খ্রিস্টধর্মইতিহাসতথ্যভাণ্ডারতুলনামূলক ধর্মতত্ত্ব

বাইবেল অনুযায়ী যিশু বা ঈসা (আঃ) ক্রুশবিদ্ধ হন নি

অধিকাংশ খ্রিস্টানই বিশ্বাস করে যে যিশু (ঈসা আঃ) ইহুদিদের হাতে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। আসুন বাইবেল থেকে ঘটনাটা দেখে নেওয়া যাক আদৌ যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন কিনা।

ঈসা আঃ (যিশু) ক্রুশবিদ্ধ হয়ে মারা যান নি

ঈসা সাহাবীদের কাছ থেকে কিছু দূরে গিয়ে হাঁটুগেড়ে সেজদায় অবনত হয়ে মুনাজাত করতে লাগলেন, “পিতা, যদি তুমি চাও তবে এই দুঃখের পেয়ালা(বিপদের আলামত) আমার কাছ থেকে সরিয়ে নাও। তবুও আমার ইচ্ছামত নয়, তোমার ইচ্ছামতই হোক।”

তখন বেহেশত থেকে একজন ফেরেশতা এসে ঈসাকে শক্তি দান করলেন। মনের কষ্টে ঈসা আরও আকুলভাবে মুনাজাত করলেন। তাঁর গায়ের ঘাম রক্তের ফোঁটার মত হয়ে মাটিতে পড়তে লাগল।

মুনাজাতের পরে তিনি উঠে তাঁর সাহাবীদের কাছে আসলেন। মনের দুঃখে ক্লান্ত হয়ে সাহাবীরা ঘুমিয়ে পড়েছেন দেখে ঈসা তাঁদের বললেন, “কেন ঘুমাচ্ছ? উঠে মুনাজাত কর যেন পরীক্ষায় না পড়।”[1]লূক ২২:৪১-৪৬, কিতাবুল মুকাদ্দাস ভার্শন

মুনাজাত কবুল এবং মৃত্যুর ফাঁদ থেকে বেঁচে যাওয়া ঈসা আঃ (যিশু)

খ্রীষ্ট যখন এ জগতে ছিলেন তখন সাহায্যের জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। ঈশ্বরই তাঁকে [ক্রুশের] মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সমর্থ ছিলেন আর যীশু ঈশ্বরের নিকট প্রবল আর্তনাদ ও অশ্রুজলের সঙ্গে প্রার্থনা করেছিলেন। ঈশ্বরের ইচ্ছার প্রতি তাঁর নম্রতা ও বাধ্যতার জন্য ঈশ্বর যীশুর প্রার্থনার উত্তর দিয়েছিলেন।[2]ইব্রীয়দের প্রতি পত্র 5:7 BERV
https://bible.com/bible/3150/heb.5.7.BERV

“ঈসা ক্রুশে মারা গেছে সবার পাপের জন্য এবং কবরে লাশ হওয়ার পর জীবিত হওয়া” ঘটনার প্রবর্তক হলো সেন্ট পৌল

যদি খ্রীষ্টকেই জীবিত করা না হয়ে থাকে তবে তোমাদের বিশ্বাস নিষ্ফল আর এখনও তোমরা পাপের মধ্যেই পড়ে রয়েছ। তাহলে খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে যারা মারা গেছে তারা তো বিনষ্ট হয়েছে।[3]১ করিন্থীয় 15:17‭-‬18 SBCL
https://bible.com/bible/155/1co.15.17-18.SBCL

গসপেল অব বার্নাবাস

ঠিক একইভাবে মূল পান্ডুলিপিতে পাওয়া যায় গসপেল
অব বার্নাবাস পাওয়া যায়।[4]https://www.codexsinaiticus.org/

আধুনিক বাইবেলেও বার্নাবাস সম্পর্কে জানা যায়

বার্নাবাস একজন ভাল লোক ছিলেন এবং তিনি পাক-রূহে ও বিশ্বাসে পূর্ণ ছিলেন। তখন প্রভু অনেককেই তাঁর নিজের কাছে নিয়ে এসেছিলেন।[5]প্রেরিত ১১:২৪

যখন পৌল ও বার্নাবাস জেরুজালেমে আসলেন তখন জামাতের লোকেরা, নেতারা এবং সাহাবীরা আগ্রহের সংগে তাঁদের গ্রহণ করলেন। তাঁদের মধ্য দিয়ে আল্লাহ্‌ যা করেছিলেন তা সবই তাঁরা সবাইকে বললেন।[6]প্রেরিত ১৫:৪

ঈসার হাওয়ারীদের একজন ছিলেন বার্নাবাস।পৌলের ঈসার মৃত্যু দাবি এবং ত্রিত্ববাদ নিয়ে বিরোধীতা করলেন বার্নাবাস। তিনি বলেন,

