কোন কোন গ্রন্থ হিন্দুধর্মে মানা বাধ্যতামূলক?

প্রশ্নোত্তর (Q&A)Category: হিন্দুধর্মকোন কোন গ্রন্থ হিন্দুধর্মে মানা বাধ্যতামূলক?
Md king khan asked 8 months ago

হিন্দু ধর্মে কি বেদ,উপনিষদ, গীতা বাদে অন্য গ্রন্থ যেমন মনু সংহিতা, ১৮ পুরাণ, রামায়ণ মহাভারত ইত্যাদি মানা শাস্ত্রীয় ভাবে বাধ্যতামূলক?

2 Answers
On behalf of the authors answered 6 months ago
  • বেদ,ব্রাহ্মণ,আরণ্যক,উপনিষদ, ৬ টি দর্শন, ৬ টি বেদাঙ্গ মানা বাধ্যতা মূলক। আর পুরাণ, মহাভারত, রামায়ণ ইত্যাদি ইত্যাদি যতটুকু শ্রুতির সাথে মিলবে ততটুকু বাধ্যতামূলক
  • বেদাঙ্গ শ্রুতির বিপক্ষে গেলে বেদাঙ্গ বাতিল বলে বিবেচিত। স্মৃতিশাস্ত্রের মতো। তবে পুরো বেদাঙ্গ না। বেদাঙ্গের কল্প অংশ শুধু মাত্র (পূর্ব মীমাংসা ১.৩.১১-১৪)। কারন কল্পে শ্রৌতসূত্র, গৃহসূত্র ও ধর্মসূত্র কর্ম্মজ্ঞান। ধর্মসূত্রের মধ্যে মনুসংহিতাও আছে। আর স্মৃতির কোনো বিধান বাতিল হয় না শ্রুতির বিরুদ্ধে গেলে বরং সে বিধানের উপর আমল স্থগিত থাকবে কিন্তু বাতিল হবে না (পূঃ মীঃ ১.৩.১-২)

উত্তর দিয়েছেন - আন নাজমুস সাকিব 

Tahsin Arafat Staff answered 6 months ago
সাথে এই পোস্টও দেখা যেতে পারেঃ
Back to top button