ইহুদি খ্রিস্টানরা কি গায়েব জানে?
গায়েবের খবর একমাত্র আল্লাহ তায়ালা জানেন, তাহলে খ্রিষ্টান-ইহুদিরা হাজার হাজার বছর আগে যে ভবিষ্যৎবাণী করেছিলে এবং বাস্তবে কিছু কিছু ভবিষ্যৎবাণী ঘটে গেছে পৃথিবীতে, সেটি কীভাবে সম্ভব হতে পারে?
1 Answers
গায়েবের খবর আল্লাহ জানেন, এবং মানুষকে যতটুকু জানান আমরা ততটুকুই জানতে পারি। নবী-রাসূলগণকে আল্লাহ তা'আলা বিভিন্ন তথ্য জানিয়েছেন। নবী রাসূলগণ থেকে আমরা জানি, এবং জানাই।
ইহুদি-খ্রিস্টানরা পূর্বে মুসলিম ছিলো, তাঁরা পথভ্রষ্টতার দরুন কুফরি অবলম্বন করেছে। মূসা (আঃ), ঈসা (আঃ) রাসূলগণের কিতাবের অনুসারী ছিলো পূর্বে। তাই ভবিষ্যতের কিছু তথ্য তাদের কাছে থাকাটা স্বাভাবিক নয় কি?
Please login or Register to submit your answer