নবী সাঃ কোন ধর্মের ছিলেন ও খাদিজার সাথে বিয়ে কোন নিয়মে হয়েছিল?

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামনবী সাঃ কোন ধর্মের ছিলেন ও খাদিজার সাথে বিয়ে কোন নিয়মে হয়েছিল?
Ex Atheist asked 4 months ago
মুহাম্মদ (সা) খাদিজা (রা)-কে কোন ধর্মের রীতিতে বিয়ে করেছিলেন? নবুয়তের আগে কোন ধর্ম পালন করতেন
1 Answers
On behalf of the authors answered 3 months ago

তিনি নবুয়তের আগেও মুসলিমই ছিলেন, অর্থাৎ এক আল্লাহর উপাসনাকারী ও অনুসারি ছিলেন, তিনি মুশরিক ছিলেন না।

খাদিজা (রা) ও রাসুলের বিয়ে আচার অনুষ্টান নিয়ম নীতি কেমন ছিল সে সম্পর্কে গ্রহনযোগ্য সূত্রে আমরা কিছু খুজে পাই নি।

কিন্তু রাসুল মোহরানা হিসেবে ২০ উট দিয়েছিলেন এমন প্রমাণ পাওয়া যায়। - https://at-tahreek.com/site/show/752

কেউ কেউ বলতে চান খাদিজা রা. এর সহিত নবী সা এর বিবাহ মুসলিম/ইব্রাহিমী নিয়মেই হইছে। কারণ আরবে ইব্রাহিমী শরিয়াহ্‌ তো সম্পূর্ন বিলুপ্ত হয়ে যায় নি। আর দ্বিতীয়ত কেউ ইসলামে প্রবেশ করার পর তার স্বামী বা স্ত্রী ইসলাম গ্রহন করলে নতুম করে বিবাহ পড়ানোর প্রয়োজন নেই। যেমন রাসূল সা তার মেয়েকে আবুল বিন আস ইসলাম গ্রহণ করার পর নতুন করে বিবাহ দেন নিই৷ পুরানো বিবাহই তিনি বলবত রেখেছেন। আর স্বামী স্ত্রী একত্রে ইসলাম গ্রহণ করলে তাদেরকে পুনরায় বিয়ে করার প্রয়োজন নেই এর উপর সকলেই একমত - https://islamqa.info/en/answers/4035/husband-and-wife-converted-together-do-they-need-to-do-a-new-marriage-contract

 

আল্লাহই ভালো জানেন।

Back to top button