জারজ সন্তান জাহান্নামী কেন?
পরিচ্ছেদঃ ৬৫/৬৮/১. ‘‘যে রুক্ষ স্বভাব, এতদ্ব্যতীত জারজ।’’ (সূরাহ আল-ক্বলাম ৬৮/১৩) ৪৯১৮. হারিস ইবনু ওয়াহাব খুযাঈ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, আমি কি তোমাদেরকে জান্নাতী লোকদের পরিচয় বলব না? তারা দুর্বল এবং অসহায়; কিন্তু তাঁরা যদি কোন ব্যাপারে আল্লাহর নামে কসম করে বসেন, তাহলে তা পূরণ করে দেন। আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের পরিচয় বলব না? তারা রূঢ় স্বভাব, অধিক মোটা এবং অহংকারী তারাই জাহান্নামী। [৬০৭১, ৬৬৫৭; মুসলিম ৫১/১৩, হাঃ ২৮৫৩, আহমাদ ১৮৭৫৩] (আধুনিক প্রকাশনীঃ ৪৫৪৯, ইসলামিক ফাউন্ডেশনঃ ৪৫৫৩)بَاب :{عُتُلٍّمبَعْدَ ذٰلِكَ زَنِيْمٍ}. . أَبُوْ نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ قَالَ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ الْخُزَاعِيَّ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُوْلُ أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ كُلُّ ضَعِيْفٍ مُتَضَعِّفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللهِ لَأَبَرَّهُ أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ . أبو نعيم حدثنا سفيان عن معبد بن خالد قال سمعت حارثة بن وهب الخزاعي قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضعف لو أقسم على الله لأبره ألا أخبركم بأهل النار كل عتل جواظ مستكبر হাদিসের মানঃ সহিহ (Sahih) বর্ণনাকারীঃ হারিসাহ ইবনু ওয়াহব (রাঃ) পুনঃনিরীক্ষণঃ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) ৬৫/ কুরআন মাজীদের তাফসীর (كتاب التفسير)আমার প্রশ্ন হচ্ছে, জারজ সন্তান জাহান্নামে কেন যাবে? তার কি অপরাধ?
1 Answers
উক্ত আয়াতটির আগে আরো কয়েকটি আয়াত পড়লেই বুঝতে পারবেন সেখানে কি বলা হয়েছে। পড়তে পারেন এখান হতে - https://www.hadithbd.com/quran/link/?id=5281 । উক্ত আয়াতের তাফসিরে উক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে, কিন্তু এই হাদিসে কোথাও বলা হয়নি জারজ সন্তান জাহান্নামি হবে।
এছাড়া ফতুয়ার সাইট গুলোতে বলা হয়েছে জারজ সন্তান কোরআন ও সুন্নাহ অনুসরণ করে জীবন-যাপন করলে সেও জান্নাতি হবে। আর জারজ সন্তান জাহান্নামি হওয়ার হাদিস সহিহ নয় - https://islamibarta.com/submit-questions/104 ; https://at-tahreek.com/article_details/7233 ; https://at-tahreek.com/article_details/11038
যদি জারজ সন্তান বালেগ হওয়ার আগে মারা যায় তাহলে সবচেয়ে বিশুদ্ধ মত অনুসারে সে জান্নাতে যাবে, দেখুন বস্তারিত - https://www.frommuslims.com/?p=49722
Please login or Register to submit your answer