মহান ও কুদরতময় ঈশ্বর নিকট অতীতের দিনগুলিতে তাঁর নবী যিশুকে আমাদের প্রতি অবতীর্ণ করেছিলেন এবং তখন অলৌকিক ঘটনাবলী ও শিক্ষা উপস্থাপিত হচ্ছিলো; কিন্তু আজ তার প্রতিক্রিয়াতেই অনেকেই শয়তান কর্তৃক প্রতারিত হয়ে বর্তমানে ধার্মিকতার নামে অত্যন্ত অধার্মিক মতবাদসমূহ প্রচার করছেন, যথা— যিশু ঈশ্বরের পুত্র, ঈশ্বরের নির্দেশিত চিরস্থায়ী বিধান খৎনা (ত্বকচ্ছেদ) রদ করে দিয়ে অপবিত্র খ্যাদ্যভক্ষণের অনুমতি দিচ্ছেন। আমি অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে উল্লেখ করছি যে স্বয়ং পলও এমনি একজন প্রতারিত ব্যক্তি, যে কারণে আমাকে সেই সমস্ত সত্যবাণী লিপিবদ্ধ করতে হচ্ছে যা আমি স্বকর্ণে শুনেছি এবং সেই সকল ঘটনা যা যিশুর সঙ্গে থেকে আমি প্রত্যক্ষ করেছি শুধু এই জন্যই যে অন্যেরা মিথ্যাচার থেকে রক্ষা পাবে, শয়তান কর্তৃক প্রতারিত হবে না এবং ঈশ্বরের বিচারাদালতে অপরাধী হয়ে নিশ্চিহ্নও হবে না। সাবধান, সেই সমস্ত প্রচারক থেকে, যারা এই গ্রন্থের বিপরীত ও বাড়তি নতুন কথা শোনাতে আসে– অনন্তকালে যারা আত্মরক্ষা করতে চান, তাদের প্রতি এই হচ্ছে আমার সাবধান-বাণী।[7]অনুবাদ- আফজাল চৌধুরী (জুন ২০১১)। “সূচনা”। বার্নাবাসের বাইবেল (তৃতীয় সংস্করণ)। বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ- ঢাকা। পৃষ্ঠা ১
Gospel of Barnabus, Oxford university

এবার দেখি গসপেল অফ বার্নাবাসে কি বলা আছে দেখি,

যীশুকে যে চেম্বারে নিয়ে যাওয়া হয়েছিল সেই চেম্বারে সবার আগে জুডাস[যিহুদা] দ্রুত প্রবেশ করল। আর সাহাবীরা ঘুমাচ্ছিলেন। অতঃপর বিস্ময়কর ঈশ্বর বিস্ময়করভাবে কাজ করেছিলেন, এতটাই যে জুডাস কথাবার্তায় এবং মুখমণ্ডলে যীশুর মতো পরিবর্তিত হয়েছিল যে আমরা তাকে যীশু বলে বিশ্বাস করেছিলাম। আর তিনি আমাদের জাগিয়ে গুরু কোথায় আছেন তা খুঁজছিলেন৷ তখন আমরা বিস্মিত হয়ে উত্তর দিলাম: ‘প্রভু, তুমিই আমাদের প্রভু; তুমি কি এখন আমাদের ভুলে গেছ?’

আর তিনি হাসতে হাসতে বললেন, ‘এখন তোমরা বোকা, যে আমাকে জুডাস ইসক্যারিওত বলে জান না!’

তিনি যখন এই কথা বলছিলেন তখন সৈন্যরা ঢুকে যীশুর ওপর হাত রাখল, কারণ সে সব দিক দিয়ে যীশুর মতো ছিল৷

আমরা জুডাসের কথা শুনে এবং সৈন্যদের ভিড় দেখে নিজেদের পাশে রেখে পালিয়ে গেলাম।

এবং যোহন, যিনি একটি লিনেন কাপড়ে আবৃত ছিল, জেগে উঠলেন এবং পালিয়ে গেলেন, এবং যখন একজন সৈন্য তাকে লিনেন কাপড় দিয়ে ধরে ফেলল, তখন পিতর কাপড়টি ফেলে উলঙ্গ হয়ে পালিয়ে গেল। কারণ ঈশ্বর যীশুর প্রার্থনা শুনেছিলেন এবং এগারোজনকে মন্দ থেকে রক্ষা করেছিলেন।এরপর সৈন্যরা জুডাসকে যিশু ভেবে গ্রেফতার করলো এবং ইহুদি বিচারসভা এবং রাজা কাছে হাজির করালো।[8]গসপেল অফ বার্নাবাস,অধ্যায় ১১৬-১৬৭
https://www.sacred-texts.com/isl/gbar/gbar216.htm

ওল্ড টেস্টামেন্ট

তৌরাত (পুরাতন নিয়ম – দাউদের ওপর নাজিল করা জাবুর তথা গীতসংহিতা/সামসংগীতে) ঈসার বেঁচে যাওয়ার ভবিষ্যদ্বাণীঃ

গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরাৎ‌‌পরের কাছে যেতে পারো। সুরক্ষার জন্য তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেতে পারো।

আমি প্রভুকে বলেছি, “আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল, আপনিই আমার দুর্গ। হে আমার ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি।”

