মুসলিমরা দাসপ্রথার পক্ষে কেন কথা বলে?
উত্তরটা একটু গতানুগতিক প্রথার বাহিরে গিয়ে দিই।
জাহেদ সাবুর হলেন AIUB (American International University-Bangladesh) থেকে CSE সাবযেক্টে ৪.০০ সিজিপিএ পাওয়া একজন মেধাবি ছাত্র। ২০০৭ সালে ভারতের বেঙ্গালুরু অফিসে এবং ক্যালিফোর্নিয়ায় গুগলের অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০১৯ সালে তিনি গুগলের Zurich office এর প্রধান প্রকৌশলী এবং পরিচালক হিসেবে পদোন্নতি পান, জাহেদই হলেন গুগলের প্রথম বাংলাদেশি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার।
তিনি ড. ইউনুসের বলা চাকরি আধুনিক দাসত্ব ও অন্য কিছু মার্কেটাদের এই জাতীয় কথার প্রেক্ষিতে একটি পোস্ট করেন। যেখানে তিনি বুঝাতে চান তিনি চাকরি করেও ভালো আছেন, স্বাধীন আছেন, সুখী আছেন। আপনারা চাইলে পোষ্টটি দেখে নিতে পারেন। দেখুন https://www.facebook.com/share/p/f36DFG4jk1T5HyMK/
উনার পোষ্ট সম্পর্কে আমার একটি মন্তব্য ছিল তা হল, আধুনিক দাসত্ব কারন দাস প্রথা সম্পুর্ণ বিলুপ্ত হয়ে যাওয়ার পরও ভিন্ন পন্থায় পুঁজিবাদ তাদেরকে দাসত্বের বেড়াজালে বন্ধি করে রেখেছে। অনেকেই এটাকে দাসত্ব হিসেবে বিশ্বাস করে না, চিন্তা করে না বা বুঝে না। তারা এটাকে অনেক ক্ষেত্রেই ভালো মনে করে, স্বাধীনতা মনে করে, কারন তারা সেরকম ফেসিলিটি, অপুর্চুনিটি, স্পেস ও মানি পায়, যেমন আপনার মত বড় পোস্টে থাকা মানুষরা। এটা অবশ্য খারাপ না। কিন্তু সবারতো আপনার মত ভাগ্য নয়, যারা সারা দিন কষ্ট করে মাস শেষে ৩০/৪০ হাজার বা অনেক ক্ষেত্রে আরো কম টাকা আয় করে, আর তার কারনে মালিক লক্ষ বা কোটি টাকা তখন তারা ঠিকই একে দাসত্বই ভাবে। পুঁজিবাদ ব্যবস্থায় বেশির ভাগ ক্ষেত্রে শ্রমিকরা সঠিক, প্রকৃত মুল্য বা প্রাপ্য পায় না, তাদের জন্যতো চাকরি দাসত্বই।
ইসলামে দাস প্রথা বাতিল না করে ১৪শত বছর আগে সংস্কার করেছিল। সংস্কারটা এমন যে বর্তমানে এসেও বহু প্রাচ্যবিদ বলেছেন, 'ইসলাম দাসপ্রথায় এমন একটি ভালো ব্যবস্থা নিয়ে এসেছে যেখানে দাসরা বুঝতেই পারে না যে তারা দাসত্বের মধ্যে রয়েছে, আর এটাই সবচেয়ে ভয়াবহ।'
এটা ছিল কিছু ওরিয়্যান্টালিস্টদের মুল্যায়ন। কিন্তু ইসলামের এই দাস সিস্টেমটাকে যখন আপনাদের মত পোস্টে চাকরি করা ব্যক্তিত্বের সাথে কম্পেয়্যার করা হয় তখন বলাই যায় সকল দাসত্ব আসলে খারাপ নয়।
আশা করি বুঝতে পারছেন কেন ওকালতি করে মুসলিমরা ইসলামে এই সংস্কার করে আনা পদ্ধতিটির। ইসলাম এই বিষয়ে কতটা সুন্দর ব্যবস্থা দিয়েছে তা নিয়ে বহু লিখা লিখি হয়েছে, অনেকে বই লিখেছেন। সেগুলো ভালো করে পড়লেই বিষয়টি উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ।
Please login or Register to submit your answer