হাদিস বিষয়ক ৩টি প্রশ্ন!

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামহাদিস বিষয়ক ৩টি প্রশ্ন!
আহমেদ আবির asked 1 year ago
১. যতো হাদিস আছে, তার মধ্যে বেশিরভাগ সহিহ আবার যয়িফ, মানে অনেক ক্ষেত্রে হাদিস গ্রহণযোগ্য হলেও আবার অনেক ক্ষেত্রে হয় না!  তাহলে যেগুলি গ্রহণযোগ্য নয় সেগুলি কেন, হাদিস হিসেবে রয়েছে! ২. আবার অনেক হাদিস সহি হওয়া সত্ত্বেও গ্রহনযোগ্য নয় কেন? ৩. অনেক হাদিস আছে যার বর্ণনাকারী দুর্বল হয়ে থাকে, তবুও তার কাছ থেকে হাদিস গ্রহণ কেন করা হয়?
1 Answers
Tahsin Arafat Staff answered 1 year ago

হাদিসের উসুল রয়েছে, সেটা অনেক বড় বিস্তৃত বিষয়। এ বিষয়ে বিস্তারিত বুঝতে আলেমগণের সান্নিধ্যে হাদিসের উসুল বিষয়ক কিতাবাদি দেখুন। আলেমগণ এসব বিষয়ে বহু বছর ধরে ঈল্ম অর্জন করেন, ছোট্ট প্রশ্নের ভেতর বলা অসম্ভব।

  • ১। প্রশ্নটা সঠিক হয় নি। মধু খাঁটি হয় আর ভেজালও হয়, তার মধ্যে বাছাই করে আমরা খাঁটি মধুটাই নিবো। আমরা সেই হাদিসই গ্রহণ করি যা প্রমাণিত।
  • ২। অনেক কারণ থাকতে পারে, যেমন নাসেখ মানসুখ, শায ইত্যাদি।
  • ৩। এখানেও বিস্তৃত পড়াশোনা প্রয়োজন। যেমন সহিহ শাহেদ থাকলে যঈফ সনদের হাদিসও সহিহ হয়। আবার ধরুন, একজন রাবীর স্মৃতিশক্তি শেষ জীবনে দুর্বল হয়ে যায়, সে সময় সে 'ক' জায়গায় চলে যায়। এখন উক্ত রাবীর থেকে 'ক' জায়গার রাবীর বর্ণনা সহিহ নয়, আগের গুলো সহিহ। এরকম অনেক বিষয়াদি আছে।

সর্বোপরি মুহাদ্দিসিনে কেরামের সিদ্ধান্তের উপরেই নির্ভর করতে হবে।

Back to top button