ইসলামে কি জাতপাত আছে?
হিন্দুদেরকে দেখা যায় যে তারা বলে বেড়ায় ইসলামেও নাকী জাতপাত আছে! এই ব্যাপারে কাউন্টার জানতে চাই,,,জাযাকাল্লাহ
1 Answers
Best Answer
এটার কাউন্টার কী দেবো বলুন তো?
এমন কোনো কথাই তো ইসলামের কোথাও নাই। এখন হোয়াটস্অ্যাপ ইউনিভার্সিটি দিয়ে তো আর ইসলাম চলবে না! ইসলাম চলবে কুরআন সুন্নাহ সালাফদের দিয়ে। হাদিসে আছে,
(১৯৫) জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের ভাষণে বলেছেন, হে লোক সকল! শোনো, তোমাদের প্রতিপালক এক, তোমাদের পিতা এক। শোনো, আরবীর উপর অনারবীর এবং অনারবীর উপর আরবীর, কৃষ্ণকায়ের উপর শ্বেতকায়ের এবং শ্বেতকায়ের উপর কৃষ্ণকায়ের কোন শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নেই। শ্রেষ্ঠত্ব ও মর্যাদা আছে তো কেবল ’তাক্বওয়ার’ কারণেই।
-- বায়হাক্বী -শো‘আব হা/৫১৩৭; আহমাদ হা/২৩৫৩৬; ছহীহাহ হা/২৭০০। - https://www.hadithbd.com/hadith/link/?id=63440
Please login or Register to submit your answer