গল্পকার বক্তা
ওয়াজের বিষয়টি আলেমদের কাছ থেকে এক শ্রেণির গল্পকার বক্তাদের হাতে চলে গেল, তা সম্পর্কে ইবনুল জাওযি রহি. লিখেছেন, ‘আগের দিনে ওয়াজ করতেন ফকিহ ও আলেমরা। উবাইদ বিন উমাইরের ওয়াজের মজলিসে আবদুল্লাহ ইবনু উমর উপস্থিত হতেন। কোনো কোনো ওয়ায়েজের মজলিসে উমর বিন আবদুল আজিজও উপস্থিত হতেন। কিন্তু ধীরে ধীরে এই ময়দান চলে আসে জাহেলদের হাতে। জনতুষ্টিমূলক কথা বলে তারা লোকজন ও মহিলাদের আকৃষ্ট করে ফেলে। ইলমের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, শুধু আজগুবি কিচ্ছাকাহিনি করাই তাদের একমাত্র লক্ষ্য। তাদের মাধ্যমে নানা বিদআত ও ফিতনার প্রসার হচ্ছে।’