সবকিছুর স্রষ্টা থাকলে সৃষ্টিকর্তার কেন স্রষ্টা নেই?
উক্ত যুক্তিতে যখন সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা চলে আসে,তখন মুসলিমদের খুব Popular একটা যুক্তি হয়ে দাড়ায় যে সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা থাকলে তো সে সৃষ্টি হয়ে গেল।তখন প্রশ্নটা এমন হয়ে গেল যে সবকিছুর সৃষ্টি কর্তা থাকলে সৃষ্টিরও সৃষ্টি কর্তা থাকে।তখন সেটা মুসলিমদের কথার সাথেই মিলে যায়।আবার ঐ সৃষ্টিকর্তার সৃষ্টি কর্তা খুজলেও ব্যাপারটা অসীমে চলে যাবে।যা অবাস্তব।সুতরাং সকল সৃষ্টির সৃষ্টি কর্তা থাকে।কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা থাকে না।এখন প্রশ্ন হচ্ছে,সবকিছুর সৃষ্টি কর্তা থাকলে কেন সৃষ্টি কর্তার সৃষ্টি কর্তা থাকবে না?যেমন -মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ,আবার আল্লাহর সৃষ্টি কর্তা আল্লাহ 2 হলে মূল সৃষ্টিকর্তা হয়ে গেল আল্লাহ।আর বাদবাকি সব সৃষ্টি।কিন্তু নাস্তিকদের প্রশ্নটা মোটেও এমন না।আল্লাহর সৃষ্টি কর্তা অন্য আল্লাহ হলেও মানুষের সাপেক্ষে আল্লাহ কিন্তু এখন ও স্রষ্টা।আবার আল্লাহর স্রষ্টার স্রষ্টার ক্ষেত্রেও ব্যাপার টা একইরকম।অর্থাৎ সবকিছুর সৃষ্টিকর্তা আছে এই যুক্তিতে আল্লাহ তার স্রষ্টার সাপেক্ষে সৃষ্টি হয়ে গেলেও মানুষের সাপেক্ষে আল্লাহ স্রষ্টা।
1 Answers
এই পোস্ট দু'টি পড়ুন, উত্তর পেয়ে যাবেন ইংশা-আল্লাহ।
https://www.frommuslims.com/আল্লাহকে-কে-সৃষ্টি-করেছে/
https://www.frommuslims.com/সৃষ্টিকর্তাকে-কে-সৃষ্টি/
Please login or Register to submit your answer