কবি আবু আফাককে হত্যার কাহিনি কি সত্য?
এক সাইটে পড়েছি আবু আফাক ছিলেন একজন ইহুদি কবি ও শতবছর বয়সী বৃদ্ধ ছিলেন। সে রাসূলের নামে কটুক্তি করায় রাসূল (সা) অনেক রেগে জান ও তাকে হত্যার নির্দেশ দেন। তাকে হত্যা করা হলে কবি আসমা বিনত মারওয়ান মুনাফিক হয়ে যান ও তিনিও রাসূল (সা)-এর নামে কটুক্তি করে কবিতা লিখায় তাকেও হত্যা করা হয়। আমি জানতে চাই এই ঘটনাটি কি আদৌ সত্য? এমন কিছু কি ঘটেছিল?
1 Answers
এই ঘটনার বর্ণনাগুলোর ব্যাপারে সুবিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট islamqa - তে উল্লেখ করা হয়েছেঃ
وإن كان لا يعرف له إسناد ثابت،
অর্থঃ এই ঘটনার ব্যাপারে প্রমাণিত কোনো সনদ পাওয়া যায় না।
কবি আসমা বিনত মারওয়ানকে হত্যার ঘটনাটিও সত্য নয়।
https://response-to-anti-islam.com/show/কবি-আসমা-বিনত-মারওয়ানকে-হত্যার-ঘটনা-কতোটুকু-সত্য--/208
উত্তর দিয়েছেন মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার ভাই।
Please login or Register to submit your answer