ধর্মই কেন নৈতিকতার ভিত্তি হবে?
এক ব্যক্তি আমাকে বলেছে, ধর্মই কেন নৈতিকিতার ভিত্তি হবে। তখন আমি তাকে বলেছি যে, ধর্ম না থাকলে মানুষের কোনো নৈতিকতার স্ট্যান্ডার্ড থাকবেনা, অবাধ ও বিকৃত যৌনাচার বৃদ্ধি পাবে, ওয়েস্টার্ন কালচারের মতো সামাজিক ব্যবস্থা ভেঙ্গে পড়বে।
তখন সে বলে, ওয়েস্টার্ন কালচার এক্সেপশন। চায়না, জাপান, সাউথ কোরিয়া সেখানে তো কেউ ধর্ম মানেনা। তখন আমি বলেছি, ধর্ম না মানলেও বুদ্ধিজম, কনফুশিয়ানিজম,শিনতোয়িজম কে নৈতিকতার স্ট্যান্ডার্ড মানে।
তখন সে বলেছে, তাহলে বুঝেছো তো ধর্ম ছাড়াও নৈতিকতার স্ট্যান্ডার্ড পাওয়া যায়। তখন আমি তাকে বলেছি, ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। অন্য দার্শনিক মতবাদে আংশিক সফলতা পেলেও সেগুলো পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা না।
তখন সে বলেছে, তাতে কি হয়েছে। তাদের দার্শনিক মতবাদের জন্য তো তারা ভালো আছে। তারা কি ক্ষতির সম্মুখীনই বা হলো।
এখন আমি তাকে কি উত্তর দিতে পারি।
2 Answers
Best Answer
আমাদের কাছে ধর্ম নৈতিকতার স্ট্যান্ডার্ড না, আমাদের কাছে স্রষ্টার বিধান ন্যায়, নীতি, নৈতিকতা, ভালো মন্দের জন্য স্ট্যান্ডার্ড। এই লিখাগুলো পড়লে আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন।
অসারতা সমূহ
- কালচার বনাম আইডিয়োলজি, কার পাল্লা ভারী?
- হার্ম প্রিন্সিপাল (ইসলাম বনাম সেক্যুলার সমাজ)
- স্রষ্টা এবং ব্যক্তিনিরপেক্ষ নৈতিকতা
- ভালো মানুষ হতে আবার ধর্মের কী দরকার?
- লিবারেল ধর্ম, ইনসেস্ট ও নেক্রোফিলিয়া
- নাস্তিক্য ধর্মের নৈতিকতা
- নাস্তিকদের নৈতিকতা নিয়ে আমার সংশয়।
- মুক্তমনাদের ধর্ষণের মুক্তচিন্তা
- নাস্তিক্যধর্মে ধর্ষণ বৈধ?
- মীরজাফরদের মুক্তচিন্তা
- নাস্তিকদের বইপত্রে মুক্তচিন্তার গালিগালাজ
- নাস্তিক্যধর্মে আত্মহত্যার বৈধতা
- চিন্তাপরাধ - নৈতিকতা
- সামশুল আরেফিন - নৈতিকতা
- অন্য কোনো ধর্ম সঠিক হলে মুসলিমদের কী হবে?