মিশর অভিযান বিষয়ক
সাম্প্রতিক কালে দেখা যায়, যে কতিপয় ওরিয়েন্টালিস্ট john of nikui নামক একজন মিশরীয় কিবতী খ্রিস্টান বিশপের ইতিহাস গ্রন্থ chroniles of john থেকে উদ্ধৃত দেয় যে সাহাবী আমর ইবনে আস মিশরে অভিযানের সময় তান্ডব চালান, তিনি মিশর বাসীর অপর অমানবিক ও অতিরিক্ত জিজিয়া ও খারাজ চাপান, এতে মিশরবাসী অর্থাৎ কিবতী খ্রিস্টানগণ দুর্ভিক্ষে নিপতিত হয় এবং তাদের সন্তানদের পর্যন্ত আরবদের নিকট দাসদাসী হিসাবে বিক্রি করতে বাধ্য হয়। তিনি নারী পুরুষ বৃদ্ধ নির্বিশেষে সবাইকে হত্যা করেন। আমার জানামতে জিজিয়া একজন মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদের নিরাপত্তার স্বার্থে আদায় করা হয়, এবং এতে তাদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনায় রাখা হয়, দ্বিতিয়ত আমার জানামতে ইসলামিক জিহাদ সমূহে নারী ও বৃদ্ধ হত্যা নিষিদ্ধ। এই কিবতী খ্রিস্টান পাদ্রীর রচিত ইতিহাস কতখানিক নির্ভরযোগ্য? কারণ এই পাদ্রীর ইতিহাস গ্রন্থকেই একাডেমিক স্কলারেরা ইসলাম ও জিহাদ সম্পর্কে অমুসলিম দৃষ্টিকোণের প্রাথমিক উতস গণ্য করে। আমরা এই মিথ্যাচার কি কোন ঐতিহাসিক প্রমাণ সাপেক্ষে খন্ডন করতে পারি অথবা এটা কি জানতে পারি যে ঠিক কারণে মিশরে অভিযান পরিচালনা করা হইছিল?
Please login or Register to submit your answer
"আমরা কি প্রশ্নের এই দাবিটি কোনো ঐতিহাসিক প্রমাণ সাপেক্ষে করতে পারি?"
যেখানে যঈফ মুসলিম রাবীই আমরা গ্রহণ করি না, সেখানে কাফিরদের মনগড়া লেখা আমাদের জন্য গ্রহণযোগ্য কীভাবে হবে?