নামাযে উপরে তাকালে দৃষ্টিশক্তি উঠিয়ে নেওয়া হয়?

প্রশ্নোত্তর (Q&A)Category: ইবাদত ও আমলনামাযে উপরে তাকালে দৃষ্টিশক্তি উঠিয়ে নেওয়া হয়?
Rayhan Rashid asked 5 months ago
সহিহ বুখারিঃ হাদিস নং ১০৪৫ এ আছে- 
পরিচ্ছেদঃ ৫/৬৮. সালাতে বিনয়ভাব জাগ্রত করা। ৩/১০৪৫। জাবির ইবনু সামুরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ লোকেরা যেন আকাশের দিকে তাদের চোখ তোলা থেকে অবশ্যই বিরত থাকে, অন্যথায় তারা তাদের চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে না।   তাখরীজ কুতুবুত সিত্তাহ: মুসলিম ৪২৮, আবূ দাঊদ ৯১২, আহমাদ ২০৩২৬, ২০৩৬৩, ২০৪৫৭, ২০৫৩৭, দারিমী ১৩০১।

তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ তারগীব সহীহ, আবূ দাউদ ৮৪৬
দৃষ্টিশক্তি কি আসলেই ফিরে পাওয়া যায় না? এটা নিয়ে নাস্তিকরা ভুল ধরছে।    
1 Answers
Best Answer
Ashraful Nafiz Staff answered 5 months ago

এখানে সালাতের সময় আকাশের দিকে তাকানোর বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা ইঙ্গিত রাসূল (সা) উক্ত কথাটি বলেছেন। [শারহুল নাওয়াবী আলা মুসলিম ৪/১১৪]

তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে বা ফিরে পাবে না এর অর্থ কি তা নিয়ে ওলামাদের মাঝে মতভেদ ছিল। ইবনে হাজম বলেছেন এর দ্বারা সালাত বাতিল হয়ে যায় তা বুঝায়। কেউ কেউ বলেছেন, এটি একটি সতর্কবাণী ও হুমকিসরূপ, এবং এর ভিত্তিতে পূর্বোক্ত কাজটি নিষিদ্ধ বুঝায়। [ফাতহুল বাড়ী শারহুল সাহীহুল বুখারি ২/২৭২]

এই শাস্তি মুলত দুনিয়ায় নয় আখিরাতের বিষয়ে বলে সতর্ক করা হয়েছে। [আল-শারহ আল-মুমতি ৩/২২৬]

Back to top button