আর যদি দেখেন যে জাতির তরুণরা নিম্ন নৈতিকতা ও মূল্যবোধের অধিকারী
আর যদি দেখেন যে জাতির তরুণরা নিম্ন নৈতিকতা ও মূল্যবোধের অধিকারী, তুচ্ছ বিষয়ে মগ্ন, মরুভূমির মৃতদেহের উপর মাছি পড়ার মত গুনাহের কাদার উপর পতিত হচ্ছে- তাহলে জেনে রাখুন, এটি একটি দুর্বলভাবে নির্মিত জাতি, এর বন্ধন বিচ্ছিন্ন এবং দুর্বল।
খুব শীঘ্রই এ জাতি তার শত্রুর সামনে ভেঙে পড়বে, যারা এর সম্পদ কেড়ে নেবে, এর পবিত্রতাকে অবজ্ঞা করবে, এর মর্যাদাকে অবমাননা করবে এবং এর ইতিহাস ও সংস্কৃতিকে বিকৃত করবে।