মাকীস বিন সাবাবাহকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো?

মাকীস বিন সাবাবাহ শত্রুপক্ষে যোগদান করেছিলো

একজন ব্যক্তি ভুলবশত মাকীসের ভাইকে হত্যা করেছিলো। রাসুল (সাঃ) মাখীসকে তার ভাইয়ের দুর্ঘটনাজনিত মৃত্যুর বিষয়টি সমাধান করার জন্য দিয়াত দিয়েছিলেন। মাকীস দিয়াত গ্রহণ করলেও পরে তার ভাইয়ের হত্যাকারীকে হত্যা করে।
এখানে একটি বিষয় উল্লেখ্য, যে ব্যক্তি মাকীসের ভাইকে হত্যা করেছিলো সে দূর্ঘটনাবশত তা করেছিলো।
বিপরীতে, মাকীস যা করেছিল তা ছিল সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা, দিয়াত গ্রহণ করা সত্ত্বেও সে বেআইনিভাবে হত্যা করে।
মাকীস জানতো যে, সে যদি মক্কায় থাকে তবে সে যে অপরাধ করেছে তার জন্য তাকে হত্যা করা হবে। সে পালিয়ে যায় এবং মুরতাদ হয়ে, মুশরিকদের সাথে যোগ দেয়।

মাকিস ইবনে সাবাবা

সীরাতে ইবনে হিশাম থেকে,

…আর একজন মিকইয়াস ইবনে সুবাবা। একজন আনসারি সাহাবা ভুলক্রমে তার ভাইকে হত্যা করলে মিকইয়াস উক্ত আনসারীকে হত্যা করে। অতঃপর মুশরিক হয়ে কুরাইশদের কাছে চলে যায়। একজন্য তিনি তাকে হত্যা করার নির্দেশ দেন।…
সূত্রঃ সীরাতে ইবনে হিশাম, শিবির অনলাইন লাইব্রেরি, মক্কা বিজয় অংশ

…যে মুসলমানকে উবাইদা ইবনে সামিত (রা) শত্রুর লোক সন্দেহে ভুলবশতঃ হত্যা করেছিলেন, সেই হিসাম ইবনে সুবাবার ভাই মিকইয়াস ইবনে সুবাবা একদিন মক্কা থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে নিজের ভাইয়ের খুনের পণ দাবী করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তপণ দেয়ার ব্যবস্থা করলেন। মিকইয়াস নিজেকে মুসলমান বলে দাবী করেছিলো। রক্তপণ পাওয়ার পর সে অল্প কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবস্থান করে। তারপর একদিন তার ভ্রাতৃহন্তাকে হত্যা করে ইসলাম ত্যাগ করে মক্কা চলে যায়।…[1]বনু মুস্তালিকের অভিযান অংশ
https://www.icsbook.info/read-full-book/327

