মসজিদ ও মুসলিমদেরকে আল্লাহ রক্ষা করতে পারছেন না?
হিন্দু & নাস্তিকরা হাসাহাসি করে আলোচনা করছে যে আল্লাহর এত ক্ষমতা তাও বাবরি মসজিদ কে রাম মন্দির এ রূপান্তর করা আটকাতে পারলেন না, বা নিজের ঘরই রক্ষা করতে পারলেন না, এটা কি তার অনস্তিত্ব এর প্রমাণ নয়?
গাজায় যুদ্ধ চলমান হাজার হাজার মুসলিম মারা যাচ্ছে অথচ আল্লাহ কোনো অলৌকিক/ ক্ষমতা ব্যাবহার করে মুসলিম দের সাহায্য করছেন না , যেখানে কোরআনে বলা হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি অবশ্যই বান্দার ডাক শুনবেন
2 Answers
তোমরা তাদের সাথে লড়াই কর, আল্লাহ তোমাদের হাতে তাদেরকে আযাব দেবেন এবং তাদেরকে অপদস্থ করবেন, আর তোমাদেরকে তাদের বিরুদ্ধে সাহায্য করবেন এবং মুমিন কওমের অন্তরসমূহকে চিন্তামুক্ত করবেন। [সুরা তাওবা আয়াত ১৪]
অভিজিৎ রায়কে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো সেটা কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ নয়? (নাস্তিকদের লজিক অনুসারে)
হিন্দুরা দাবি করে বাবরী মসজিদ আগে মন্দির ছিলো, এবং সেটা ভেঙ্গে বাবরী মসজিদ বানানো হয়েছে, যদিও দাবিটি সত্য নয়, এটা কি প্রমাণ করে না যে হিন্দুদের ঈশ্বর অস্তিত্বহীন? (হিন্দুদের লজিক অনুসারে)
এসব কথাবার্তার কোন ভিত্তিই নেই, আল্লাহ তা'আলার প্রতিশ্রুতির বাইরে কিছুই হবে না।
Please login or Register to submit your answer