পর্দা সম্পর্কে আলবানী রহ.
আলবানী রহ. কি দাসীদের পর্দা সম্পূর্ণ স্বাধীন নারীর মত বলেছিলেন? স্বাধীন নারীদের ব্যাপারে আলবানী রহ. কি বলেছিলেন যে তাদেরকে হিজাব করতে হবে না? অর্থাৎ শুধু মুখ ও হাত বাদে সব বাকিগুলো ঢেকে রাখার কথা বলেছিলেন তিনি? উনার মতকি আর কোন স্কলার বলেছেন?
1 Answers
দাসীর পর্দা সম্পর্কে আলবানী (রহঃ) এর মতামত জানতে এখানে দেখুনঃ
স্বাধীন মেয়েদের ক্ষেত্রে মুখ ও হাত ঢাকা "ফরজ" কিনা সে বিষয়ে আলেমগণের মাঝে অনেক আগে থেকেই ইখতিলাফ রয়েছে। আলবানী (রহঃ) মূলত এই ফরজ কথাটার বিরোধিতা করেছেন। এমন নয় যে তিনি মুখ-হাতের পর্দার গুরুত্ব দেন নি। আসুন তাঁর বই থেকে দেখিঃ
-
মুখ ঢেকে রাখাই সর্বোত্তম।
جلباب المرأة المسلمة في الكتاب والسنة (পৃ ৩০) https://shamela.ws/book/9994/27#p1 -
[মুখ-হাত ঢাকার বিধান] বাধ্যতামূলক [ঘোষণা] করা হলে এই ধরণের নারীদের দেওয়া যেতে পারে, আমাদের দেশ, সিরিয়া এবং অন্যান্য জায়গায় যেখানে অশ্লীলতার রূপ ছড়িয়ে পড়েছে।
جلباب المرأة المسلمة في الكتاب والسنة (পৃ ৩২) https://shamela.ws/book/9994/29#p1 - মহিলার বোরকা বা অনুরূপ [কিছু দিয়ে] মুখমন্ডল ঢেকে রাখা, যা আজ বিবাহিত মহিলাদের মধ্যে পরিচিত, এটি একটি বৈধ ও প্রশংসনীয় বিষয়, যদিও এটি তার জন্য ওয়াজিব[বাধ্যতামূলক] নয়।
جلباب المرأة المسلمة في الكتاب والسنة (পৃ ১১৪) https://shamela.ws/book/9994/108#p1 - তিনি বলেছেন যদি বাইরে বিপদের আশংকা থাকে তাহলে বাধ্যতামূলক হলো ঘর থেকেই বের না হওয়া।
جلباب المرأة المسلمة في الكتاب والسنة (পৃ ১৭) https://shamela.ws/book/9994/15 - মুখ ও হাত ঢেকে রাখার বিষয়টি সুন্নাহ থেকে এসেছে, এবং সে সময় প্রচলিত ছিলো।
جلباب المرأة المسلمة في الكتاب والسنة (পৃ ১০৪) https://shamela.ws/book/9994/98
আবার সালাফী আলেমগণের মধ্যেও অনেকে ফরজ ফাতাওয়া দিয়েছেন। যেমনঃ
- সৌদি আরবের ফতোয়া প্রদানের স্থায়ী কমিটি
كتاب فتاوى اللجنة الدائمة - المجموعة الأولى (১৭/১৪১) https://shamela.ws/book/8381/12813 - كتاب مجلة البحوث الإسلامية https://shamela.ws/book/8322/39797 ইত্যাদি। (এখানেও বিস্তারিত দালীলিক আলোচনা আছে)
জাযাকাল্লাহু খাইর।
Please login or Register to submit your answer