রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম তাঁর মা আমিন বিনতে ওযাহাব ও দাদা আবদুর মুত্তালিব ইবনে হাশিমের জীবদ্দশায়ও আল্লাহর তদারক ও তত্ত্বাবধানে ছিলেন। এই সময় আল্লাহ পতি দ্রুত তাঁর শারীরিক প্রবৃদ্ধি দান করেন, যাতে আল্লাহর ইস্পিত অলৌকিকত্ব তাঁর মাধ্যমে প্রকাশ পায়। যখন তাঁর বয়স হয় ছয় বছর, তখন মক্কা ও মদীনার মধ্যবর্তী ‘আবওয়া’ নামক স্থানে তাঁর মাতা ইনতিকাল করেন। সেখানে শিশু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লামকে সাথে নিয়ে তিনি বনী আদ ইবনে নাজ্জার গোত্রে মুহাম্মাদের (সা) মামাদের বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। মক্কা অভিমুখে প্রত্যাবর্তনের সময় তিনি ইনতিকাল করেন। মায়ের ইনতিকালের পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম দাদা আবদুল মুত্তালিবের একক তত্ত্বাবধানে লালিত পালিত হতে থাকেন। আবদুল মুত্তালিবের জন্য কা’বা শরীফের ছায়ায় চাদর বিছানো হতো। আবদুল মুত্তালিব সেখানে উপস্থিত না হওযা পর্যন্ত ঐ চাদরের আশে পাশে বসে থাকতো তাঁর পুত্র পৌত্ররা আবদুল মুত্তালিবের সম্মানার্থে কেই তাঁর ওপর বসতো না। কিন্তু দৃঢ়চেতা কিশোর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম এসেই বিছানার ওপর গিয়ে বসে পড়তেন। তাঁর চাচা তাঁকে ধরে সরিয়ে দিতে চেষ্টা করতেন। তা দেখে আবদুল মুত্তালিব বলতেন, “তোমরা আমার পৌত্রকে বাধা দিও না। আল্লাহর কসম, সে এক অসাধারন ছেলে।” অতঃপর তাঁকে সাথে নিয়ে চাদরের ওপর বসতেন এবং তাঁর পিঠে হাত বুলিয়ে আদার করতেন। তাঁর সব কাজই তাঁর ভাল লাগতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বযস আট বছর পূর্ণ হলে আবদুল মুত্তালিব মারা যান। আবরাহার হস্তী বাহিনী নিয়ে কা’বা শরীফ আক্রমণ করার আট বছর পর তিনি মারা যান।
সীরাতে ইবনে হিশাম (ইসলামিক সেন্টার)
⌘K
- ভূমিকা
- মুহাম্মাদ ﷺ থেকে আদম আলাইহিস্ সালাম পর্যন্ত ঊর্ধতন বংশপরম্পরা
- ইসমাঈল আলাইহিস্ সালামের অধস্তন পুরুষদের বংশক্রম
- রাবিয়া ইবনে নসরের স্বপ্ন
- হাবশীদের দখলে ইয়ামান
- আরিয়াত ও আবরাহা দন্দ্ব
- আসহাবুল ফীলের ঘটনা
- নিযার ইবনে মা’আদের বংশধর
- আবদুল মুত্তালিব বিন হশিমের সন্তান সন্তুতি
- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা
- যমযম কূপ খনন ও তদবিষয়ে সৃষ্ঠ মতবিরোধ
- আবদুল মুত্তালিব কর্তৃক তাঁর পুত্রকে কুরবানীর মানত
- মহানবীর (স্) আমিনার গর্ভে থাকাকালের ঘটনাবলী
- রাসূলুল্লাহর (স) জন্ম
- হালীমার কথা
- বক্ষ বিদারনের ঘটনা
- দাদার অভিভাবকত্বে
- চাচা আবু তালিবের অভিভাবকত্বে
- পাদ্রী বাহীরার ঘটনা
- ফিজারের যুদ্ধ
- খাদীজা রাদিয়ল্লাহ আনহার সাথে বিয়ে
- ওয়ারারা বিন নওফেলের ভাষ্য
- Home
- Docs
- সীরাতে ইবনে হিশাম (ইসলামি...
- দাদার অভিভাবকত্বে