খ্রিস্টধর্ম

বোকা ছাড়া কেউ দ্বিতীয়বার চড় খাওয়ার জন্য গাল বাড়িয়ে দেয় না!

ইসলাম তোমাকে শেখাবে না এক গালে চড় খেয়ে আরেক গাল বাড়িয়ে দিতে। সচেতনতা মু’মিনের বৈশিষ্ট্য। ঘরে একবার চুরি হলে পরের বার দরজা খোলা রেখে চোরকে আমন্ত্রণ জানাতে বলবে না ইসলাম।
গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৭৮/ আচার-ব্যবহার (كتاب الأدب)
হাদিস নম্বরঃ ৬১৩৩
৭৮/৮৩. মু’মিন এক গর্ত থেকে দু’বার দংশিত হয় না।
وَقَالَ مُعَاوِيَةُ لاَ حَكِيمَ إِلاَّ ذُو تَجْرِبَةٍ
মু‘আবিয়া (রাঃ) বলেছেনঃ অভিজ্ঞতা ব্যতীত সহনশীলতা সম্ভব নয়।
৬১৩৩. আবূ হুরাইরাহ হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রকৃত মু’মিন একই গর্ত থেকে দু’বার দংশিত হয় না। [মুসলিম৫৩/১২, হাঃ ২৯৯৮, আহমাদ ৮৯৩৭] (আধুনিক প্রকাশনী- ৫৬৯৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫৯০)
হাদিসের মানঃ সহিহ (Sahih)[1]http://www.hadithbd.com/hadith/link/?id=30794
বিকৃত বাইবেল থেকে শোনা যাক কিছুঃ

 “তোমরা শুনেছ, বলা হয়েছিল, ‘চোখের বিনিময়ে চোখ ও দাঁতের বিনিময়ে দাঁত।’ কিন্তু আমি তোমাদের বলছি, কোনো দুষ্ট ব্যক্তির প্রতিরোধ কোরো না। কেউ যদি তোমার ডান গালে চড় মারে, তোমার অন্য গালও তার দিকে বাড়িয়ে দাও। আর কেউ যদি তোমার জামা নিয়ে নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে মামলা করতে চায়, তাকে তোমার চাদরও নিতে দিয়ো। কেউ যদি তোমাকে এক কিলোমিটার যাওয়ার জন্য জোর করে, তুমি তার সঙ্গে দুই কিলোমিটার যাও।[2]মথি ৫:৩৮-৪১ (বাংলা সমকালীন সংস্করণ).

যে পয়েন্ট পাচ্ছিঃ
  • যে মন্দ তার প্রতিরোধ করো না।
  • কেউ তোমাকে এক মাইল যেতে বাধ্য করলে তার সাথে দুই মাইল যাও।
  • আর যে তোমার জিনিস কেড়ে নেয়, তার থেকে ফেরত চাইয়ো না।

 

    Footnotes

    Footnotes
    1http://www.hadithbd.com/hadith/link/?id=30794
    2মথি ৫:৩৮-৪১ (বাংলা সমকালীন সংস্করণ).
    Show More
    5 1 vote
    Article Rating
    Subscribe
    Notify of
    guest
    0 Comments
    Inline Feedbacks
    View all comments
    Back to top button