ইসলামিক স্কলার তাহা জাবির আলাওয়ানি উল্লেখ করেছেন,

মিকিয়াস ইবনে সুবাবাহ আল-লায়থি
আল্লাহর রসূল যে কারণে এই লোকটিকে হত্যা করার আদেশ দিয়েছিলেন তা হল যে সে উম্মতদের (অর্থাৎ আনসার, মদীনায় নবীর উম্মত) মধ্য থেকে একজন ব্যক্তিকে হত্যা করেছিলো, যে তার ভাইকে দুর্ঘটনাক্রমে হত্যা করেছিল, তারপর মুশরিক হিসাবে কুরাইশের কাছে ফিরে গিয়েছিলো।
আল-বালাধুরি বলেছেন, ‘মিকিয়াস ইবনে সুবাবাহ আল-কিনানির হিসাম ইবনে সুবাবাহ ইবনে হাজন নামের এক ভাই ছিল, যিনি মুসলমান হয়েছিলেন এবং আল্লাহর রাসূলের সাথে মুরায়সির যুদ্ধে অংশ নিয়েছিলেন, যে সময়ে তিনি একজন আনসারের দ্বারা দুর্ঘটনাক্রমে নিহত হন, যিনি ভেবেছিলেন হিশাম মুশরিকদের দলের।
মিকিয়াস আল্লাহর রসূলের কাছে এসেছিলো, যিনি রায় দিয়েছিলেন যে, সেই আনসারের পৈত্রিক দিক দিয়ে আত্মীয়দের কাছ থেকে দিয়াত গ্রহণ করা উচিত যে দুর্ঘটনাক্রমে তার ভাই হিশামকে হত্যা করেছিল।
মিকিয়াস দিয়াত গ্রহণ করে নিজেকে মুসলিম ঘোষণা করে।
এর পরে, যাইহোক, সে সেই ব্যক্তিকে আক্রমণ করেছিলো যিনি তার ভাইকে হত্যা করেছিলেন এবং সেই ব্যক্তিকে হত্যা করে, তারপরে মুরতাদ হিসাবে পালিয়ে গিয়েছিলো, এই কথা বলতে বলতে,
“এটা পরিখায় রাত্রি যাপন করা আত্মাকে তৃপ্ত করে, বিশ্বাসঘাতকদের রক্তে ছিটিয়ে থাকা একজনের পোশাক।”

অতঃপর আল্লাহর রাসূল (সা.) আদেশ করলেন যে কেউ তার দেখা পাবে সে যেন তাকে হত্যা করে। এর কারণ ছিল যে, মিকিয়াস একজনকে খুন করেছিলো, তারপর নিজ জাতি ও সম্প্রদায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং শত্রুদলে যোগ দিয়েছিলো। এই ক্ষেত্রে মুরতাদের অপরাধ আরেকটি একটি অপরাধ অনুসরণ করে এসেছিলো। মিকিয়াস ইবনে সুবাবাহকে হত্যা করার জন্য আল্লাহর রাসূল (সা.) যে আদেশ দিয়েছেন, তা তার মুরতাদ হওয়ার কারণে ছিল না; বরং, সে যাকে বেআইনিভাবে হত্যা করেছিলো তার জন্য এটি ছিল এক ধরনের প্রতিশোধ।[2]Apostasy in Islam: A Historical and Scriptural Analysis By Taha Jabir Alalwani, page 50 – 51

আর রাহীকুল মাখতুম থেকে,

মাকীস বিন সাবাবাকে নুমায়লাহ বিন আব্দুল্লাহ হত্যা করেন। মাকিসও পূর্বে মুসলিম হয়েছিল। কিন্তু পরে এক আনসারীকে হত্যা করে মুরতাদ হয়ে গিয়েছিল।[3]আর-রাহীকুল মাখতুম, তাওহীদ পাব্লিকেশন্স
http://www.hadithbd.com/books/link/?id=6395
আর কোরআন একাডেমী লণ্ডন, পৃ ৪২৩

ইংরেজি অনুবাদে একটু পূর্ণভাবে এসেছে,

The other man who was put to death was Miqyas bin Sababa. He was a Muslim. A helper accidently killed his brother Hisham. The Prophet (p) had arranged the payment of blood money to him, which he had accepted. His revengeful nature, however, was never appeased, so he killed the Helper and went to Makkah as an apostate[4]Sealed Nectar By Ṣafī al-Raḥmān Mubārakfūrī page 397

এবং আল্লাহই আমাদের থেকে ভালো জানেন…

Footnotes

Footnotes
1 বনু মুস্তালিকের অভিযান অংশ
https://www.icsbook.info/read-full-book/327
2 Apostasy in Islam: A Historical and Scriptural Analysis By Taha Jabir Alalwani, page 50 – 51
3 আর-রাহীকুল মাখতুম, তাওহীদ পাব্লিকেশন্স
http://www.hadithbd.com/books/link/?id=6395
আর কোরআন একাডেমী লণ্ডন, পৃ ৪২৩
4 Sealed Nectar By Ṣafī al-Raḥmān Mubārakfūrī page 397
Exit mobile version