ঔষধ নাকি বিষ
আসসালামু আলাইকুম
ভাই এক নাস্তিক বলছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালিন সময় যে ঔষধ
দেয়া হয়েছিল, সেটি নাকি হযরত আয়েশা ও হাফসা দিয়েছিলেন, সেটি নাকি বিষ ছিল । (নাউজুবিল্লাহ) দলিল হিসেবে তারা “হায়তুল কুলুব” নামক কিতাবের ১৯৭৬-১৯৭৯ পৃষ্ঠা থেকে দেয় । আশা করি এর সমাধান নিয়ে আসবেন, ইনশাল্লাহ
দেয়া হয়েছিল, সেটি নাকি হযরত আয়েশা ও হাফসা দিয়েছিলেন, সেটি নাকি বিষ ছিল । (নাউজুবিল্লাহ) দলিল হিসেবে তারা “হায়তুল কুলুব” নামক কিতাবের ১৯৭৬-১৯৭৯ পৃষ্ঠা থেকে দেয় । আশা করি এর সমাধান নিয়ে আসবেন, ইনশাল্লাহ
1 Answers
হায়াতুল কুলুব মুসলিমদের গ্রন্থ নয়। এটি একটি শী'আগ্রন্থ। তাই আমাদের কাছে রেফারেন্স হিসেবে এটি গ্রহণযোগ্য নয়।
এই গ্রন্থের সংকলক আল মাজলিসি একজন ইমামী শিয়া।
https://arabicradio.net/news/3590
https://shamela.ws/book/12760/345
তার "বিহারুল আনোয়ার" নামক বইয়েও সাহাবায়ে কেরামের নামে অনেক আপত্তিকর কথা লেখা রয়েছে যেগুলোর কোনো ভিত্তিও নেই।
Please login or Register to submit your answer