আল্লাহ কে?
2 Answers
বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। আর তাঁর কোন সমকক্ষও নেই। — কুরআন ১১২:১-৪
যিনি সব কিছু সৃষ্টি করেছেন, নিজে কারো থেকে সৃষ্টি হন নি, যার বিয়ে করার প্রয়োজন নেই, যার মা-বাবা নেই, যার সন্তান নেই, যার কোন তুলনা হয় না, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বজ্ঞানী, যিনি সর্বদ্রষ্টা, যিনি সর্বস্রোতা, যার সমকক্ষ কেউ নেই, যিনি একক ও অদ্বিতীয় তিনিই হলেন আমাদের স্রষ্টা বা সৃষ্টিকর্তা। আর সেই সৃষ্টিকর্তাকেই মুসলিমরা আল্লাহ বলে ডাকে। কারন কোরআনে সেই স্রষ্টা উনাকে আল্লাহ বলে ডাকতে বলেছেন। কোরআনে ‘আল্লাহ’ নামটি ২৬৯৮ বার এসেছে।অর্থাৎ, সেই এক ও অদ্বিতীয় স্রষ্টা, যিনি সবকিছুর স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা, যার কোন প্রতিমূর্তি নেই, প্রতিকৃতি নেই, কোন সমকক্ষ নেই তিনিই হলেন আমাদের আল্লাহ।
Please login or Register to submit your answer