কোরআন ও বিজ্ঞান কি সাংঘর্ষিক?
- কোরআন শরীফ এ বর্তমানে সর্ব সম্মত পরীক্ষিত কোনো বৈজ্ঞানিক তথ্য/ থিওরি উল্লেখ করা হয়েছে?
- অনেকে কোরআন ও বিজ্ঞান পরস্পর সম্পর্ক যুক্ত এমন যুক্তি দিয়ে অনেক লেখক ও ইসলামী বক্তা বই ভিডিও বানিয়েছে, এইগুলো কি সঠিক ? কারণ অনেক নাস্তিক কোরআনে বিজ্ঞান আছে মর্মে বই ভিডিও এর খন্ডন করেছে বলে দাবি করে।
1 Answers
Best Answer
১। জ্বী রয়েছে। এই ক্ষেত্রে ফেইথ এন্ড থিওলজি, ফ্রম মুসলিমস, রিসপন্স টু এন্টি ইসলাম ইত্যাদি ওয়েব সাইট ফলো করতে পারেন। ফেইথ এন্ড থিওলজির লেখকদেরকেও অনুসরণ করতে পারেন।
২। অধিকাংশেই ভুল তথ্য দিয়ে বিজ্ঞানকে ইসলামের সাথে মিলানোর চেষ্টা করা হয়েছে। এই ক্ষেত্রে মুসলিমদের অনেকেই নিজেদের অজ্ঞতার পরিচয় দিয়েছেন। সেহেতু সেগুলো এড়িয়ে চলাই শ্রেয়।
Please login or Register to submit your answer