আকাশে শব্দ কি ফেরেস্তাদের গর্জন?

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামআকাশে শব্দ কি ফেরেস্তাদের গর্জন?
Fariha Zannat asked 2 weeks ago
আসসালামু আলাইকুম, এই হাদিসটি আসলেই সত্য? বৃষ্টির সময় আকাশে যে শব্দ শোনা যায় তা হচ্ছে ফেরেস্তাদের গর্জন। - তিরিমিজি ৩১১৭  
1 Answers
Best Answer
On behalf of the authors answered 2 weeks ago

হাঁ, এ‌টি এক‌টি সহীহ হাদীসের অংশ বি‌শেষ। সুনান তিরমিযী ৩১১৭নং হাদী‌সে এ সংক্রান্ত যে আ‌লোচনা এ‌সে‌ছে, তা মোটা‌মো‌টি এরূপ :

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : أَقْبَلَتْ يَهُودُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا : يَا أَبَا الْقَاسِمِ، أَخْبِرْنَا عَنِ الرَّعْدِ مَا هُوَ ؟ قَالَ : " مَلَكٌ مِنَ الْمَلَائِكَةِ مُوَكَّلٌ بِالسَّحَابِ، مَعَهُ مَخَارِيقُ مِنْ نَارٍ يَسُوقُ بِهَا السَّحَابَ حَيْثُ شَاءَ اللَّهُ ". فَقَالُوا : فَمَا هَذَا الصَّوْتُ الَّذِي نَسْمَعُ ؟ قَالَ : زَجْرَةٌ بِالسَّحَابِ إِذَا زَجَرَهُ، حَتَّى يَنْتَهِيَ إِلَى حَيْثُ أُمِرَ " قَالُوا : صَدَقْت.
ক‌তেক ইয়াহুদী এ‌সে নবী কারীম সাল্লাল্লাহু আলাই‌হি ওয়াসাল্লা‌ম‌কে জিজ্ঞাসা কর‌লো, হে আবুল কা‌সেম! আমা‌দের‌কে বলুন, মে‌ঘের গর্জন আ‌সলে এটা কি? নবী‌জি সা. ব‌লেন : মে‌ঘের ওপর ফে‌রেশতা নি‌য়ো‌জিত আ‌ছে, যার হা‌তে আগু‌নের তৈ‌রি ছ‌ড়ি আ‌ছে। তারা ‌মেঘমালা‌কে আল্লাহ যেখা‌নে আ‌দেশ ক‌রেন সেখা‌নে নি‌য়ে যায়। তারা বলল : আমরা যে শব্দ শু‌নি, সেটা কী? নবী‌জি সা. ব‌লেন : এটা মে‌ঘের প্র‌তি গর্জন, যা তারা হাঁকা‌নোর সময় দি‌য়ে থা‌কে। এ‌তে মেঘ তার নি‌র্দে‌শিত স্থা‌নে পৌঁ‌ছে যায়। তারা বলল : আপ‌নি সত্য ব‌লে‌ছেন।

হাদী‌সের বর্ণনা ভ‌ঙ্গি দ্বারা বুঝা যায়, বিষয়‌টি পূ‌র্বেকার আসমানী কিতা‌বেও র‌য়ে‌ছে। তা‌দের সে জ্ঞান অনুযায়ী নবী‌জি সা. জবাব হওয়ায় তারা সেটা‌কে সত্যয়ন ক‌রে‌ছে।

উ‌ল্লেখ্য, বিজ্ঞান সম্ভবত এটা‌কে মে‌ঘে-মে‌ঘের ঘর্ষ‌ণের শব্দ ব‌লে ব্যাখ্যা দি‌য়ে‌ছে। এর সা‌থে হাদী‌সের কো‌নো সংঘর্ষ নেই। কারণ বিজ্ঞান বা‌হ্যিক বিষ‌য়ের তথ্য দেয়। ‌গোপন ও অদৃশ্য জগ‌তের কো‌নো জ্ঞান তা‌দের নেই। ফে‌রেশতা এক‌টি অদৃশ্য সৃ‌ষ্টি। মে‌ঘের ওপর তা‌দের দেওয়া গর্জন বৈজ্ঞা‌নিক যন্ত্র দ্বারা দেখা সম্ভব নয়। ফে‌রেশতা‌দের গর্জন মেঘ থে‌কে বের হয় ব‌লে এটা‌কে মে‌ঘের ঘর্ষ‌নের শব্দ ব‌লে ম‌নে হয়। তাই তারা তা ই ব্যাখ্যা ক‌রে‌ছে। নতুবা সত্য সেটাই, যা আল্লাহ ও রাসূল প্রকাশ ক‌রে‌ছেন।

আল্লাহু আ'লাম।

উত্তর দিয়েছেন মুফতি Saifuddin Gazi হাফিজাহুল্লাহ

Back to top button