ভয়ঙ্কর ব্যাধি এবং গুপ্ত বিপদ থেকে ঈশ্বর তোমায় রক্ষা করবেন। নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো। যেমন করে পাখি তার ডানা মেলে তার শাবকদের আগলে রাখে, তেমন করে, ঈশ্বর তোমায় রক্ষা করবেন। তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল ও প্রাচীরের মত। রাতে তোমার ভয় পাওয়ার মতো কিছু থাকবে না। দিনের বেলাতেও শত্রুর তীরকে তুমি ভয় পাবে না। নিশাকালে যে অসুখ আসে তাকে তুমি ভয় পাবে না, কিংবা দিনের বেলায় যে ভয়ঙ্কর অসুস্থতা আসে তাকেও তুমি ভয় পাবে না।

তুমি 1000 হাজার শত্রুকে পরাজিত করতে পারবে। (যিহুদা ১০০০ বাহিনী নিয়ে রওনা দেওয়া রোমান সৈন্য)

তোমার নিজের ডান হাতে 10,000 শত্রু সৈন্যকে পরাজিত করবে। (আসন্ন দাজ্জাল ও তার ১০,০০০ বাহিনীকে পরাজিত করবেন)

[যিহুদা সাথে রোমানসৈন্যের ব্যাপারে]

শত্রুরা তোমায় স্পর্শ পর্যন্ত করতে পারবে না! লক্ষ্য করে দেখ, দেখবে যে ওই দুষ্ট লোকদের শাস্তি হয়েছে! কেন? কারণ তুমি ঈশ্বরে আস্থা রাখ। কারণ পরাৎ‌‌পরকে তুমি তোমার নিরাপদ আশ্রয়স্থলরূপে গ্রহণ করেছ। ঈশ্বর তাঁর দূতদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে। তোমার পা যাতে পাথরে হোঁচট না খায়, সেই জন্য ওদের হাত তোমায় ধরে থাকবে। প্রভু বলেন, “যদি কোন ব্যক্তি আমাকে ভালবাসে এবং বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করবো। আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে, তাদের আমি রক্ষা করবো। আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেবো। যখন তারা সমস্যায় পড়বে তখন আমি ওদের সঙ্গে থাকবো। আমি ওদের রক্ষা করবো এবং সম্মান দেবো। আমার অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেবো। আমি ওদের রক্ষা করবো।”[9]গীতসংহিতা 91:1‭-‬9‭, ‬11‭-‬12‭, ‬14‭-‬16 BERV
https://bible.com/bible/3150/psa.91.1-16.BERV

প্রভুই আমার শক্তি এবং আমার জয়গান! প্রভু আমায় রক্ষা করেন! ধার্ম্মিক লোকেদের বাড়ীতে তুমি এই বিজয় উৎসব শুনতে পাবে। প্রভু আবার তাঁর মহান শক্তি প্রদর্শন করলেন। প্রভুর বাহুগুলি জয়ে উত্তোলিত। তিনি আবার একবার তাঁর মহান শক্তি দেখালেন। আমি মরবো না, আমি বেঁচে থাকবো এবং প্রভু কি করেছেন তা আমি বলবো। প্রভু আমায় শাস্তি দিয়েছেন, কিন্তু তিনি আমায় মরতে দেন নি। হে প্রভু, আমার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য এবং আমাকে রক্ষা করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।[10]গীতসংহিতা 118:14‭-‬18‭, ‬21 BERV
https://bible.com/bible/3150/psa.118.14-21.BERV

সুতরাং ঈসা বা যিশু ক্রুশবিদ্ধও হননি এবং মারাও যান নি, পৌলের কথা আলোকে বাইবেলের দাম একপয়সাও না, বিশ্বাস মূল্যহীন, ধর্মপ্রচার বৃথা!

    Footnotes

    Footnotes
    1লূক ২২:৪১-৪৬, কিতাবুল মুকাদ্দাস ভার্শন
    2ইব্রীয়দের প্রতি পত্র 5:7 BERV
    https://bible.com/bible/3150/heb.5.7.BERV
    3১ করিন্থীয় 15:17‭-‬18 SBCL
    https://bible.com/bible/155/1co.15.17-18.SBCL
    4https://www.codexsinaiticus.org/
    5প্রেরিত ১১:২৪
    6প্রেরিত ১৫:৪
    7অনুবাদ- আফজাল চৌধুরী (জুন ২০১১)। “সূচনা”। বার্নাবাসের বাইবেল (তৃতীয় সংস্করণ)। বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ- ঢাকা। পৃষ্ঠা ১
    Gospel of Barnabus, Oxford university
    8গসপেল অফ বার্নাবাস,অধ্যায় ১১৬-১৬৭
    https://www.sacred-texts.com/isl/gbar/gbar216.htm
    9গীতসংহিতা 91:1‭-‬9‭, ‬11‭-‬12‭, ‬14‭-‬16 BERV
    https://bible.com/bible/3150/psa.91.1-16.BERV
    10গীতসংহিতা 118:14‭-‬18‭, ‬21 BERV
    https://bible.com/bible/3150/psa.118.14-21.BERV
    Show More
    3.5 2 votes
    Article Rating
    Subscribe
    Notify of
    guest
    0 Comments
    Inline Feedbacks
    View all comments
    Back to top button