ইহুদি খ্রিস্টানরা কি গায়েব জানে?
গায়েবের খবর একমাত্র আল্লাহ তায়ালা জানেন, তাহলে খ্রিষ্টান-ইহুদিরা হাজার হাজার বছর আগে যে ভবিষ্যৎবাণী করেছিলে এবং বাস্তবে কিছু কিছু ভবিষ্যৎবাণী ঘটে গেছে পৃথিবীতে, সেটি কীভাবে সম্ভব হতে পারে?
1 Answers
গায়েবের খবর আল্লাহ জানেন, এবং মানুষকে যতটুকু জানান আমরা ততটুকুই জানতে পারি। নবী-রাসূলগণকে আল্লাহ তা'আলা বিভিন্ন তথ্য জানিয়েছেন। নবী রাসূলগণ থেকে আমরা জানি, এবং জানাই।
ইহুদি-খ্রিস্টানরা পূর্বে মুসলিম ছিলো, তাঁরা পথভ্রষ্টতার দরুন কুফরি অবলম্বন করেছে। মূসা (আঃ), ঈসা (আঃ) রাসূলগণের কিতাবের অনুসারী ছিলো পূর্বে। তাই ভবিষ্যতের কিছু তথ্য তাদের কাছে থাকাটা স্বাভাবিক নয় কি?