যিশু অনন্ত জীবন দান করেন – তিনি নিজেকে ঈশ্বর বললেন?
'আমি তাদের অনন্ত জীবন দান করি; তারা কোনোদিনই বিনষ্ট হবে না। আর কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। ' যোহন 10:28যিশু বললেন এই কথা। তাহলে জাকির নায়েক যে চ্যালেঞ্জ করেছিলেন যে, যিশু কোথায় বলেছেন আমি ঈশ্বর, তা বাইবেল থেকে দেখাক, তা Refuted হয়ে গেল না!