ইসলামে বিধবা বিবাহ সম্পর্কে উৎসাহ দেওয়া হয়েছে কি?
আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নত এই যে, যদি কেউ কুমারী মেয়ে বিয়ে করে, তবে তার সঙ্গে সাত দিন-রাত্রি যাপন করতে হবে আর যদি কেউ কোন বিধবা মহিলাকে বিয়ে করে, তাহলে তার সঙ্গে তিন দিন যাপন করতে হবে।
[বুখারি: ৫২১৩]
এরকম নিয়ম কেন করা হলো?
- ইসলামে বিধবা বিবাহ সম্পর্কে উৎসাহ দেওয়া হয়েছে কি? একটু আয়াত-হাদিস উল্লেখ করে বলবেন।
এই হাদিস বলা হয়েছে যে নতুন বিবাহের পর কুমারী হলে তাকে একটানা প্রথম ৭দিন সময় দিতে হবে ও কোন বিধবাকে নতুন বিয়ে করলে তাকে প্রথম একটানা ৩ দিন সময় দিবে। তারপর নরমালি পালাক্রম অনুসরণ করবে, অর্থাৎ একদিন পর একদিন, মানে একদিন একজনকে সময় দিলে পরের দিন আরেকজনকে সময় দিবে। কারণ রাসুলের জীবনে দেখা যায় তিনি নিজের প্রতিটি স্ত্রীর জন্য একদিন করে বরাদ্দ করে রেখেছিলেন। [ফাতহুল বারী ৯/২২৪]
এছাড়া আমাদের নবী (সা) এর ও অধিকাংশ স্ত্রী হয় বিধবা ছিলেন না হয় তালাকপ্রাপ্ত ছিলেন। যার ইচ্ছা বিধবাকে বিবাহ করার সে করবে, আর যা ইচ্ছা নেই সে করবে না। এটা সম্পূর্ণ তার ইখতিয়ারে দেওয়া হয়েছে। কিন্তু বিধবাকে বিবাহ করতে উৎসাহ বা অনুৎসাহ কিছুই করা হয় নি ইসলামে। কিন্তু বিধবা নারী ও এতিম বাচ্ছাদের ভরনপোষণের দায়িত্ব নেওয়ার ফজিলত সম্পর্কে কিছু বর্ণনা পাওয়া যায়।
আরো বিস্তারিত জানতে দেখুন - https://www.frommuslims.com/পেডোফিলিয়ার-অপবাদ/#kama_bayasi_meyeke_biye_karara_utsaha