নাসেখ মানসুখ আয়াত সমূহ কি কোরআনের আল্লাহর পক্ষ হতে না তা প্রমান করে?
কোরআনে নসেখ মানসুখ আয়াত গুলো কি আল্লাহ ও কোরআনের ত্রুটি বোঝায় না?
ভুল সিদ্ধান্ত রহিত করে নতুন কিছু প্রণয়ন করা তো মানবীয় কাজ, স্রষ্টার না
1 Answers
Best Answer
কিভাবে, কিসের ভিত্তিতে, কেন নাসেখ ও মানসুখ আয়াত কোরআনের ত্রুটি বুঝায় তা যদি এলেবরেট করতেন তাহলে উপকার হত। তাহলে আলোচনা করতে সুবিধা হত।
কোন সিদ্ধান্তটি ভুল? কেন ভুল? কিসের ভিত্তিতে ভুল? কোন ফেক্টরটির কারনে ভুল? কার মত অনুসারে ভুল? এই বিষয়গুলোও যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আলোচনা করতে সুবিধা হত।
নিশ্চয় আমি তা জানি, যা তোমরা জান না [সূরা বাকারা আয়াত ৩০]
এছাড়া এগুলো পড়ে দেখতে পারেন তাহলে হয়তো কিছুটা উপকার হতে পারে -
https://uncovertrue.blogspot.com/2023/07/blog-post.html?
https://islamqa.info/en/answers/170649/quran-contradictions-refuted
Please login or Register to submit your answer