Farhan Habib

সমস্ত প্রশংসা আল্লাহর ও শান্তি তাঁর রাসুলের প্রতি।আসসালামু আলাইকুম।ধর্মান্ধ। সব কথায় ধর্ম টানি। হানাফী ফিক্বহের অনুসারী। স্টুডেন্ট। প্র্যাক্টিসিং অর্থোডক্স মুসলিম হওয়ায় ব্যস্ত। মানবতাবাদী। একজন কট্টর Anti-Atheist, Anti-Feminist, Homophobic এবং Anti-Agnostic। সাধারণের ভাষায় উগ্র'বাদী কিংবা মৌলবাদী।মুরত|দ ও রাসুলের অবমাননাকারীর ইসলাম-সম্মত শাস্তি চাই। ইসলাম নিয়ে এক-আধটু লেখালেখির চেষ্টারত। কুরআন-হাদিসের ব্যাখ্যা, নবী-রাসুলদের ইতিহাস ও তাঁদের জীবন নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে।হারাম থেকে দূরে থাকার চেষ্টা করি। যতোটুকু সম্ভব আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, বাকিটাইম খাই-দাই, ঘুমাই। মিউজিক, নাটক-সিনেমা এবং বেপর্দা নারী অপছন্দ করি।
Back to top button