয়া
    8The sacred laws of the Aryas : as taught in the schools of Apastamba, Gautama, Vasishtha and Baudhayana, Part 2, page 91

    বিকল্প উৎসঃ Wisdomlib

    9বসিষ্ঠসংহিতা অধ্যায় ১৭, ঊনবিংশতি সংহিতা পৃ ৫২১, তর্কানন পঞ্চরত্ন
    Show More

    ইন্দো আর্য

    [ছদ্মনামে লিখি] Join: t.me/HinduDhormo
    5 1 vote
    Article Rating
    Subscribe
    Notify of
    guest
    0 Comments
    Inline Feedbacks
    View all comments
    Back to top button