আকাশ আগে তৈরি নাকি পৃথিবী?

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামআকাশ আগে তৈরি নাকি পৃথিবী?
MD King khan asked 3 months ago

বর্তমান বিজ্ঞান অনুসারে আকাশ আগে তৈরি হয়েছে , তারপর পৃথিবী তৈরি হয়েছে ( big bang theory) , কিন্তু কোরআনে আগে পৃথিবী তৈরি হয়ে আকাশ বিস্তৃত হয়েছে মর্মে উল্লেখ আছে! বিষয় টা কোরআন হাদিসের আলোকে বৈজ্ঞানীক reference সহ বিস্তারিত জানতে চাই

1 Answers
Ashraful Nafiz Staff answered 3 months ago
প্রথমে অপ্রস্তুত অবিস্তৃত অবিন্যাস্ত অবস্থায় পৃথিবী সৃষ্টি হয়েছে। তারপর আকাশ অর্থাৎ মহাশুন্যের সর্বশেষ সিমানা নির্দেশক স্তরকে সৃষ্টি করে সেটাকে সাতটি স্তরে বিন্যাস্ত করা হয়েছে। তারপর পৃথিবীকে প্রস্তুত বিন্যাস্ত বিস্তৃত করা হয়েছে, তাতে সমস্ত উপাদান যেমন : গাছপালা, পশুপাখি, পানি, পাহাড়পর্বত, বায়ুমন্ডল ইত্যাদি সৃষ্টি করা হয়েছে। আবার হতে পারে পৃথিবীবে বিন্যাস্ত বা প্রস্তুত করা বলতে এর আকার আকৃতি ঠিক করাকেও বুঝানো হয়ে থাকতে পারে।  বিস্তারিত ভালোভাবে জানতে দেখুন -  কোনটি আগে সৃষ্টি করা হয়েছে, আকাশ নাকি পৃথিবী? আকাশ আগে সৃষ্টি হয়েছে নাকি পৃথিবী? পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাকাশ?
Back to top button
FromMuslims We would like to show you notifications for the latest updates.
Dismiss
Allow Notifications